শুবাচির প্রশ্ন থেকে উত্তর/১৬
১. সমীচীন অর্থ কী? (Sujan Kumar Bala)
উত্তর: উচিত।
২. পরিসেবা না কি পরিষেবা কোনটি সঠিক? (রঙিন ঘুড়ি)
উত্তর: পরিষেবা।
৩. আরবি দিন (দীন) শব্দের অর্থ ধর্ম। আমরা আগে দীন লিখতাম,, কিন্তু বর্তমান নিয়ম অনুসারে শব্দটা দিন হবে। আমার প্রশ্ন হলো – যদি আমরা দিন ই বলি তাহলে দিন (দিবস) আর দিন ( ধর্ম) এর মাঝে কী পার্থক্য রইল? (Masudur Rahman Masud)
উত্তর: একই শব্দের একাধিক অর্থ থাকে। বাক্যে বসলে অর্থ সুনির্দিষ্ট হয়। যেমন: বল খোকা বল, বল দিয়ে কি শুধু বল খেলা যায়? মেলায় গিয়ে মেলা জিনিস মেলা পড়ে থাকতে দেখলাম।
৪. জিনিস না কি জিনিষ, কোনটি শুদ্ধ? (মোঃ নুর উদ্দিন)
উত্তর: জিনিস।
৫. H. Roy জানতে চেয়েছেন:
নৈঃশব্দ্য না কি নৈ:শব্দ্য; উত্তর: নৈঃশব্দ্য।
ডাঃ নাকি ডা: নাকি ডা. উত্তর: ডা.
লিঃ নাকি লি: নাকি লি. উত্তর: লি.
ডাঃ নাকি ডা: নাকি ডা. উত্তর: ডা.
লিঃ নাকি লি: নাকি লি. উত্তর: লি.
শুবাচির প্রশ্ন থেকে উত্তর সমগ্র/১৭
[প্রামাণ্য বাক্য ছাড়া শব্দার্থ জানতে চাইবেন না। প্রশ্ন করার আগে শুবাচে খুঁজে দেখুন। ৮০ ভাগ প্রশ্ন শুবাচে আছে- এমন প্রকৃতির করা হচ্ছে।]
এক্ষণ, এক্ষণে, এক্ষুনি, তক্ষুনি এবং খুনি
এক্ষণ ও এক্ষণে বানানে মূর্ধন্য-ণ; কিন্তু এক্ষুনি বানানে দন্ত্য-ন কেন? এক্ষণ ও এক্ষণে তৎসম। তাই মূর্ধন্য-ণ। কারণ ক্ষ= ক্+ষ। তৎসম শব্দে ক্ষ-এর পর ন-এর জায়গায় ণ হয়। এক্ষুনি অতৎসম। অতৎসম শব্দে ণত্ববিধি প্রযোজ্য নয়। এজন্য এক্ষুনি বানানে ক্ষ-এর পর দন্ত্য-ন।
কিন্তু ব্যাকরণের তৎসম-অতৎসম জটিল বিষয় মনে না-থাকলে কী করব?
খুনি বানানে মূর্ধন্য-ণ আছে?
নেই।
খুনি বানানে মূর্ধন্য-ণ দেন?
না।
সুতরাং, এক্ষুনি বানানেও মূর্ধন্য-ণ দেবেন না। দুনিয়ার কোনো খুনি বানানে মূর্ধন্য-ণ দেবেন না, দন্ত্য-ন দেবেন। যেমন: তক্ষুনি। ক্ষণ বানানের ণ, চলে গেলে তা ক্ষুনি হয়ে যায়।
কিন্তু ব্যাকরণের তৎসম-অতৎসম জটিল বিষয় মনে না-থাকলে কী করব?
খুনি বানানে মূর্ধন্য-ণ আছে?
নেই।
খুনি বানানে মূর্ধন্য-ণ দেন?
না।
সুতরাং, এক্ষুনি বানানেও মূর্ধন্য-ণ দেবেন না। দুনিয়ার কোনো খুনি বানানে মূর্ধন্য-ণ দেবেন না, দন্ত্য-ন দেবেন। যেমন: তক্ষুনি। ক্ষণ বানানের ণ, চলে গেলে তা ক্ষুনি হয়ে যায়।
২. ষ্টোর না কি স্টোর, কোনটা সঠিক? (Ruman Ahmad)
উত্তর: স্টোর।
৩. চৌধুরী কোন ভাষার শব্দ? আর এটা কাদের বলা হয়?
উত্তর: প্রমিত বানান চৌধুরি। দেখুন: চৌধুরি পদবির উদ্ভব
শুবাচির প্রশ্ন থেকে উত্তর/১৮
রানী না কি রাণী কোনটা সঠিক?(SHEKH SALMAN-FARSI)
উত্তর: রানি।
২. ইস্তাম্বুল নাকি ইস্তানবুল! কোনটি সঠিক আসলে? (Mohammad Rifat)
উত্তর: ইস্তানবুল (Istanbul)
৩. কোনটি সঠিক বানান: আবগতি না কি অবগতি? (বিঁন্দুঁ কঁন্যাঁ)
উত্তর: অবগতি।
৪. কোনটি সঠিক: ভালোবাসা নাকি ভালবাসা? (Rifat Hasan)
৪. কোনটি সঠিক: ভালোবাসা নাকি ভালবাসা? (Rifat Hasan)
উত্তর: ভালোবাসা।
৫. ব্যরিস্টার না ব্যারিস্টার? (Azharul Islam Chowdhury Murad)
উত্তর: ব্যারিস্টার।
৬. বাসর রাতের “বিলাই মারা” সম্পর্কে একটু ব্যাখা দিন দয়া করে। (Mahmud)।
উত্তর: ‘বাসর রাতের বিড়াল’ লিখে শুবাচে খুঁজুন পেয়ে যাবেন।
৭. বিরিয়ানি নাকি বিরানি কোনটা সঠিক? (Ma Sud)
উত্তর: বিরিয়ানি।
৮. ব্যবহার আর ব্যাবহার এর মাঝে পার্থক্য কি?
উত্তর: ব্যাবহার ভুল বানান। শুদ্ধ ব্যবহার, কিন্তু ব্যাবহারিক (ব্যবহার+ইক)।
৯. দুরত্ত্ব হবে নাকি দুরত্ব হবে?( রাকিবুল ইসলাম জুয়েল)
উত্তর: দূরত্ব।
১০. ‘নাস্তা’ শুদ্ধ নাকি ‘নাশতা? (Humayun Kabir)
উত্তর: নাশতা ও নাস্তা দুটোই শুদ্ধ।
১১. ইভ টিজিং নাকি ইভটিজিং কোনটি সঠিক? (Jakir Mahy)
উত্তর: ইভটিজিং
১২. ভাঙ্গা হবে না কি ভাঙা হবে? (Likhon Sarkar Likhon)
উত্তর: ভাঙা।
১৩. শব্দটা মাস্ক নাকি মাক্স হবে?( Delowar Hossain Siraji)
উত্তর: মাস্ক।