Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/১০। – Dr. Mohammed Amin

শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/১০।

ড. মোহাম্মদ আমীন

৮২. যে ব্যক্তি উপকারীর অপকার করে-তাকে এককথায় কী বলে?

ক) কৃতঘ্ন        খ) কৃতজ্ঞ

গ) অকৃতজ্ঞ      ঘ) নমস্য

উত্তর: ক) কৃতঘ্ন

৮৩. ঋষির দ্বারা উক্ত- এর সংক্ষেপণ কোনটি?

ক) ঋষি বাক্য          খ) আর্য

গ) প্রবাদ              ঘ) প্রবচন

 উত্তর: খ) আর্য

৮৪. নষ্ট হওয়া স্বভাব যার- এককথায় কী হবে?

ক) অবিনশ্বর      খ) নষ্ট স্বভাব

গ) নশ্বর         ঘ) বিনষ্ট

 উত্তর: গ) নশ্বর

৮৫. নৌকা দ্বারা জীবিকা নির্বাহ করে- এককথায় কোনটি?

ক) জেলে         খ) নাবিক

গ) মাঝি         ঘ) ধীবর

উত্তর: খ) নাবিক

৮৬. বিদেশে থাকে যে-এর এককথায় প্রকাশ-

ক) বিদেশি        খ) স্বদেশি-বিদেশি

গ) প্রবাসী        ঘ) প্রোষিতভর্তৃকা

উত্তর: গ) প্রবাসী

৮৭. ভয় নেই যার-তাকে এককথায় কী বলা হয়?

ক) নির্ভীক             খ) নির্ভয়

গ) অকুতোভয়          ঘ) দর্জয়

উত্তর: ক) নির্ভীক

৮৮. যা নিবারণ করা কষ্টকর-এর সংকুচিত রূপ কোনটি?

ক) দুর্দমনীয়            খ) অনিবার্য

গ) অদম্য             ঘ) দুর্নিবার

উত্তর: ঘ) দুর্নিবার

৮৯. যা দমন করা যায় না- এর সংক্ষিপ্ত রূপ কোনটি?

ক) অনিবার্য            খ) দুর্দমনীয়

গ) দুর্নিবার            ঘ) অদম্য

 উত্তর: ঘ) অদম্য

৯০. যা দমন করা কষ্টকর- এককথায় কী বলে?

ক) অদম্য        খ) দুর্দমনীয়

গ) দুর্নিবার       ঘ) অদৃষ্ট পূর্ব

 উত্তর: খ) দুর্দমনীয়

 

 

শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com