শুদ্ধ বানান/৪

কটুক্তি নয়, কটূক্তি।
কতৃক নয়, কর্তৃক।
কতৃত্ত্ব নয়, কর্তৃত্ব।
কতৃপক্ষ নয়, কর্তৃপক্ষ।
কথপোকথন নয়, কথোপকথন।
কদাচিত নয়, কদাচিৎ।
কনা নয়, কণা।
কনিষ্ট নয়, কনিষ্ঠ।
কন্ঠস্ত নয়, কণ্ঠস্থ।
কয়েদী নয়, কয়েদি।
করনিক নয়, করণিক।
কর্তী নয়, কর্ত্রী। ( যেমন : আর্দ্র)।

 

Language
error: Content is protected !!