ড. মোহাম্মদ আমীন
১৩১. যে সদ্য জন্মলাভ করেছে-এর সংক্ষেপণ কোনটি?
ক) জন্মিত খ) জাতক
গ) সদ্যোজাত ঘ) শিশু
উত্তর: গ) সদ্যোজাত।
১৩২. যে বুকে হেঁটে চলে- তাকে এককথায় কী বলে?
ক) খেচর খ) উভয়চর
গ) প্লবগ ঘ) সরীসৃপ
উত্তর: ঘ) সরীসৃপ।
১৩৩. সকলের জন্য প্রযোজ্য- এককথায়-
ক) সর্বজনীন খ সার্বজনীন
গ) সর্বজনিন ঘ) সার্বজনিন
উত্তর: ক) সর্বজনীন
১৩৪. ছাত্রটির মাথা ভালো। এখানে ‘মাথা বলতে কোনটিকে বোঝায়?
ক) মেধা খ) উপঢৌকন
গ) সন্ন্যাসী ঘ) দৃষ্টতা
উত্তর: ক) মেধা
১৩৫. শব্দের ব্যবহার দুরকম; কী কী?
ক) উদ্দেশ্য ও বিধেয় খ) উৎকর্ষ ও অপকর্ষ
গ) বাচার্থ ও লক্ষ্যার্থ ঘ) অর্থ সংকোচ ও অর্থ প্রাপ্তি
সঠিক উত্তর
গ) বাচার্থ ও লক্ষ্যার্থ
১৩৬. শব্দের ব্যবহারিক অর্থ কত প্রকার?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
উত্তর: ক) ২
১৩৭. মেয়ের শ্বশুরবাড়ি তত্ত্ব পাঠানো হয়েছে- এখানে ‘তত্ত্ব’ শব্দটির আভিধানিক অর্থ কোনটি?
ক) উপঢৌকন খ) সংবাদ
গ) সন্দেশ ঘ) জ্ঞান
উত্তর: ক) উপঢৌকন
১৩৮. জ্যাঠামি করো না-এ বাক্যে ‘জ্যাঠামি’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) হতবুদ্ধি খ) অঙ্গীকার
গ) শপথ ঘ) ধৃষ্টতা
উত্তর: ঘ) ধৃষ্টতা
১৩৯. কোন শব্দটির অর্থের উৎকর্ষ প্রাপ্তি ঘটেছে?
ক) বৈবাহিক খ) জ্যাঠামি
গ) তত্ত্ব ঘ) পরমহংস
উত্তর: ঘ) পরমহংস
১৪০. যে সকল শব্দ তাদের আভিধানিক অর্থে ব্যবহৃত না হয়ে অন্য অর্থে ব্যবহৃত হয় তাদের কী বলে?
ক) ব্যাচার্থ খ) লক্ষ্যার্থ
গ) মৌলিক অর্থ ঘ) বাগধারা
সঠিক উত্তর: গ) লক্ষার্থ
শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/১২
শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/১৩
শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/১৪
শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/১৫
প্রকাশক: পাঞ্জেরী পাবলিকেশন্স লি.। পাঞ্জেরী পাবলিকেশন্স লি.