ড. মোহাম্মদ আমীন
শুবাচ-এর উপদেষ্টা আবুল কাসেম ফজলুল হক: মুক্ত মনের আদর্শ মানুষ
আজ ৩০ শে সেপ্টেম্বর। ১৯৪৪ খ্রিষ্টাব্দের এই দিনে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন শুবাচের অন্যতম উপদেষ্টা খ্যাতিমান প্রাবন্ধিক , লেখক, গবেষক, ইতিহাসবেত্তা, অনুবাদক, সমাজবিশ্লেষক, সাহিত্য সমালোচক. রাষ্ট্রচিন্তাবিদ,

রাষ্ট্রভাষা বাংলা রক্ষা কমিটির আহ্বায়ক, বাংলাদেশ সাহিত্য সংসদ (বাসাস)-এর সহসভাপিত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
বত্রিশটির অধিক গ্রন্থের লেখক আবুল কাসেম ফজলুল হক নজরুল রচনাবলি সম্পাদনা পরিষদের সদস্য ছিলেন। তিনি ২০০০ খ্রিষ্টাব্দ থেকে ২০১৩ খ্রিষ্টাব্দ পর্যন্ত স্বদেশ চিন্তা সংঘের সভাপতি ছিলেন। এই সংগঠনটির প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক আহমদ শরীফ। ২০০৫ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি সংগঠনটি ‘বাংলাদেশের মুক্তি ও উন্নতির কর্মনীতি আটাশ দফা’ শিরোনামের যে

কর্মপরিকল্পনা পেশ করেছিল তার রচয়িতা ছিলেন আবুল কাসেম ফজলুলল হক। তিনি বাংলাদেশ সাহিত্য সংসদ (বাসাস)-এর প্রতিষ্ঠাতা সহসভাপতি।

প্রকাশিত গ্রন্থ: অনুবাদ, সম্পাদনা ও সাময়িকী
- মুক্তিসংগ্রাম (১৯৭২);
- কালের যাত্রার ধ্বনি (১৯৭৩);
- একুশে ফেব্রআরি আন্দোলন (১৯৭৬);
- উনিশশতকের মধ্যশ্রেণি ও বাঙলা সাহিত্য (১৯৭৯);
- নৈতিকতা : শ্রেয়োনীতি ও দুর্নীতি (১৯৮১) ;
- যুগসংক্রান্তি ও নীতিজিজ্ঞাসা (১৯৮৪);
- মাও সেতুঙের জ্ঞানতত্ত্ব (১৯৮৭);
- মানুষ ও তার পরিবেশ (১৯৮৮);
- রাজনীতি ও দর্শন (১৯৮৯);
- বাঙলাদেশের প্রবন্ধ সাহিত্য (১৯৮৯);
- আশা-আকাক্সক্ষার সমর্থনে (১৯৯৩);
- সাহিত্যচিন্তা (১৯৯৫);
- বাঙলাদেশের রাজনীতিতে বুদ্ধিজীবীদের ভূমিকা(১৯৯৭);
- অবক্ষয় ও উত্তরণ (১৯৯৮);
- রাজনীতি ও সংস্কৃতি : সম্ভাবনার নবদিগণ্ত (২০০২);
- সাহিত্য ও সংস্কৃতি প্রসঙ্গে (২০০২);
- সংস্কৃতির সহজ কথা (২০০২);
- আধুনিকতাবাদ ও জীবনানন্দের জীবনোৎকণ্ঠা(২০০৪);
- মানুষের স্বরূপ (২০০৭);
- রাষ্ট্রচিন্তায় বাংলাদেশ (২০০৮);
- প্রাচুর্যে রিক্ততা (২০১০);
- শ্রেষ্ঠ প্রবন্ধ (২০১১)।
- বার্ন্ট্রান্ড রাসেল প্রণীত : রাজনৈতিক আদর্শ (১৯৭২); (অনুবাদ)
- বার্ন্ট্রান্ড রাসেল প্রণীত : নবযুগের প্রত্যাশায় (১৯৮৯); (অনুবাদ)
- ইতিহাসের আলোকে বাঙলাদেশের সংস্কৃতি (১৯৭৮); (সম্পাদনা)
- স্বদেশচিন্তা (১৯৮৫); (সম্পাদনা)
- বঙ্কিমচন্দ্র : সার্ধশত জন্মবর্শে (১৯৮৯); (সম্পাদনা)
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রণীত : সাম্য (২০০০); (সম্পাদনা)
- মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী : মানবমুকুট (২০০০); (সম্পাদনা)
- এস ওয়াজেদ আলি প্রণীত : ভবিষ্যতের বাঙালি(২০০০); (সম্পাদনা)
- আকবরের রাষ্ট্রসাধনা (২০০২); (সম্পাদনা)
- সুন্দরম (১৯৬২-৬৩); (সম্পাদিত সাময়িকপত্র)
- লোকায়ত (১৯৮২ অদ্যাবধি); (সম্পাদিত সাময়িকপত্র)।