শুবাচির প্রশ্ন থেকে উত্তর

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/২৬

ডা.এস এম জাকারিয়া হৃদয়-এর প্রশ্ন:
জমিদারি ও জমিদারী কোনটা সঠিক?
উত্তর: জমিদারি। এটি ফারসি শব্দ। বিদেশি শব্দে ঈ-কার হয় না।
২. জনাব সাগিরুদ্দিন সেখ-এর প্রশ্ন:
‘অভিবাসন’ শব্দটির অর্থ কী?
উত্তর: সংস্কৃত অভিবাসন অর্থ স্বদেশ ত্যাগ করে অন্য দেশে বসবাস। ইংরেজিতে যাকে বলা হয়: immigration.
৩. জনাব Lata Mony– এর প্রশ্ন
কৃত্রিম নাকি কৃত্তিম হবে?
উত্তর: কৃত্রিম।
৪. জনাব Hasan Ahmed – এর প্রশ্ন
গরু, গোরু; কোনটা সঠিক?
উত্তর: গোরু। গোরূপ থেকে গোরু। গোয়াল, গোয়ালা, গোদুগ্ধ, গোবর, গোবেচারা, গোপাল, গোমূত্র, গোমেদ, গোমূর্খ প্রভৃতি শব্দ মনে করলে গোরু বানান ভুল হবে না।
৫. Jahed Roman-এর প্রশ্ন
ভাল না কি ভালো; লাগল নাকি লাগলো?
উত্তর: ভালো; লাগল। দৃশ্যটা দেখে ভালো লাগল।
৬. এস. এম. শিশির-এর প্রশ্ন:
‘এক লক্ষ টাকা’ না কি ‘এক লাখ টাকা’।
উত্তর: দুটোই শুদ্ধ।
৭. M Monjurul Shanto-এর প্রশ্ন
পতিতা শব্দের কোনো পুরুষবাচক শব্দ আছে?
পতিতা অর্থ বিশেষ্যে যৌনকর্মী; বিশেষণে স্রষ্টা। এর পুরুষবাচক শব্দ নেই।

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/২৭

কোন বানানটা শুদ্ধ: লাইব্রেরী না কি লাইব্রেরি এবং কেন?(বাংলা অভিধানে -লাইব্রেরি, ইংলিশ অভিধানে-লাইব্রেরী লেখা রয়েছে)
উত্তর: লাইব্রেরি। কারণ এটি বিদেশি শব্দ। বিদেশি শব্দে ঈ-কার হয় না।
২. জনাব MD Junaid Ahmadএর প্রশ্ন
কিভাবে না কি কীভাবে? উত্তর: কীভাবে।
কারণ না কি কারন? উত্তর: কারণ।
৩. জনাব Minat Ibnat Shahaএর প্রশ্ন
ইচ্ছে এবং ইচ্ছা এ দুটোর মধ্যে পার্থক্য কী?
উত্তর: ইচ্ছা প্রমিত রূপ। ইচ্ছে আঞ্চলিক রূপ।
৪. জনাব Wahaduzzaman Taj-এর প্রশ্ন
ময়লা আবর্জনা ফেলার স্হান (আস্তাকুড় /ভাগাড়) সঠিক বানান প্রয়োজন।
উত্তর: আস্তাকুঁড়। এটি দেশি শব্দ।
৫. জনাব মুহাম্মাদ মুর্শিদুল আলমএর প্রশ্ন
জি জ্বি জ্বী? কোনটি সঠিক?
উত্তর: জি।
৬. জনা Shahriar Alam-এর প্রশ্ন
তল্পিতল্পা অর্থ কি?
উত্তর: বিছানাপত্র, কাপড়চোপড় প্রভৃতির বোঁচকা। এটি বাংলা শব্দ।
৭. Jannatul Naimaএর প্রশ্ন
মানসিক এবং মানুষিক শব্দের সঠিক প্রয়োগ জানতে চাই।
উত্তর: মানসিক (মনস+ইক) অর্থ মনোগত। মানুষিক(মানুষ+ইক) অর্থ মানুষের জন্য স্বাভাবিক এমন, মানবীয়। অমানুষিক পরিশ্রম মানুষকে মানসিকভাবেও দুর্বল করে দেয়।

 

শুবাচির প্রশ্ন থেকে উত্তর/২৮

হামিদুল হকএর প্রশ্ন
আবৃত্তি না কি আবৃতি কোনটি সঠিক? দুটো শব্দ কি আলাদা অর্থ বহন করে?
উত্তর: দুটোই সঠিক। তবে অর্থ আলাদা। আবৃতি অর্থ আবরণ, আচ্ছাদন, ঘের, বেষ্টিত স্থান। আবৃত্তি অর্থ ছন্দ, ব্যঞ্জনা প্রভৃতি অভিব্যক্তি সহকারে উচ্চকণ্ঠে পাঠ; বারবার পাঠ বা অনুশীলন।
২. জনাব Fazle Rabbiএর পৃষ্ট বিষয়
অনুগ্রহ করে বলবেন- ইজিপ্ট কেন মিশর, আমেরিকা কেন মার্কিন, ইন্ডিয়া কেন ভারত, ব্রিটেন কেনো বিলাত! বাংলায় এমন হয়ে গেল নাকি অন্য কোনো ভিত্তি আছে?
উত্তর: বিষয়টি বিস্তারিত। শুবাচের সার্চ অপশনে গিয়ে মুখ্য শব্দটি লিখে সার্চ দিন। পেয়ে যাবেন।
৩. জনাব Nilay Duttaএর প্রশ্ন
কাকভোর মানে সূর্যোদয়ের অনেক আগে যে সময়ে কাকেরা উঠে কা কা রবে ডাকাডাকি শুরু করে। কাকজোস্না মানে কী?
উত্তর: কাকজ্যোৎস্না মানে রাত্রিশেষের ম্লান জ্যোৎস্না যা দেখে কাক দিনের আলো ভেবে জেগে ওঠে।কাকজোস্না নয়, কাকাজ্যোৎস্না।
৪. জনান Danis Rahaman-এর প্রশ্ন
বাংলা না বাঙলা হবে? উত্তর: বাংলা।
উত্তর: বাংলা। তবে বাঙালি। প্রত্যয় এলে অনুস্বার ঙ হয়ে যায়।
৫. জনাব Rashed Mansur Rabu
স্বামীগৃহ না কি স্বামিগৃহ; কোনটা সঠিক?
উত্তর: স্বামীগৃহ। স্বামী= স্ব+আমিন। স্বামী ইন্-প্রত্যয়ান্ত শব্দ নয়।
৬ জনাব Akbar Ullah-এর পৃষ্ট বিষয়
শহিদ শব্দের উৎপত্তি এবং এর ব্যবহার সম্পর্কে জানতে চাই।
উত্তর: উত্তরটি বিশদ ব্যাখ্যার দাবি রাখে। শুবাচের সার্চ অপশনে গিয়ে ‘শহিদ/শহিদ মিনার’ লিখে সার্চ দিন। পেয়ে যাবেন।
৭. জনাব Angsuman Devnath-এর প্রশ্ন
‘শূণ্য’ এবং ‘শূন্য’ শব্দ দুটির মধ্যকার পার্থক্য জানতে চাই।
উত্তর: প্রথমটি ভুল, দ্বিতীয়টি শুদ্ধ।

Language
error: Content is protected !!