শুবাচ অভিধান: এমতাবস্থা এমতাবস্থায় এবং এ অবস্থায়

ড. মোহাম্মদ আমীন

এমতাবস্থা ও এমতাবস্থায় এ অবস্থায়

এমত’ ও ‘অবস্থা’ শব্দের মিলেনর ফল ‘এমতাবস্থা’। বিশেষ্য হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘অবস্থা(অব+√স্থা+অ)’ শব্দের অর্থ দশা, ভাব, গতিক, সংগতি, ক্ষেত্র, দুর্গতি প্রভৃতি। তবে ‘এমতাবস্থা/ এমতাবস্থায়’ বিদ্যমান ‘অবস্থা’ শব্দের অর্থ দশা, ক্ষেত্র প্রভৃতি। বিশেষণ হিসেবে ব্যবহৃত বাংলা ‘এমত’ শব্দের অর্থ এরূপ, এমন, ঈদৃশ প্রভৃতি। সুতরাং, ‘এমতাবস্থা (=এমত+অবস্থা)’ শব্দের অর্থ এই অবস্থা, এই পরিস্থিতি এবং এমতাবস্থায় শব্দের অর্থ এই অবস্থায়, এই পরিস্থিতিতে। প্রসঙ্গত, বাক্যে ‘এমতাবস্থা’ শব্দটি বিশেষ্য হিসেবে এবং ‘এমতাবস্থায়’ শব্দটি ক্রিয়াবিশেষণ হিসেবে ব্যবহৃত হয়।

অনেকে মনে করেন, এমতাবস্থা বা এমতাবস্থায় ভুল শব্দ। তা আদৌ সঠিক নয়। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে শব্দদুটি প্রমিত নির্দেশ করা হয়েছে।

 

শুবাচ অভিধান

১. অধ্যাস (ভ্রান্ত বোধ বা উপলব্ধি)
২. অনবধান (অসাবধানতা, অসতর্কতা)
৩. অনীক (সৈন্য, যুদ্ধ)
৪. অনুদিত (উদিত বা প্রকাশিত হয়নি এমন)
৫. অনুদ্ভিন্নযৌবনা (যে মেয়ে যৌবনপ্রাপ্ত হয়নি)
৬. অনুপ (জলময় স্থান, তুলনাহীন, উপমাহীন)
৭. অনুপূর্বা (যতীন্দ্রনাথ সেনগুপ্তের কবিতাসংকলন, ১৯৪৬)
৮. অনুমত্যনুসারে (অনুমতি + অনুসারে; অনুমত্যানুসারে নয়)।

শুবাচ অভিধান

জিহীর্ষা : বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘জিহীর্ষা[হৃ+সন+অ+আ (টাপ্)] শব্দের অর্থ হলো : হরণ করার ইচ্ছা।
জিহ্বাকূণ্ডয়ন : শব্দটির উচ্চারণ জিও্ভাকোন্‌ডুয়ন। বাক্যে বিশেষ্য হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘জিহ্বাকূণ্ডয়ন (জিহ্বা+√কূণ্ডয়্‌+অন)’ শব্দের অর্থ ঝগড়ার জন্য জিহ্বা চুলকানি, ঝগড়ার জন্য জিভের উসখুস।
জীবনীয় : বাক্যে বিশেষণ হিসেবে ব্যবহৃত সংস্কৃত ‘জীবনীয় (√জীব্+অনীয়)’ শব্দের অর্থ প্রাণধারণের জন্য অপরিহার্য। যেমন : অম্লজান, খাদ্য, জল প্রভৃতি।
——————–

All Link

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র : পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

Language
error: Content is protected !!