শুবাচির প্রশ্ন থেকে উত্তর/ ৩৩
জনাব TA NM OY-এর প্রশ্ন
করবো না কি করব?
উত্তর: করব। আমি ভয় করব না ভয় করব না (রবীন্দ্রনাথ)।
২. Shazzad Hossain-এর প্রশ্ন
স্যার, দয়া করে জানাবেন – পড়ছ /করছো, বলছ/বলছো কখনো কখনও , হব/হবো — বানানগুলো সঠিক কি হবে?
উত্তর: সঠিক বানান: পড়ছ, বলছ, কখনো, হব। তবে নাটক-উপন্যাসে কিংবা কথোপকথনে বাক্যবিশেষে ব্যতিক্রম হতে পারে।
৩. রীতা নাথ- এর প্রশ্ন
দৈর্ঘ্য বা দৈর্ঘ কোনটি সঠিক?
উত্তর: দৈর্ঘ্য। তবে ধৈর্য, ধার্য। য-এর ওপর রেফ থাকলে তার পাশে য-ফলা দেবেন না। যেমন: কার্য্যালয় নয়, কার্যালয়।
৪. AR Rahman- এর প্রশ্ন
কেতাদুরস্ত শব্দের অর্থ কী?
উত্তর: বাহ্যিক চালচলনে নিখুঁত; পরিপাটি, রুচিসম্মত, সুশৃঙ্খল। আরবি কেতা ও ফারসি দুরস্ত মিলে শব্দটি গঠিত।
৫. Indrani Indrila-এর প্রশ্ন
ধন্যবাদ এর প্রত্যুত্তরে কি কি বলা যায়?
উত্তর: ধন্যবাদ, স্বাগত। সালামের জবাব সালাম।
৬. Mynul Islam- এর প্রশ্ন
প্রোডাক্টিভ’ এর সঠিক বাংলা কী হবে?
উত্তর: অনেক অনেক অর্থ হতে পারে। সুনির্দিষ্ট অর্থ জানার জন্য বাক্য-সহ দিন।
৭. জনাব Bidyut Fouzder
৮৮=আটাশি না ৮৮=অষ্টাশি
উত্তর: আটাশি (আট+আশি)। অষ্ট+আশি= অষ্টাশি হয়। কিন্তু তা ব্যাকরণের ভাষায় গুরুচণ্ডালী হয়ে যাবে। অষ্ট তৎসম, আশি অতৎসম।
শুবাচির প্রশ্ন থেকে উত্তর/৩৪
১. জনাব Noor Mohammed– এর প্রশ্ন
নতুন না নূতন?
উত্তর: দুটোই শুদ্ধ। নতুন অতৎসম, নূতন তৎসম। সংস্কৃত নূতন (নব+তন) থেকে নতুন।
২. Abdul Wadud–এর প্রশ্ন
ইস্যু শব্দের অর্থ কী?
উত্তর: সমস্যা, নির্গত হওয়া, বের হওয়া- — এরূপ আরও অনেক অর্থ হতে পারে। বাক্য-সহ না-দিলে শব্দের অর্থ সুনির্দিষ্টভাবে বলা যায় না।
৩. জনাব Sea Sayed–এর প্রশ্ন
ষ্টেশনারী, স্টেশনারী কোন বানানটি সঠিক? অগ্রিম ধন্যবাদ।
উত্তর: ষ্টেশনারী ও স্টেশনারী- দুটোই ভুল। সঠিক বানান: স্টেশনারি। বিদেশি শব্দে সাধারণত ষ এবং ঈ-কার বিধেয় নয়।
৪. জনাব Mohammad Hasan–এর প্রশ্ন
কোনটি শুদ্ধ বানান? ১. মুমূর্ষ ২.মূমুর্ষ।
উত্তর: মুমূর্ষু। অর্থ: মৃত্যুকাল আসন্ন এমন, মরণাপন্ন, মৃতপ্রায়।
৫. জনাব Swapon Kumar Barman–এর প্রশ্ন
উনি বলেছিল / উনি বলেছিলেন – কোনটা সঠিক?
উত্তর: উনি বলেছিলেন।
৬. জনাব Md Rezaul–এর প্রশ্ন
এই গ্রুপে এটা আমার প্রথম লেখা, ‘সুজন’ এর অর্থ কী?
উত্তর: ভালো মানুষ, সৎ মানুষ, সজ্জন, ভদ্র। সুজন= সু+জন।
৭. কোনটি শুদ্ধ: পর্দাশীল না কি পর্দানশিন?
উত্তর: পর্দানশিন। এটি ফারসি শব্দ। অর্থ পর্দার অন্তরালে বাস করে এমন, অবরোধবাসিনী।
একাডেমী থেকে একাডেমি
জনাব Sumon Roy-এর প্রশ্ন
আশা করছি যযাতিটি অনুমোদিত হবে। বিজ্ঞজনের মতামত আশা করছি;
“বাংলা একাডেমী” না কি “বাংলা একাডেমি” ? দুটি বাংলা অভিধানের কভার পেজে দুরকম পেয়েছি । এই বিষয়ে কি এখনও সিদ্ধান্তে উপনীত হওয়া যায়নি ? বিস্তারিত জানত চাই।
উত্তর: ড. মুহাম্মদ শহীদুল্লাহর ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত বর্তমান বাংলা একাডেমি নামের প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাকালীন (১৯৫৭ খ্রিষ্টাব্দ) নাম ছিল ‘বাংলা একাডেমী’। তিনিই প্রতিষ্ঠানটির নাম বাংলা একাডেমী রেখেছিলেন। ১৯৭৮ খ্রিষ্টাব্দে ‘বাংলা একাডেমী অর্ডিনেন্স ১৯৭৮’ জারি করা হয়। এর পূর্ব পর্যন্ত ১৯৫৭ খ্রিষ্টাব্দে জারিকৃত আইন দিয়ে বাংলা একাডেমীর কার্যক্রম পরিচালিত হয়। ২০১৩ খ্রিষ্টাব্দে বাংলা একাডেমি আইন, ২০১৩-এর মাধ্যমে একাডেমী বানান পরিবর্তন করে একাডেমি রাখার সুপারিশ করা হয়।
‘বাংলা একাডেমি আইন, ২০১৩’ পাস হলে বাংলা একাডেমী রাতারাতি বাংলা একাডেমি হয়ে যায়।১৯৫৭ খ্রিষ্টাব্দ থেকে ২০১৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত ছিল একাডেমী। এজন্য নাম পরিবর্তনের পূর্বে প্রকাশিত বইসমূহে বাংলা একাডেমী দেখা যায়। এখন লেখা হয় ‘বাংলা একাডেমি’।
শুবাচির প্রশ্ন থেকে উত্তর/৩৬
জনাব MD. ABDAL MIAH-এর প্রশ্ন:
‘তাকিদ’ না ‘তাগিদ’ কোনটা শুদ্ধ?
উত্তর: তাগিদ। এটি আরবি উৎসের শব্দ।
২. জনাব AKASHISLAM AKASHISLAM এর প্রশ্ন:
কাঠমোল্লার ব্যাখাটা কী? কেন বলা হয়? কাঠের সাথে মোল্লার সম্পর্ক কী?
উত্তর: এই সংযোগে দেখুন: কাটমোল্লা ও কাঠমোল্লা
৩. জনাব AHMED SHAPNIK এর প্রশ্ন
‘তীর’ না কি ‘তির’? ‘তীরন্দাজ’ না কি ‘তিরন্দাজ’?
উত্তর: তির, তিরন্দাজ। দুটোই ফারসি উৎসের শব্দ। তাই ই-কার।
৪. জনাব Alamgir Hossain– এর প্রশ্ন
কোন আলোচনা বা প্রস্তাব বা অন্য অনেক বিষয়ে ফলপ্রসূ কোন ফলাফল না আসলে বলা হয়, “সে আলোচনা বা প্রস্তাব অনেক আগেই ভেস্তে গেছে।”
এই “ভেস্তে যাওয়া”র সঠিক অর্থ কি? এটা কি বেহেশতে যাওয়া বোঝানো হয়? সেক্ষেত্রে তো বলা উচিত ছিল, “সে আলোচনা নরকে/ দোযখে গেছে”। যেহেতু ফলাফল ইতিবাচক আসেনি।
উত্তর: ভেস্তে যাওয়া মানে পণ্ড হয়ে যাওয়া, উদ্দেশ্য সফল না হওয়া। বিস্তারিত শুবাচে আছে। সার্চ দিলে পেয়ে যাবেন।