শুদ্ধ বানান : ব্যাকরণগতভাবে অশুদ্ধ হলেও বহুলপ্রচলিত কিছু বাগ্‌ভঙ্গি

ব্যাকরণগতভাবে অশুদ্ধ হলেও বহুলপ্রচলিত কিছু বাগ্‌ভঙ্গি

ড. মোহাম্মদ আমীন

অশুদ্ধ > আপ্রাণ চেষ্টা
শুদ্ধ > প্রাণপণ চেষ্টা

অশুদ্ধ > করা কর্তব্য
শুদ্ধ > করা উচিত

অশুদ্ধ > সাংসারিক বুদ্ধি
শুদ্ধ > সংসার বুদ্ধি

অশুদ্ধ > সম্ভব নয়
শুদ্ধ > সম্ভবপর নয়

অশুদ্ধ > আলোচ্য অংশ
শুদ্ধ > আলোচ্যমান অংশ

অশুদ্ধ > জীবন সংশয়
শুদ্ধ > জীবন সংশয়াপন্ন

অশুদ্ধ > পূজার বন্ধ
শুদ্ধ > পূজার ছুটি

অশুদ্ধ > গোপন কথা
শুদ্ধ > গোপনীয় কথা

অশুদ্ধ > লালপেড়ে শাড়ি
শুদ্ধ > লালপাড় শাড়ি

অশুদ্ধ > ধন্যবাদ ভাই।

শুদ্ধ > ধন্যবাদ, ভাই

 

————————————————————————————————————————————————

শুদ্ধ বানান চর্চা লিংক/১

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪


Language
error: Content is protected !!