Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
 শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/৩ – Dr. Mohammed Amin

 শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/৩

ড. মোহাম্মদ আমীন
২১. নিচের কোনটি ‘চুল’ শব্দের সমার্থক শব্দ নয়?
ক) সবিতা। খ) অলক।
গ) চিকুর। ঘ) কুন্তল।
উত্তর: ক) সবিতা
সবিতা ‘চুল’ শব্দের সমার্থক নয়। এর সমার্থক শব্দ: সূর্য।
২২. ‘চিকুর’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) পিক। খ) মেদিনী।
গ) অলক। ঘ) গজ।
উত্তর: গ) অলক।
পিক অর্থ কোকিল; মেদিনী অর্থ পৃথিবী এবং গজ অর্থ হাতি।
২৩ ‘সবিতা’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) নারী। খ) চন্দ্র।
গ) সূর্য। ঘ) সতী।
উত্তর: গ) সূর্য
নারী শব্দের সমার্থক শব্দ: অবলা, কামিনী, রমনী, স্ত্রীলোক। চন্দ্র শব্দের সমার্থক শব্দ চন্দ্র, নিশাকর, বিধু, সুধাংশু, হিমাংশু, শশাঙ্ক।
২৪. ‘হস্তী শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) অর্ণব। খ) দ্বিপ/করী।
গ) দ্বীপ। ঘ) অন্ন।
উত্তর: খ) দ্বিপ/ করী
অর্ণব শব্দের অর্থ জলধি, সমুদ্র,সাগর। দ্বীপ হলো চারিদিক জল বেষ্টিত ভূভাগ।অন্ন শব্দের অর্থ ভাত।
২৫. ‘পুত্র’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) জনক। খ) ভূপাতি।
গ) সুত। ঘ) তনু।
উত্তর: গ) সুত
জনক অর্থ পিতা, ভূপতি অর্থ রাজা এবং তনু অর্থ দেহ বা শরীর।
২৬ ‘বিধু’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) সুর। খ) ভানু।
গ) সবিতা। ঘ) সুধাংশু।
উত্তর: ঘ) সুধাংশু
সুর অর্থ দেবতা, ভানু অর্থ সূর্য এবং সবিতা অর্থ সূর্য। বিধু অর্থ চাঁদ।
২৭. ‘চাঁদ’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) বিধু। খ) ভুজ।
গ) ভানু। ঘ) তপন।
উত্তর: ক) বিধু
ভুজ অর্থ হাতি এবং ভানু ও তপন অর্থ সূর্য।
২৮ ‘অশ্ম’ অর্থ কী?
ক) ঘোড়া। খ) পাথর।
গ) ধারাল। ঘ) হাতি।
উত্তর: খ) পাথর।
২৯. কোন প্রতিশব্দগুলো ভিন্নার্থক?
ক) চুল, কুন্তল। খ) অর্ণব, রত্নাকর।
গ) পর্বত, অচল। ঘ) কুঞ্জর, কর।
উত্তর: ঘ) কুঞ্জর, কর ( কুঞ্জর অর্থ হাতি এবং কর অর্থ হাত বা হস্ত)
চুল, কুন্তল অর্থ কেশ; অর্ণব ও রত্নাকর অর্থ সমুদ্র এবং পর্বত ও অচল অর্থ পাহাড়।
৩০ ‘হাতি’ শব্দের প্রতিশব্দ কোনটি?
ক) অম্বু। খ) গজ।
গ) কুন্তল। ঘ) ব্যোম।
উত্তর: খ) গজ
অম্বু-অর্থ পানি; কুন্তল- অর্থ চুল এবং ব্যোম- অর্থ আকাশ।
শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com