শুদ্ধ বানান/৭

কাঁচ নয়, কাচ (glass) [চন্দ্রবিন্দু হবে না]।
কাংখিত নয়, কাঙ্ক্ষিত।
কানপাতা নয়, কান পাতা (কিন্তু কানপাতলা)।
কানমলা নয়, কান মলা (কিন্তু কানফুল, কানবালা, কানভাঙানি)।
কিংবদন্তী নয়, কিংবদন্তি।
কুটনীতি নয়, কূটনীতি।
কুৎসিৎ নয়, কুৎসিত।
কূটিল নয়, কুটিল।
কৃচ্ছতা নয়, কৃচ্ছ্রতা।
কৃচ্ছসাধন নয়, কৃচ্ছ্রসাধন।
কুহরণ নয়, কুহরন (কূজন, কুহুধ্বনি)।
কৃষ্টিবান নয়, কৃষ্টিমান।
কেন্দ্রিয় নয়, কেন্দ্রীয়।
কেরাণী নয়, কেরানি।(তবে করণ, করণিক)।
কোণাকুণি নয়, কোনাকুনি। (কোণ, কিন্তু কোনা)।

 

Language
error: Content is protected !!