শুবাচ অভিধান
ষটপদ(ষট্ +√পদ্+অ) : (বিশেষ্যে) ভ্রমর, ছারপোকা, উকুন।
ষণ্নবতি (ষট্+ নবতি) : (বিশেষ্যে) ৯৬, (বিশেষণে) ৯৬ সংখ্যক।
ষণ্নবতিতম (ষণ্নবতি+তমট্) : (বিশেষণে) ৯৬ সংখ্যক, ৯৬ স্থানীয়।
ষণ্মুখ (ষট্+মুখ) : (বিশেষণে) ছয়মুখবিশিষ্ট, ষড়ানন; (বিশেষ্যে) কার্তিকেয়।
ষ্ঠীবন (ষ্ঠীব্+অন) : বিশেষ্যে থুতু, থুতুক্ষেপণ।
সংজ্ঞা [(সম্+√জ্ঞা+অ+আ (টাপ)] : (বিশেষ্যে) চেতনা, অনুভূতি।
সংরক্ষণ (সম্+√রক্ষ+অন ) : (বিশেষ্যে) কারো জন্য বা কোনো বিশেষ উদ্দেশ্যে পৃথকভাবে রক্ষণ।
সংশপ্তক (সংশপ্ত+ক) : (বিশেষ্যে) যুদ্ধ জয়লাভ বা মৃত্যু এমন প্রতিজ্ঞাবদ্ধ সৈনিক।
সংশ্রুত(সম্+√শ্রু+ত) : (বিশেষণে) ভালোভাবে শোনা হয়েছে এমন।
সংজ্ঞার্থ (সংজ্ঞা+ অর্থ) : definition, কোনো শব্দের যথাযথ অর্থ প্রকাশকারী ব্যাখ্যা।
সংবহন (সম+√বহ্+অন) : একস্থান থেকে প্রবাহিত হয়ে পুনরায় সে স্থানে আগমন।
সকড়ি : (বিশেষ্যে) উচ্ছিষ্ট।
সক্তি (√সন্জ +তি) : (বিশেষ্যে) আসক্তি।
সখা(সহ+√খিদ্+ই) : বন্ধু, সুহৃদ,সঙ্গী, সহচর।
সখী (সখি+ঈ ) : (বিশেষ্যে) নারীর নারী বন্ধু, বান্ধবী, সঙ্গিনী।
সগর (স+√গৃ+অ) : (বিশেষণে) বিষযুক্ত।
সঘর : (বিশেষ্যে) বৈবাহিক সম্বন্ধ স্থাপনের পক্ষে উপযুক্ত বংশ বা ঘর।