ড. মোহাম্মদ আমীন
১১২. ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি-বাক্যটির সংক্ষেপের উদাহরণ কোনটি?
ক) ইতিহাসিক খ) ঐতিহাসিক
গ) ইতিহাস বিশেষজ্ঞ ঘ) ইতিহাসবেত্তা
উত্তর: ঘ)ইতিহাসবেত্তা
১১৩. লাভ করার ইচ্ছা- কে এককথায় কী বলে?
ক) লোপ খ) লোভ
গ) লিপ্সা ঘ) বুভুক্ষা
উত্তর: গ) লিপ্সা
১১৪. জয়লাভের ইচ্ছা- বাক্য সংক্ষেপণ কোনটি?
ক) বিজিচ্ছা খ) বিজিচ্ছুক
গ) বিজিগীসা ঘ) বিজিগীষা
উত্তর: ঘ) বিজিগীষা
১১৫. যে শুনেই মনে রাখতে পারে-তাকে এককথায় কী বলে?
ক) মনোযোগী খ) মেধাবী
গ) স্মৃতিধর ঘ) স্মৃতিবান
উত্তর: গ) শ্রুতিধর
১১৬. যার উপস্থিত বুদ্ধি আছে-বাক্যের এককথায় প্রকাশ কোনটি?
ক) প্রত্যুপন্নমতি খ) অধীত
গ) বাগ্মী ঘ) প্রত্যুদ্গমন
উত্তর: ক) প্রত্যুপন্নমতি
১১৭. চক্ষুর সম্মুখে সংঘটিত- বাক্যের এককথায় প্রকাশ কোনটি?
ক) চাক্ষুষ খ) প্রত্যক্ষ
গ) দেখা ঘ) দৃষ্টপূর্ব
উত্তর: ক) চাক্ষুষ
১১৮. যা চেটে খাওয়া হয়- তাকে এককথায় কী বলে?
ক) চব্য খ) চুষ্য
গ) পেয় ঘ) লেহ্য
উত্তর: ঘ) লেহ্য
১১৯. যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ- এককথায় কী বলে?
ক) দুর্গম খ) বিপদসংকুল
গ) অভরণ্যজনপদ ঘ) শ্বাপদসংকুল
উত্তর: ঘ) শ্বাপদসংকুল
১২০. কর্ম সম্পাদনে পরিশ্রমী- বাক্যটির সঠিক বাক্য সংকোচন কোনটি?
ক) কর্মী খ) কর্মঠ
গ) পরিশ্রমী ঘ) কর্মপুট
উত্তর: খ) কর্মঠ
১২১. যার স্বামীও নেই পুত্রও নেই- এককথায় কী হবে? অথবা যে নারীর স্বামী ও পুত্র নেই- এককথায় কী হবে?
ক) বন্ধ্যা খ) অবীরা
গ) অনূঢ়া ঘ) বন্ধ্যা
উত্তর: খ) অবীরা
শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/১২
শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/১৩
বাম থেকে শুবাচের প্রধান উপদেষ্টা অধ্যাপক হায়াৎ মামুদ, শুবাচের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ আমীন, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং পুথিনিলয় প্রকাশনা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী শ্যামল পাল। প্রকাশক: পাঞ্জেরী পাবলিকেশন্স লি.। পাঞ্জেরী পাবলিকেশন্স লি. প্রকাশক: পুথিনিলয় পুথিনিলয় পুথিনিলয় 5.5″ x 8.5″ স্যমন্তক, পুথিনিলয়। স্যমন্তক সিরিজের, দ্বিতীয় উপন্যাস। পুথিনিলয় দিকদর্শন প্রকাশনী লি: