শুবাচির প্রশ্ন থেকে উত্তর/২১, ২২, ২৩, ২৪, ২৫

ড. মোহাম্মদ আমীন

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/২১, ২২, ২৩, ২৪, ২৫

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/২১

না-নি: ‘জানিনা’ নয়, লিখুন ‘জানি না’। ‘বুঝিনা’ নয়, লিখুন ‘বুঝি না’। না সংশ্লিষ্ট শব্দ হতে ফাঁক রেখে বসে।তবে বুঝিনি, খায়নি,

পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

দেখিনি। নি-সংশ্লি পদের সঙ্গে সেঁটে বসে।না থেকে দূরে নি থাকে লেগে।

স্বচক্ষে: স্বচক্ষে লিখুন, সচক্ষে নয়। স্বচক্ষে অর্থ নিজের চোখে। স্বচক্ষে ঘটনাটা দেখেছি।

সার্বক্ষণিক: ‘সার্বক্ষণিক’ শব্দটি শুদ্ধ। ক্ষ-এর পর ণ বসে। সর্বক্ষণ+ইক= সার্বক্ষণিক। অনুরূপ: সার্বজনিক, সার্বজাতিক, সার্বদেশিক, সার্বভৌমিক, সার্বলৌকিক।

সংক্রমণ: শুদ্ধ বানান সংক্রমণ। ণত্ববিধিমতে একই পদের মধ্যে প্রথমে ঋ ঋৃ র ষ-এর পরে যদি স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, য-ব-হ এবং অুনস্বারের ব্যবধান থাকে তাহলে ন, ণ হয়ে যায়। সংক্রমণ বানানে ণ দিতে হবে। সংক্রমন লিখবেন না।

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/২২

যত্রতত্র না কি যেখানে সেখানে: যেখানে সেখানে এবং যত্রতত্র সমার্থক। তবে আধুনিক বাংলা ভাষায় যেখানে সেখানে কথটি বহুল প্রচলিত। যত্রতত্র/ যেখানে সেখানে মূত্র ত্যাগ নিষেধ/নিষিদ্ধ।
গেপ্তার ও গ্রেফতার: গ্রেপ্তার আর গ্রেফতার দুটোর শুদ্ধ। দুটিই ফারসি উৎসের শব্দ।
ড়াশুনা না কি পড়াশোনা: পড়াশুনা ও পড়াশোনা দুটোই সঠিক। যে-কোনো একটি লিখতে পারেন।পড়াশোনা শব্দের সাধু রূপ পড়াশুনা।
‘মানসিক না কি মানষিক: মানসিক। মানসিক= মানস+ইক। মানষিক অশুদ্ধ। তবে মানুষিক শুদ্ধ। মানুষিক= মানুষ+ইক। যেমন: অমানুষিক।
ঈশ্বর না কি ইশ্বর: ঈশ থেকে ঈশ্বর। অতএব, ঈশ্বর শুদ্ধ বানান। ঈশ্বর বানান ঈ-কার দিয়ে লিখুন।

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/২৩

গণহত্যা, গনহত্যা: শুদ্ধ বানান গণহত্যা। গণ থেকে গণহত্যা। গণ বানানে ণ, স্বাভাবিক ণত্ব। গনহত্যা লিখবেন না। এটি অশুদ্ধ

পাঞ্জেরী পাবলিকেশন্স লি.

হবে।

কখনো না কি কখনও: কখনো এবং কখনও দুটোই শুদ্ধ।তবে একই লেখায় যে-কোনো একটি লেখা উত্তম।
ফুটপাত না কি ফুটপাথ: শুদ্ধ বানান ফুটপাত (শহরের রাস্তায় পাশে পায়ে চলার নির্দিষ্ট পথ)। এটি ইংরেজি শব্দ। footpath.
পরিচর্চা নাকি পরিচর্যা: শুদ্ধ বানান পরিচর্যা(পরি+চর্যা)। অনুরূপ: পরিচালক, পারিচালনা, পরিচিত, পরিচ্ছন্ন
পরিচ্ছদ না কি পরিচ্ছেদ: দুটোই শুদ্ধ। তবে অর্থ ভিন্ন। পরিচ্ছদ অর্থ পোশাক, জামাকাপড়, আচ্ছাদন। পরিচ্ছেদ অর্থ: গ্রন্থের বিষয়বিভাগ, অধ্যায়।

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/২৪

ঘোষণা না কি ঘোষনা: ঘোষণা লিখুন। ণত্ববিধিমতে, ষ-এর পর ণ হয়। ঘোষনা লিখবেন না। এটি অশুদ্ধ।
কর্ণধার না কি কর্নধার: কর্ণধার। ণ কেন: কারণ: ঋ ঋৃ র ষ- প্রভৃতি বর্ণের পরে যদি প্রত্যয়ের দন্ত্য-ন আসে তবে তা ণ হয়ে যায়।কর্নধার অশুদ্ধ। অনুরূপ: বর্ণ, স্বর্ণ, পর্ণ।
অধিকন্তু নাকি অধিকিন্তু: অধিকন্তু। শব্দটির বানানে কিন্তু নেই। কন্তু আছে।
আবিষ্কার না কি আবিষ্কার: শুদ্ধ বানান আবিষ্কার। ই-কারের পরের স, ষ হয়ে যায়। যেমন: পরিষ্কার, বহিষ্কার। কিন্তু পুরস্কার, তিরস্কার। তাই আবিস্কার বানান ভুল।
শহিদ না কি শহীদ: শুদ্ধ ও প্রমিত বানান শহিদ। বিদেশি শব্দে ঈ-কার হয় না। যেমন: ইরানি, ফরাসি, ফারসি, আরবি, মৌলবি।

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/২৫

অপরাহ্ন ন কি অপরাহ্ণ: অপরাহ্ন নয় অপরাহ্ণ, তেমনি প্রাহ্ণ, পূর্বাহ্ণ। বানানের আগে র/র-ফলা থাকলে ণ হবে। অপরাহ্ণ=

অপরা+হ্‌+ণ।

কার্যালয় না কি কার্য্যালয়: কার্যালয়। মনে রাখবেন য-য়ে রেফ থাকলে য-ফলা দেওয়া যাবে না। যেমন: ধৈর্য্য নয়, ধৈর্য, সৌন্দর্য্য নয়, সৌন্দর্য।
নীরব না কি নিরব: নীরব। মনে রাখুন, নিরীহদের নীরব থাকতে হয়।
উচিত এর বিপরীতার্থক শব্দ: উচিত এর বিপরীতার্থক শব্দ অনুচিত।
শুবাচ-এর ওয়েবসাইট: www.draminbd.com
Language
error: Content is protected !!