শুবাচবাণী

শুবাচবাণী
মুগ্ধকর : সেরা উক্তি/১
বললামই তো, আমি পড়ি পড়ার জন্য।কিছু না পেলে কাগজের ঠোঙাও পড়ি।
শুবাচি : Shaheen  Akter
এই মন্তব্য-উক্তির জন্য তিনি পাচ্ছেন শুবাচ-এর পক্ষ থেকে এমন পুরস্কার, যাতে তাকে অন্তত কয়েকদিন কাগজের ঠোঙা না-পড়তে হয়। ‘নিহ্নবে চিত্ত দাহ’ যযাতিতে তিনি এই মন্তব্য করেন।
তারিখ: ৪ঠা জানুয়ারি, ২০২০ খ্রিষ্টাব্দ।
নিহ্নবে চিত্ত দাহ
নিহ্নব (নি+✓হ্নু+অ) অর্থ অপলাপ; অবিশ্বাস; সত্যগোপন; সন্দেহ। দাহ – তীব্রসন্তাপ বা জ্বালা; ভস্মীকরণ বা দহন। নিহ্নবে চিত্ত দাহ – অবিশ্বাসে বা সন্দেহে বা সত্যগোপনে মনে তীব্রসন্তাপ বা জ্বালা সৃষ্টি হয়। নিহ্নব উচ্চারণ নিন্nhoবো। হ্ন ‘হ’ ও ‘ন’-এর যুক্তধ্বনি নয়। হ্ন (হ+ন = ন্‌হ nho) মূলত ‘ন’-এর ঘোষমহাপ্রাণ নাসিক্যব্যঞ্জন ধ্বনি। হ্ন উচ্চারণে আগে ‘ন’ ও পরে ‘হ’ উচ্চারিত হবে। নিহ্নবে চিত্ত দাহ একটি বইয়ের নাম। এর লেখক: ডাঃ বাবা জাহাঙ্গীর।
Language
error: Content is protected !!