শুবাচ প্রমিত বাংলা বানান অভিধান, বাংলা একাডেমির সর্বশেষ সংশোধিত বানান-সহ

৪০১. পুরষ্কার – পুরস্কার (কিন্তু পুরুষ্কার, পৌরষ)
৪০২. পুর্ন – পূর্ণ (র-এর পরের ন, ণ হয়)।
৪০৩. পুস্করিনী – পুষ্করিণী (তৎসম শব্দে অ/আ ভিন্ন স্বরের পর ষ হয়)।
৪০৪. পূজো – পুজো (অতৎসম শব্দে ঊ-কার হয় না)।
 ৪০৫. পূবালী – পুবালি (পূর্ব থেকে পুব; আলি প্রত্যয়ে ই-কার হয়)।
 
৪০৬. পূর্ণগঠন – পুনর্গঠন (পুনর্‌+গঠন; অনুরূপ পুনর্বন্টন, পুনর্নিবাচন)
৪০৭. পৈত্রিক – পৈতৃক (পিতৃ+ইক; ইক প্রত্যয় এলে আদ্য ই/ঈ  ঐ-কার  হয়ে যায়)।
৪০৮. পোষাক – পোশাক (পোশাক ফারসি শব্দ, তাই ষ হয়নি)।
৪০৯. পৌনঃপৌনিক – পৌনঃপুনিক (পুনঃপুঃ+ইক; ইক-প্রত্যয় এলে আদ্য উ/ঊ ঔ-কার হয়ে যায়)।
৪১০. পৌরহিত্য – পৌরোহিত্য (পুরোহিত+য; য-প্রত্যয়ে শব্দের আদিস্বর বৃদ্ধি পায়)।
 
৪১১. প্রজ্জলন – প্রজ্বলন ( দহন, তাপ, আলো প্রভৃতি প্রকাশে জ-য়ে ব হয়)।
৪১২. প্রজ্জলিত – প্রজ্বলিত
৪১৩. প্রনয়ন – প্রণয়ন ( র্-এর পরের ন, ণ হয়ে যায়; ণত্ববিধি)।
৪১৪. প্রতিকুল – প্রতিকূল (বংশ ও বরই কুল ছাড়া অন্য কূল বানানে ঊ-কার)
৪১৫. প্রতিযোগীতা – প্রতিযোগিতা (প্রতিযোগ+ইন, ইন-প্রত্যয়ান্ত শব্দে -তা এলে ই-কার হয়)।
 
৪১৬. প্রত্যায়ণ – প্রত্যয়ন
৪১৭. প্রথমতঃ – প্রথমত (প্রমিত নিয়মে শব্দের শেষে বিসর্গ হয় না)।
৪১৮. প্রধানতঃ – প্রধানত
৪১৯. প্রনালী – প্রণালি (সকল নালি ই-কার, র্-এর পর ণ হয়)।
৪২০. প্রনিধান – প্রণিধান
 
৪২১. প্রবাহমাণ – প্রবহমান (প্রবহ+মান)
৪২২. প্রবীন – প্রবীণ (ঋ ঋৃ র ষ-এর পর স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, য-ব-হ এবং অুনস্বারের ব্যবধান থাকলে ণ হয়)।
৪২৩. প্রভুত – প্রভূত
৪২৪. প্রয়ান – প্রয়াণ (ঋ ঋৃ র ষ-এর পর স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, য-ব-হ এবং অুনস্বারের ব্যবধান থাকলে ণ হয়)।
৪২৫. প্রশস্থ – প্রশস্ত
 
৪২৬. প্রসংগ – প্রসঙ্গ (সঙ্গ থেকে প্রসঙ্গ)।
৪২৭. প্রসংশা – প্রশংসা (শংসা থেকে প্রশংসা)
৪২৮. প্রাংগন – প্রাঙ্গণ (ঋ ঋৃ র ষ-এর পর স্বরবর্ণ, ক-বর্গ, প-বর্গ, য-ব-হ এবং অুনস্বারের ব্যবধান থাকলে ণ হয়)।
৪২৯. প্রাণপন – প্রাণপণ (পণ বানানের ণ স্বাভাবিক ণত্ব)।
৪৩০. প্রানীজগৎ – প্রাণিজগৎ (ইন্‌-প্রত্যয়ান্ত শব্দে প্রত্যয়/বিভক্তি যুক্ত হলে ঈ-কার, ই-কার হয়ে যায়)।
 
৪৩১. প্রানীবিদ্যা – প্রাণিবিদ্যা (ইন্-প্রত্যয়ান্ত শব্দে প্রত্যয়/বিভক্তি যুক্ত হলে ঈ-কার, ই-কার হয়ে যায়)
৪৩২. ফলতঃ – ফলত (শব্দের শেষে বিসর্গ বিধেয় নয়)।
৪৩৩. ফলপ্রসু – ফলপ্রসূ
৪৩৪. ফাল্গুণ – ফাল্গুন
৪৩৫. ফেব্রুয়ারী – ফেব্রুয়ারি (বিদেশি শব্দে ঈ-কার বিধেয় নয়)।
 
৪৩৬. বংগ – বঙ্গ (বিভক্তিহীন শব্দে সাধারণত ঙ-এর স্থলে অনুস্বার হয়)।
৪৩৭. বনষ্পতি – বনস্পতি (নিপাতনে সিদ্ধ)।
৪৩৮. বনিক – বণিক (বণিক বানানের ণ স্বাভাবিক ণত্ব)।
৪৩৯. বন্টন – বণ্টন (ট-বর্গের আগে ণ যুক্ত হয়)।
৪৪০. বন্দোপাধ্যায় – বন্দ্যোপাধ্যায় (নাম পদবি অবিকল থাকে)।
 
৪৪১. বয়ষ্ক – বয়স্ক
৪৪২. বয়োকনিষ্ট – বয়ঃকনিষ্ঠ
৪৪৩. বর্ণালী – বর্ণালি
৪৪৪. বর্ত্তমান – বর্তমান
৪৪৫. বর্ষন – বর্ষণ
 
৪৪৬. বাঁশী – বাঁশি
৪৪৭. বাকদত্তা – বাগদত্তা
৪৪৮. বাঞ্চনীয় – বাঞ্ছনীয়
৪৪৯. বাঞ্চা – বাঞ্ছা
৪৫০. বাড়ী – বাড়ি
 
 

Total Page Visits: 3823 - Today Page Visits: 1

1 thought on “শুবাচ প্রমিত বাংলা বানান অভিধান, বাংলা একাডেমির সর্বশেষ সংশোধিত বানান-সহ”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Language
error: Content is protected !!