ড. মোহাম্মদ আমীন
এমতাবস্থা ও এমতাবস্থায় এ অবস্থায়
‘এমত’ ও ‘অবস্থা’ শব্দের মিলেনর ফল ‘এমতাবস্থা’। বিশেষ্য হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘অবস্থা(অব+√স্থা+অ)’ শব্দের অর্থ দশা, ভাব, গতিক, সংগতি, ক্ষেত্র, দুর্গতি প্রভৃতি। তবে ‘এমতাবস্থা/ এমতাবস্থায়’ বিদ্যমান ‘অবস্থা’ শব্দের অর্থ দশা, ক্ষেত্র প্রভৃতি। বিশেষণ হিসেবে ব্যবহৃত বাংলা ‘এমত’ শব্দের অর্থ এরূপ, এমন, ঈদৃশ প্রভৃতি। সুতরাং, ‘এমতাবস্থা (=এমত+অবস্থা)’ শব্দের অর্থ এই অবস্থা, এই পরিস্থিতি এবং এমতাবস্থায় শব্দের অর্থ এই অবস্থায়, এই পরিস্থিতিতে। প্রসঙ্গত, বাক্যে ‘এমতাবস্থা’ শব্দটি বিশেষ্য হিসেবে এবং ‘এমতাবস্থায়’ শব্দটি ক্রিয়াবিশেষণ হিসেবে ব্যবহৃত হয়।
অনেকে মনে করেন, এমতাবস্থা বা এমতাবস্থায় ভুল শব্দ। তা আদৌ সঠিক নয়। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে শব্দদুটি প্রমিত নির্দেশ করা হয়েছে।
শুবাচ অভিধান
শুবাচ অভিধান
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক