শুদ্ধ বানান /২

০০০
ঐকবদ্ধ নয়, ঐক্যবদ্ধ
ঐকাগ্র নয়, ঐকাগ্র্য
ঐক্যতান নয়, ঐকতান
ঐক্যমত নয়, ঐকমত্য
ঐক্যতা নয়, ঐক্য/একতা
০০০
ওই রূপ নয়, ওইরূপ
ওঠ বস নয়, ওঠবস
ওৎপাতা নয়, ওঁৎপাতা/ ওত পাতা
ওতঃপ্রোত নয়, ওতপ্রোত
ওষ্ঠ (ওষ্ঠজাত অর্থে) নয়, ওষ্ঠ্য (ওষ্ঠজাত, ওষ্ঠের সাহায্যে উচ্চার্য)
০০০
ঔৎকন্ঠ নয়, ঔৎকণ্ঠ্য (অর্থ উদ্‌বেগ)
ঔচিত্ত নয়, ঔচিত্য
ঔদ্ধত নয়, ঔদ্ধত্য
ঔপনিষেদিক নয়, ঔপনিষদিক
ঔষুধ নয়, ঔষধ (কিন্তু ওষুধ)
ঔষ্ঠ নয়, ঔষ্ঠ্য
০০০
কটুক্তি নয়, কটূক্তি
কর্ণার নয়, কর্নার
কাঁচ নয়, কাচ
কৌতুহল নয়, কৌতূহল
ক্ষুন্ন নয়, ক্ষুণ্ন (ণ+ন)
ক্ষুণ্নিবৃত্তি নয়, ক্ষুন্নিবৃত্তি (ক্ষুৎ+নিবৃত্তি; ন+ন)
০০০০
খুটিনাটি নয়, খুঁটিনাটি
খুকী নয়, খুকি
খুশী নয়, খুশি
খেলাধূলা নয়, খেলাধুলা
খোলাখোলি নয়, খোলাখুলি
 খোঁয়ার নয়, খোঁয়াড়
খ্রিস্টাব্দ নয়, খ্রিষ্টাব্দ
Language
error: Content is protected !!