শুবাচির প্রশ্ন থেকে উত্তর

শুবাচির প্রশ্নের উত্তর/৬

ভাবি ও ভাবী

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, সংস্কৃত ভ্রাতৃজায়া (স. ভ্রাতৃজায়া>) থেকে উদ্ভূত এবং বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত অতৎসম ‘ভাবি’ অর্থ জ্যেষ্ঠ ভ্রাতার পত্নী, বউদি ইত্যাদি।
সংস্কৃত ‘ভাবী’(ভবিষ্যৎ) থেকে উদ্ভূত এবং বাক্যে ক্রিয়াবিশেষ্য হিসেবে ব্যবহৃত ‘ভাবা’ অর্থাৎ ‘চিন্তা করা’ অর্থ প্রকাশেও উত্তম পুরুষে ‘ভাবি’ (চিন্তা করি) ব্যবহৃত হয়। প্রয়োগ :
ভাবি (বৌদি), বিদেশে আমি সারাক্ষণ শুধু দেশের কথা ভাবি (চিন্তা করি)।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘ভাবী’ (স. √ভূ+ইন্‌) শব্দের অর্থ ভবিষ্যৎ, অনাগতকাল, ভবিষ্যতে হবে এমন।
 

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/৭

১. কবিরাজ বাড়ির পানিপরা না কি পানিপড়া কোনটা সঠিক হবে? জানালে উপকৃত হতাম। উত্তর: পানিপড়া।
২, “রাজ্ঞী” শব্দের অর্থ কি? উত্তর: ‘রাজা’র স্ত্রীবাচক শব্দ রাজ্ঞী।
৩. “রোগী” না “রুগী” কোনটা সঠিক? উত্তর: রোগী, কিন্তু রুগি। রোগী: তৎসম; রুগি অতৎসম।
৪. ইগল না কি ঈগল? উত্তর: “ইগল”।এটি ইংরেজি শব্দ।
৫. ‘ইতিমধ্যে’ নাকি ‘ইতোমধ্যে’? উত্তর: ইতোমধ্যে।
৬. ভাল ও ভালো এই দুটি’র পার্থক্য কী? উত্তর: ভালো অর্থ উত্তম, ভাল অর্থ কপাল, ভাগ্য।
৭. “শুক্কুরবার” না কি “শুক্রবার” কোনটা সঠিক? শুক্রবার।
৮. সৌন্দর্য নাকি সৌন্দর্য্য? উত্তর: সৌন্দর্য।
৯. সৌন্দর্য্যের নাকি সৌন্দর্যের? উত্তর: সৌন্দর্যের।
১০. আমরা শুদ্ধ বানান চর্চা করব না কি শুদ্ধ বানানচর্চা করব? উত্তর: “শুদ্ধ বানান চর্চা করব” (Md Labib)।
১১. কেন এবং কেনো? উভয় শব্দের ব্যবহার পদ্ধতি জানতে চাই। উত্তর: দোকানে যাওনি কেন? বাবাা, এই সুন্দর জামাটা কেনো।
১২. কোনটা সঠিক, দাঁড়ানো নাকি দাড়ানো? উত্তর: দাঁড়ানো।
১৩.ভালোবাসা নাকি ভালবাসা কোনটা সঠিক? উত্তর: ভালোবাসা।

 

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/৮

১. পড়াশোনা নাকি পড়াশুনা? উত্তর: দুটোই লিখতে পারেন। পড়াশুনা হলো পড়াশোনা শব্দের সাধু রূপ।
২. বুজছেন নাকি বুঝছেন কোনটা হবে? উত্তর:বুঝছেন
৩. কোনটি সঠিক: .মুমুর্ষু না কি মুমূর্ষু? উত্তর: মুমূর্ষু।
৪. প্রতারণা না কি প্রতারনা? উত্তর: প্রতারণা। তৎসম শব্দে সাধারণত র-এর পরের ন, ণ হয়।
৫. বিমা / বীমা কোনটা সঠিক? উত্তর: বিমা।
৬. গ্রীণ অথবা গ্রিন কোনটি সঠিক? উত্তর: গ্রিন।
৭. হিসেবে না কি হিসাবে?কোনটি সঠিক? উত্তর: দুটোই সঠিক।
৮. সাম্প্রদায়িক শব্দের অর্থ কি? উত্তর: সম্প্রদায়+ইক= সাম্প্রদায়িক। এর অর্থ সম্প্রদায়বিষয়ক, সম্প্রদায়সম্পর্কিত।
৯. ৫২ কে আমি কীভাবে লিখব? বায়ান্ন? না কি বাহান্ন? উত্তর: বাহান্ন।

Language
error: Content is protected !!