শুবাচ: বাংলা সাধারণ জ্ঞান/১
ড. মোহাম্মদ আমীন
প্রশ্ন/১: মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস রচনার পথিকৃৎ কে?
উত্তর: অনেকের মতে, ডেপুটি ম্যাজিস্ট্রেট মিরজা আবদুল হাই (১৯১৯-১৯৮৪ খ্রি.) বাংলা সাহিত্যে মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস রচনার পথিকৃৎ। মিরজা আবদুল হাই-এর প্রকৃত নাম মিরজা আবু মুসা আবদুল হাই। ১৯১৯ খ্রিষ্টাব্দের ১লা ডিসেম্বর সিলেট জেলার হবিগঞ্জ মহকুমার আবদা গ্রামে তাঁর জন্ম। পিতা মিরজা আবদুল হেকিম ছিলেন এলএমএফ চিকিৎসক।

তাঁর প্রকাশিত গল্পগ্রন্থ ছায়া-প্রচ্ছায়া (১৯৭৬), বিস্ফোরণ (১৯৭৮) এবং উপন্যাস ফিরে চলো (১৯৭৯), তোমার পতাকা (১৯৮১) ইত্যাদি। তাঁর ফিরে চলো মুক্তিযুদ্ধভিত্তিক একটি সফল উপন্যাস। তিনি ছোটগল্পের জন্য বাংলা একাডেমী (বর্তমানে একাডেমি) পুরস্কার (১৯৭৭ খ্রি.) লাভ করেন। ১৯৮৪ খ্রিষ্টাব্দের ২৩ শে সেপ্টেম্বর ঢাকায় তাঁর মৃত্যু হয়।
প্রশ্ন/২: বাংলা সাহিত্যের দাদামশাই কে?
উত্তর: প্রশাসক কেদারনাথ বন্দ্যোপাধ্যায় (১৮৬৩খ্রি. -১৯৪৯ খ্রি.) বাংলা সাহিত্যে দাদামশাই নামে খ্যাত।
প্রশ্ন/৩: পৃথিবীর আদি মহাকবি কে?
উত্তর: রামায়ণের আদি রচয়িতা মহর্ষি বাল্মীকি পৃথিবীর আদি মহাকবি হিসেবে স্বীকৃত।
প্রশ্ন/৪: পৃথিবীর কোন্ গ্রন্থ সাধারণ মহাকাব্য হয়েও ধর্মগ্রন্থের মর্যাদা লাভ করে?
উত্তর: রামায়ণ পৃথিবীর একমাত্র গ্রন্থ যা একটি সাধারণ মহাকাব্য হওয়া সত্ত্বেও ধর্মীয় গ্রন্থের মর্যাদা লাভ করে।