শুবাচির প্রশ্ন থেকে উত্তর

ড. মোহাম্মদ আমীন
আরবি শুদ্ধ,  আরবী অপ্রমিত। আরবি লিখুন।
দুঃস্থদুস্থ দুটোই শুদ্ধ।
নতুননূতন দুটোই শুদ্ধ।
নিঃশ্বাসনিশ্বাস দুটোই শুদ্ধ।
নিরীহ কিন্তু নীরব (মনে রাখুন নিরীহদের নীরব থাকতে হয়।
ব্যবসায়ব্যাবসা দুটোই শুদ্ধ।
পঙ্‌ক্তি শুদ্ধ, পংক্তি অশুদ্ধ।
পোস্ট শুদ্ধ, পোষ্ট লিখবেন না। বিদেশি শব্দের বানানে সাধারণত ষ হয় না।
ভালোবাসি লিখুন, ভালবাসি অপ্রমিত। ভালো অর্থ good, ভাল অর্থ কপাল, ভাগ্য।
মন্তব্য অর্থে মত ( এ বিষয়ে তোমার মত কী?) এবং তুলনা বুঝাতে মতো ( তোমার মতো ভালো মেয়ে আর দেখিনি) লিখুন।
 
মাস্ক শুদ্ধ। এর বাংলা মুখোশ, মুখাবরণ। এই অর্থে মাক্স অশুদ্ধ।
সরকারি শুদ্ধ, সরকারী অপ্রমিত (এটি ফারসি শব্দ, বিদেশি শব্দে ঈ-কার হয় না।)
জি (হ্যাঁ) শুদ্ধ, জ-এর নিচে ব দেবেন না। জ্বি, জ্বী দুটোই অশুদ্ধ।
হ্যাঁ শুদ্ধ ও প্রমিত; হে আঞ্চলিক কথ্য রূপ।
ইদানীং শুদ্ধ, ইদানিং ভুল।
বিয়ের নিমন্ত্রণ পত্রে সপরিবারে আসার জন্য বলুন, স্বপরিবারে নয়।
কীভাবে লিখুন, কিভাবে লিখবেন না।  
শস্যখেত লিখুন, শস্যক্ষেত লিখবেন না।
 ভ্রমণ লিখুন, ভ্রমন অশুদ্ধ,  ভ্রমণকাহিনি লিখুন, ভ্রমণ কাহিনী ভুল।
গলাধঃকরণ শুদ্ধ ভুল গলঃধকরণ
বাগ্‌ধারা লিখুন,  বাগধারাবাকধারা লিখবেন না।
প্রিয় লিখুন,  প্রিয়ো লিখবেন না।
ভালুক লিখুন, ভাল্লুক নয়।
যারাযাঁরা সমার্থক। সম্মান প্রকাশের ক্ষেত্রে যাঁরা লিখুন। 
নিঃস্পন্দ  ও নিস্পন্দ দুটোই শুদ্ধ 
সেলফি লিখুন, সেল্ফি লিখবেন না।
চাকুরি চাকরি দুটোই শুদ্ধ। চাকুরী বা চাকরী লিখবেন না।
শনাক্ত লিখুন, সনাক্ত ভুল বানান।
নিঃস্তব্ধনিস্তব্ধ দুটোই শুদ্ধ।
বাধিত অর্থ কৃতজ্ঞতায় আবদ্ধ, অনুগৃহীত।
হুজুগে অর্থ:  কিছু শুনে কিন্তু বিচার-বিবেচনা না করে  বিশ্বাস করে  তাতে গা ভাসিয়ে দেয় এমন। 
অনূদিত/অনুবাদিত—অনুবাদ করা হয়েছে এমন।
অনুদিত—উদিত হয়নি এমন (অনুদিত চাঁদ)।
ঝুঁকি অর্থে রিস্ক নয়, রিক্স (risk) লিখুন।
ভেঙে লিখুন, ভেঙ্গে লিখবেন না।
বিভীষণ লিখুন, বিভীষণ ভারতীয় পুরাণের  একটি চরিত্র।
আজান লিখুন,   আযান নয়।
 জাদুঘর লিখুন, যাদুঘর নয়। অনুরূপ: জাদুকর লিখুন, যাদুকর নয়।
ষোলো লিখুন, ষোল লিখবেন না।
পরিবহণ লিখুন, পরিবহন নয়।
বারোভাতারি:  ভাত দেয় যে, ভাতার, ভাতার অর্থ স্বামী।  বারো ভাতারি অর্থাৎ বারো স্বামীর সঙ্গে বসবাসকারিণী।এখানে বহুগামিনী অর্থে ব্যবহৃত হয়েছে। গ্রামে স্বামী ছাড়াও অন্য পুরুষের সঙ্গে যৌন সম্পর্ক রাখে এরকম নারীকেই বারভাতারি বলে। আর সেই সব পুরুষকে সেই নারীর নাং বলে। বাংলায় নাং এর আশায় ভাতার মারার একটা প্রবাদও চালু আছে।
কারণ ও জনিত শব্দের পার্থক্য:  ‘কারণ’ শব্দটি স্বাধীনভাবে ব্যবহৃত হয়। যেমন: না আসার কারণ কী? ‘জনিত’ শব্দের স্বাধীন ব্যবহার বিরল। এটি স্বাধীনভাবে ব্যবহৃত হয় না। ‘জনিত’ শব্দের সঙ্গে যুক্ত হয়ে তার অর্থ প্রকাশ করে। যেমন: ঘটনাজনিত, বৃষ্টিজনিত, লকডাউনজনিত।
চলবে-
Language
error: Content is protected !!