Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
শুবাচির প্রশ্ন থেকে উত্তর – Dr. Mohammed Amin

শুবাচির প্রশ্ন থেকে উত্তর

ড. মোহাম্মদ আমীন
বাতায়ন পাশে গুবাক তরুর সারি ‘ এখানে ‘গুবাক ‘ মানে কী ?
উত্তর: সুপারি, গুয়া।
২. “তালপাতার সেপাই” বলতে কী বুঝানো হয়?
উত্তর: লম্বা ও অত্যন্ত কৃশ ব্যক্তি।
৩. কীবোর্ড নাকি কিবোর্ড?
উত্তর: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, কী-বোর্ড।
৪. ‘শ্রেনী’ আর ‘শ্রেনি’ -এ দুটার মধ্যে পার্থক্য ও কোনটা কখন বসবে?
উত্তর: ভুল হলে বসবে। একমাত্র প্রমিত ও শুদ্ধ বানান শ্রেণি।
৫. কোন বাননটি সঠিক? ১.তারাতারি না কি ২.তাড়াতাড়ি?
উত্তর: তাড়াতাড়ি
৬. পূর্ব  না কি পুর্ব; কোনটি শুদ্ধ?
উত্তর: পূর্ব। পূর্ব  দিগন্তে সূর্য  উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল- – -। 
৭. গুলো এবং গুলি এর ব্যবহার জানতে চাই।
উত্তর: ‘গুলি’ হচ্ছে (অব্যয়ে) ‘গুলো’র সাধু রূপ। বিশেষ্যে গুলি অর্থ বন্ধুকের টোটার মধ্যে থাকে এমন ছোটো গোলাকার ধাতব পিণ্ড; বড়ি, আফিম থেকে প্রস্তুত মাদকদ্রব্যবিশেষ; চণ্ডু (গুলিখোর) প্রভৃতি।
৯. ব্যথা না কি ব্যাথা?
উত্তর: ব্যথা। ব্যথার আকার  নেই। তাই আ-কার দিতে হয় না।
১০. ঋদ্ধ হলাম। আপনার জানার পরিধি অনেক ভালো। এখানে ঋদ্ধ হলাম মানে কি?
উত্তর: সমৃদ্ধ হওয়া, জানা, অভিজ্ঞ হওয়া, দক্ষ হওয়া।
১১. বাঙ্গালি না কি বাঙালি কোনটি সঠিক?
উত্তর: বাঙালি।
১২. মণ্ডলি নাকি মণ্ডলী ?
উত্তর: মণ্ডলী। অর্থ: সমূহ, বৃত্ত, চক্র।
১৩. স্বামীর মৃত্যু হলে বউকে বলা হয় বিধবা। কিন্তু বউয়ের মৃত্যু হলে স্বামীকে কী বলা হয় জানতে চাই।
উত্তর: মৃতদার।
১৪. ময়দান আর মাঠের মধ্যে কোনো পার্থক্য আছে কি?
উত্তর: আছে। ময়দান আরবি শব্দ। মাঠ দেশি শব্দ। দুটোই সমার্থক।
১৫. ‘প্রতিষ্ঠাবার্ষিকী’ না কি ‘প্রতিষ্ঠাবার্ষিক’ কোনটা ঠিক?
উত্তর: দুটোই ঠিক।
১৬. ইবাদত হবে না কি এবাদত?
উত্তর: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ীদ দুটোই শুদ্ধ।
১৭. নামের ক্ষেত্রে ই-কার হবে না ঈ-কার হবে বুঝব কীভাবে?
উত্তর: সংশ্লিষ্ট ব্যক্তির নামটি মুখস্থ করে নিয়ে। ব্যক্তি  যা দেন তাই দেবেন।
——————–

শুবাচির প্রশ্ন থেকে উত্তর

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/১১

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা