ড. মোহাম্মদ আমীন
মনহুস হুস ও মানুষ এবং হুশ হোশ ও মনহুশ
আরবি ‘মনহুস’ শব্দের অর্থ অশুভ, অমঙ্গলজনক, হতভাগ্য প্রভৃতি। গালি হিসেবেও শব্দটির বহুল প্রচলন রয়েছে। বাক্যে ‘মনহুস’ শব্দটি বিশেষণ পদ
হিসেবে ব্যবহৃত হয়। বাংলায় ধ্বন্যাত্বক অব্যয় হিসেবে ব্যবহৃত ‘হুস’ শব্দের অর্থ চিমনি নল প্র্যভৃতি থেকে জল ধোঁয়া বের হওয়ার অনুকার শব্দ, হঠাৎ উড়ে যাওয়ার ভাবপ্রকাশক শব্দ প্রভৃতি।অর্থ দেখে বোঝা যায়, ‘মনহুস’ শব্দের সঙ্গে ‘হুস’ শব্দের কোনো সম্পর্ক নেই। অন্যদিকে, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানে ‘মনহুশ’, ‘হুশ’ ও ‘ হোশ’ শব্দের অস্তিত্ব নেই।
সংস্কৃত ‘মানুষ (মনু+অ)’ শব্দের অর্থ হোমোসোপিয়ান গোষ্ঠভুক্ত প্রাণী, মানব, মনুষ্য, নৃ প্রভৃতি।আমার বস বলেন, ‘মনহুস’ শব্দ থেকে মানুষ শব্দের

উদ্ভব। আরো অনেকের কাছে কথাটি শুনেছি। বিষয়টি হাস্যকর। অবশ্য মানুষকে যদি অশুভ, অমঙ্গলজনক বা হতভাগ্য ধরে নেওয়া হয় তাহলে ‘মনহুস’ শব্দ থেকে ‘মানুষ’ শব্দের আগমন মেনে নেওয়া যায়।
মানুষ কী এতই অমঙ্গলজনক!
নির্দিষ্ট ও সুনির্দিষ্ট
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুযায়ী সংস্কৃত ‘নির্দিষ্ট (নির্+√দিশ্+ত)’ শব্দের অর্থ– নির্দেশ করা হয়েছে এমন, স্থিরীকৃত, নির্ধারিত, উক্ত, বিশেষভাবে চিহ্নিত প্রভৃতি। একই অভিধানমতে, ‘সুনির্দিষ্ট (সু+নির্+√দিশ্+ত)’ শব্দের অর্থ- স্পষ্টভাবে স্থির করা হয়েছে এমন, স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এমন প্রভৃতি। দুটো শব্দই বিশেষণ। অনেকে মনে করেন, ‘সুনির্দিষ্ট’ শব্দটি বাহুল্য এবং শব্দে যুক্ত ‘সু’ উপসর্গটি অপ্রেয়োজনীয়, কিন্তু বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান তা মনে করে না। সুনিভৃত, সুনিয়ত, সুনির্ণীতি, সুনিয়ন্ত্রিত, সুনির্ধারিত, সুনিশ্চয় প্রভৃতি শব্দ যেমন প্রমিত তেমনি ‘সুনির্দিষ্ট’ শব্দও প্রমিত।
শাহাদাত হুসাইন শাহলাস্কুয়াস আগামী মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দিতে আসবেন। (নির্দিষ্ট)
শাহাদাত হুসাইন শাহলাস্কুয়াস আগামী মাসের তিন তারিখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই বক্তৃতা দিতে আসবেন। (সুনির্দিষ্ট)

হলেও প্রায়োগিক ক্ষেত্র কিছুটা ভিন্ন ছিল।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ