শুবাচির প্রশ্ন থেকে উত্তর/২৯
জনাব Nilay Dutta-এর প্রশ্ন
গদাইলস্করি চাল বলতে কী বোঝায়?
উত্তর: শব্দটি গদাইলস্করি নয়, গদাইলশকরি। বেশি পরিমাণ পণ্য বোঝাই করার ফলে ধীরগতিসম্পন্ন নৌকার মতো অতি মন্থর, কুঁড়ে, অলস।
২. জনাব Md Mahdi Hasan–এর প্রশ্ন
কোন বানানটি শুদ্ধ? ১.স্বায়ত্ত্বশাসন; ২.সায়ত্তশাসন; ৩.সায়ত্বশাসন; ৪.স্বায়ত্তশাসন।
উত্তর: স্বায়ত্তশাসন।
২. জনাব Asaduzzaman Rabbi–এর প্রশ্ন
ইতিমধ্যে নাকি ইতোমধ্যে, কোনটা সঠিক?
উত্তর: ইতোমধ্যে।
৩. Farhan Montasir-এর প্রশ্ন
ব্যায় নাকি ব্যয় কোনটি সঠিক?
উত্তর: ব্যয়।
৪. জনাব MD Shahin Ahmed--এর প্রশ্ন
৪. জনাব MD Shahin Ahmed--এর প্রশ্ন
বাংলা ভাষায় তো অনেক বিদেশি শব্দের সংমিশ্রণ ঘটেছে।আমার প্রশ্ন হলো এমন কোনো ভাষা আছে কি যে ভাষাটা অদ্বিতীয় কিংবা সে ভাষায় কোনো বিদেশি শব্দের মিশ্রণ ঘটেনি?
উত্তর: নেই।
৫. জনাব Kh Shafiul Alam–এর প্রশ্ন
বায়ান্ন /বাহান্ন কোনটি সঠিক?
উত্তর: বাহান্ন।
৬. জনাব অদেবপ্রিয় মজুমদার–এর প্রশ্ন
“গরু মেরে জুতা দান” না কি “জুতা মেরে গরু দান” – কোনটা সঠিক?
উত্তর: দুটোই সঠিক। বিস্তারিত জানার জন্য শুবাচে সার্চ দিন। পেয়ে যাবেন।
৭. জনাব Lingkon Mehedi– এর প্রশ্ন
কুম্ভীলক নাকি কুম্ভলীক?
উত্তর: কুম্ভিলক প্রমিত। তবে কুম্ভীলক অশুদ্ধ নয়। প্রমিত হিসেবে লিখুন: কুম্ভিলক। কোনো শব্দের বানানে ই/ঈ-কার দুটোই শুদ্ধ গণ্য হলে ই-কার ব্যবহার সমীচীন।
শুবাচির প্রশ্ন থেকে উত্তর/৩০
জনাব M.a. Momenul Haque–এর পশ্ন
রাজনৈতিক না কি রাজনীতিক কোনটি সঠিক হবে?
উত্তর: দুটোই সঠিক।
২. জনাব Tashrifa Imroz-এর প্রশ্ন
দীন অর্থ দুঃখী, নিঃস্ব।দীনহীন অর্থ কী? যেমন: অনেককে লিখতে দেখি, আমি এক দীনহীন অধম। এখানে ‘দীনহীন’ শব্দের অর্থ কী দাঁড়ায়?
উত্তর: দীনহীন অর্থ নিঃস্ব ও নগণ্য। দরিদ্র বা দীনকে আরও প্রকট করে তুলে দীনহীন।
৩. জনাব ZUBAYER AHMED JISAN-এর প্রশ্ন
যথার্থ না কি যথার্থ্য? শুদ্ধ বানান চর্চা(তৃতীয় সংখ্যা)-বইয়ে দুষ্ট বানানের মধ্যে লেখা আছে ‘যথার্থ্য’। বিজ্ঞজনদের মতামত আশা করছি, অগ্রিম ধন্যবাদ।
উত্তর: দুটোই শুদ্ধ।
৪. জনাব Rupa Akter Bithi-এর প্রশ্ন
কখনো না কি কখনও সঠিক কোনটা?
উত্তর: কখনো লিখুন।
৬. জনাব Rakib Ahmed Tomal– এর প্রশ্ন
‘পরিলক্ষিত’ এর সঠিক বানান কী হবে? সংক্ষিপ্ত বাংলা অভিধানে ( বাংলা একাডেমি) পেলাম না তাই এখানে সাহায্য চাইলাম।
উত্তর: পরিলক্ষিত।
৭. জনাব Tasbir Farid-এর মন্তব্য
এই গ্রুপে ঢুকলে মনে হয় বাংলা একটি ভাষা নয় বরং শুধুই একটি ব্যাকরণ।
এখানে বাংলা ব্যাকরণ নিয়ে আলোচনা করা হয়। কোনো বিশ্ববিদ্যালয়ে ঢুকলে মনে হবে, ওটি কোনো জনপদ নয়, অধ্যয়নপদ। মনে হবে সবাই অধীতী, অধিতির জন্য এসেছেন। সবাই শিক্ষক, শেখানোর জন্য এসেছেন।শুবাচে সবাই সবার ছাত্র এবং সবাই সবার শিক্ষক।
শুবাচির প্রশ্ন থেকে উত্তর/৩১
জনাব Anupam Kumar Das-এর প্রশ্ন
সীবন অর্থ কী?
উত্তর: বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত সংস্কৃত সীবন অর্থ সূচীকর্ম। সীবনী অর্থ সূচ।
জনাব Shanun Jamali-এর প্রশ্ন:
ফল্গু ও বল্গা অর্থ কী?
উত্তর: ফল্গু হলো ভারতের গয়ার মধ্য দিয়ে প্রবাহিত অন্তসলিলা নদী। বসন্তকালকেও ফল্গু বলা হয়। বল্গা অর্থ লাগাম।
শুবাচির প্রশ্ন থেকে উত্তর/৩২
১. S M Ariful Islam-এর প্রশ্ন
সংগ্রহীত নাকি সংগৃহীত? কিংবা এ শব্দের শুদ্ধ বানান কোনটি।
উত্তর: সংগৃহীত।
২. জনাব Israt Jahan Joty-এর প্রশ্ন
আসসালামু আলাইকুম।উপলক্ষ এবং উপলক্ষ্য এই দুটি কি আলাদা অর্থ বহন করে? দুটি শব্দের অর্থ কি?
উত্তর: উপলক্ষ শব্দটি ভুল। উপলক্ষ্য লিখুন।
৩ জনাব অরণ্যে রোদন– এর প্রশ্ন
নির্মলেন্দু গুণকে কেন কবিদের কবি বলা হয়? আশা করি উত্তরটি আমীন স্যার দিবেন।
উত্তর: কথাটি আমি আজ শুনলাম।
৪. Barkat Ullah–এর প্রশ্ন
কোরআন শরিফ, বোখারি শরিফ; এখানে শরিফ কোন অর্থ বহন করে?
উত্তর: পবিত্র।
৫. জনাব আমি সুমনা-এর প্রশ্ন
শুবাচিদের নিকট সাহায্য প্রার্থনা: পুরানো না কি পুরোনো/ পুরনো… কোনটি শুদ্ধ?
উত্তর: পুরানো, পুরোনো দুটিই প্রমিত ও শুদ্ধ। পুরোনো সেই দিনের কথা ভুলবি কিরে হায়- – -।
৬. জনাব এস. এম. শিশির–এর প্রশ্ন
‘সজিব না কি সজীব’ কোনটি শুদ্ধ বানান?
উত্তর: সজীব।
৬. জনাব এম কামরুল ইসলাম–এর প্রশ্ন
করুন,করুণ, করনীয়, করণীয়- কোনটি সঠিক?
উত্তর: করুন, করুণ, করণীয় তিনটিই শুদ্ধ, তবে অর্থ ভিন্ন। করনীয় ভুল।
৭. জনাব ShiShir Wahid-এর প্রশ্ন
‘শ্লোগান’ না কি ‘স্লোগান’- কোনটি শুদ্ধ?
উত্তর: স্লোগান।
৮. শাবাস না শাবাশ?
উত্তর: শাবাশ।শাবাশ ফারসি শব্দ। বাক্যে অব্যয় হিসেবে ব্যবহৃত ফারসি শাবাশ অর্থ— (অব্যয়ে) ধন্য, বলিহারি প্রভৃতি প্রশংসাসূচক উক্তি। বলা হয়, পারস্যের রাজা শাহ আব্বস [( ২৭শে জানুয়ারি ১৫৭১– ১৯ জানুয়ারি ১৬২৯) এর নাম থেকে শাবাশ শব্দের উদ্ভব।