Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/২ – Dr. Mohammed Amin

শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/২

ড. মোহাম্মদ আমীন
প্রশ্নগুলো বিসিএস-সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র থেকে সংগৃহীত।
১১. নিচের কোন জব্দজোড় ‘পর্বত’ শব্দের সমার্থক?
ক) অবনী, শৈল। খ) অচল, গিরি।
গ) ভূধর, অর্ণব। ঘ) মার্তণ্ড, পাহাড়।
উত্তর: খ) অচল, গিরি।
১২. কোকিল’-এর সমার্থক প্রতিশব্দ কোনটি?
ক) কেশ। খ) অহি।
গ) পিক। ঘ) রবি।
উত্তর: গ) পিক।
১৩ ‘অম্বু’ শব্দের সমার্থক কোনটি?
ক) আগুন। খ) সূর্য।
গ) নদী। ঘ) পানি/জল/বারি
উত্তর: ঘ) পানি/ জল/বারি।
১৪. ‘অম্বর’ শব্দের প্রতিশব্দ কী?
ক) পৃথিবী। খ) অগ্নি।
গ) আকাশ। ঘ) জল।
উত্তর: গ) আকাশ।
আঁধার অম্বরে প্রচণ্ড ডম্বরু বাজিল গম্ভীর গরজনে। (রবীন্দ্রনাথ)
১৫. ‘জল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) অম্বর। খ) মেদিনী।
গ) চিকুর। ঘ) অম্বু/সলিল।
উত্তর: ঘ) অম্বু/সলিল।
১৬. ‘পৃথিবী’ শব্দের সমার্থক নিচের কোনটি?
ক) অরণ্য। খ) অবনী/ভূধর।
গ) অর্ণব। ঘ) অম্বু।
উত্তর: খ) অবনী/ ভূধর।
১৭. নিচের কোন শব্দসমূহের সবগুলো সূর্যের সমার্থক শব্দ?
ক) আদিত্য, দিবা। খ) তপন, সুধাংশু।
গ) ভানু, সবিতা, মার্তণ্ড। ঘ) রবি, ইন্দু,
উত্তর: গ) ভানু, সবিতা, মার্তণ্ড।
১৮ ‘নদী’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক) বসুধা। খ) তিমির।
গ) নিশাকর। ঘ) তটিনী।
উত্তর: ঘ) তটিনী।
১৯. ‘পর্বত’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) নিকর। খ) শৈল।
গ) উৎপল। ঘ) হিমানী।
উত্তর: খ) শৈল।
২০ ‘সমুদ্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) অম্বর। খ) অদ্রি।
গ) অভ্র। ঘ) রত্নাকর।
উত্তর: ঘ) রত্নাকর।
সমুদ্র থেকে রত্ন পাওয়া যায়। তাই সমুদ্রের অপর নাম রত্নাকর।
শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com