Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
শুবাচির প্রশ্ন থেকে উত্তর – Page 4 – Dr. Mohammed Amin

শুবাচির প্রশ্ন থেকে উত্তর

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/১২

নৈশব্দ শব্দটির অর্থ কি? (Sumaia Nourin)
উত্তর: এমন কোনো শব্দ নেই। নৈঃশব্দ্য (নিঃশব্দ +য) হতে পারে। এর অর্থ নীরবতা, মৌন।
২. উচিৎ নাকি উচিত কোনটা সঠিক?
উত্তর: উচিত।
৩. দারিদ্র্য আর দারিদ্রতার মধ্যে পার্থক্য কী?
উত্তর: দারিদ্র্য (দরিদ্র+য) শুদ্ধ, দারিদ্রতা ভুল।
৪. সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব—–সত্য না মিথ্যা?
উত্তর: মিথ্যা। তাহলে বাংলা ভাষার উদ্ভব কোত্থেকে? সংস্কৃত ভাষার উদ্ভব যেখান থেকে।
৫. পদার্থবিদ্যা কি ভুল? (Khondakar Saif)?
উত্তর: ভুল নয়।পড়ুন: সমাস বাংলা ব্যাকরণের পিঁয়াজ।
৬. মসজিদের ইমাম নাকি ঈমাম হবে?
উত্তর: ইমাম।
৭. ভীষণ নাকি ভীষন- কোনটা সঠিক? (Imtiaz Rahman)
উত্তর: ভীষণ।
 
প্রয়োজনীয় কয়েকটি লিংক নিচে দেওয়া হলো:

শুবাচির প্রশ্ন থেকে উত্তর সমগ্র

(প্রশ্ন করার আগে শুবাচে খুঁজে দেখুন প্রশ্নটির উত্তর পান কি না। প্রশ্ন করার জন্য প্রশ্ন করবেন না।)
১. ‘উচিত’ আর ‘উচিৎ’ শব্দের ব্যবহার সম্পর্কে জানতে চাচ্ছি।(Masuma Akhter)
উত্তর: উচিৎ ভুল বানান। শুদ্ধ উচিত। দেখুন: উচিত বানানে খণ্ড-ৎ নয় কেন
২. ‘পাঁচশোবার’ এবং ‘পাঁচ শোবার’। শব্দদ্বয়ের মধ্যে কোনটা সঠিক?(আমিনুল ইসলাম)
উত্তর: একটাও সঠিক নয়।
৩. চত্ত্বর না চত্বর কোনটি সঠিক শব্দ? (Jim Rihan)
উত্তর: চত্বর। এর অর্থ চবুতর।
৪. শহীদ মিনার,নাকি শহিদ মিনার,কোনটি শুদ্ধ? (অনিকেত অভ্র)
উত্তর: শহিদ মিনার। দেুখন: শহিদ মিনার’ না কি ‘শহিদমিনার’?
৫. কোন শব্দটি সঠিক অনুভূতি না অনুভূতী?(মোঃ সোহেল রানা রাসেল)।
উত্তর: অনুভূতি।
৬. মাদ্রাসা নাকি মাদরাসা? (Masudur Rahman Masud)
উত্তর: মাদ্রাসা।
৭. সর্বজনীন ও সার্বজনীন শব্দ দুটির অর্থ কি? (অহর্নিশ চৌধুরী)
উত্তর: দেখুন এই লিংকে: সর্বজনীন বনাম সার্বজনীন
৮. ‘কি’ এবং ‘কী’ এর ব্যাবহার বিধি জানতে চাই। (Abdullah Saad)
৯. অধিদপ্তর নাকি অধিদফতর সঠিক কোনটা? (Syed Mubin)
উত্তর: দুটোই শুদ্ধ। যে-কোনো একটি লিখতে পারেন।
[প্রামাণ্য বাক্য ছাড়া শব্দার্থ কী এমন প্রশ্নের উত্তর দেওয়া হয় না। প্রত্যেক শব্দের সন্ধিবিচ্ছেদ হয় না। তাই —- বাক্যের সন্ধিবিচ্ছেদ কী এমন প্রশ্নের উত্তর দেওয় হবে না। রঙিন পটে লেখা কোনো যযাতি অনুমোদন করা হয় না।]

 

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/১৪

আরবি শুদ্ধ, আরবী অপ্রমিত। আরবি লিখুন।
দুঃস্থদুস্থ দুটোই শুদ্ধ।যে-কোনোটি লিখতে পারেন।
নতুননূতন দুটোই শুদ্ধ।
নিঃশ্বাসনিশ্বাস দুটোই শুদ্ধ।
নিরীহ কিন্তু নীরব (মনে রাখুন নিরীহদের নীরব থাকতে হয়।
ব্যবসায়ব্যাবসা দুটোই শুদ্ধ।
পঙ্‌ক্তি শুদ্ধ, পংক্তি অশুদ্ধ।
পোস্ট শুদ্ধ, পোষ্ট লিখবেন না। বিদেশি শব্দের বানানে সাধারণত ষ হয় না।
ভালোবাসি লিখুন, ভালবাসি অপ্রমিত। ভালো অর্থ good, ভাল অর্থ কপাল, ভাগ্য।
মন্তব্য অর্থে মত ( এ বিষয়ে তোমার মত কী?) এবং তুলনা বুঝাতে মতো (তোমার মতো ভালো মেয়ে আর দেখিনি) লিখুন।
মাস্ক শুদ্ধ। এর বাংলা মুখোশ, মুখাবরণ। এই অর্থে মাক্স অশুদ্ধ
সরকারি শুদ্ধ, সরকারী অপ্রমিত (এটি ফারসি শব্দ, বিদেশি শব্দে ঈ-কার হয় না।)
জি (হ্যাঁ) শুদ্ধ, জ-এর নিচে ব দেবেন না। জ্বি, জ্বী দুটোই অশুদ্ধ।

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/১৫

সঠিক ও ঠিক

বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত বাংলা সঠিক অর্থ নির্ভুল, প্রকৃত প্রভৃতি। সংস্কৃত স্থিত থেকে উদ্ভূত তৎসম ঠিক অর্থ সত্য, নির্ভুল, স্থিরকৃত, সম্পূর্ণ, হুবহু, প্রস্তুত, পরিপাটি প্রভৃতি। সুতরাং উভয় শব্দ সমার্থক। অনেকে মনে করেন (একসময় আমিও মনে করতাম), ‘সঠিক’ শব্দটি শুদ্ধ নয়; বাহুল্য এবং অপপ্রয়োগ। তাঁদের মতে, ‘সঠিক’ শব্দের ‘স’ একটি উপসর্গ। আসলে এ ধারণা সঠিক নয়। ‘ঠিক’ ও ‘সঠিক’ দুটি ভিন্ন শব্দ এবং সমার্থক। তাই শব্দ হিসেবে ‘সঠিক’ অবশ্যই ঠিক।
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ‘সঠিক’ শব্দটি প্রমিত হিসেবে পৃথক ভুক্তিতে স্থান পেয়েছে।
প্রশ্ন: রম্ভোরু অর্থ কী?
উত্তর: তৎসম শব্দ রম্ভোরু (রম্ভ+উরু) অর্থ (বিশেষ্যে) যে নারীর ঊরুদেশ রম্ভা অর্থাৎ কলাগাছের মতো সুপুষ্ট ও সুন্দর।