শুদ্ধ বানান/৩

উহ্য নয়, লিখুন ঊহ্য।
উৎকর্ষতা নয়, লিখুন উৎকর্ষ।
ঊনিশ নয়, উনিশ (কিন্তু ঊনবিংশ)।
এককৃত নয়, লিখুন একীকৃত।
একনিষ্ট নয়, লিখুন একনিষ্ঠ
একভূত নয়, লিখুন একীভূত।
একাধিক্রমে নয়, লিখুন একাদিক্রমে।
এক্ষুণি নয়, লিখুন এক্ষুনি (কিন্তু এক্ষণ, এক্ষণে)।
এতদোদ্দেশ্যে নয়, লিখুন এতদুদ্দেশ্যে (তেমনি এতদুপলক্ষ্যে।
এতদ্ব্যতীত নয়, লিখুন এতদ্‌ব্যতীত।
এতদ্‌সঙ্গে নয়, লিখুন এতৎসঙ্গে (তেমনি এতৎসত্ত্বেও)।
এশিয় নয়, লিখুন এশীয় [( তেমন কানাডীয়, ভারতীয়, আরবীয় প্রভৃতি ) ‘-ঈয়’ প্রত্যয় যুক্ত হওয়ায় বিদেশি শব্দ হওয়া সত্ত্বেও বানানে ঈ-কার এসেছে।] শুদ্ধ বানান/১ এবং শুদ্ধ বানান/২
Language
error: Content is protected !!