Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
 শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/৪ – Dr. Mohammed Amin

 শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/৪

ড. মোহাম্মদ আমীন

 শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/৪

৩১. ‘করী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) হাতি। খ) হাত।
গ) হরিণ। ঘ) সমুদ্র।
উত্তর: ক) হাতি
হাত অর্থ হস্ত, কর। হরিণ অর্থ শম্বর, কুরঙ্গ এবং সমুদ্র অর্থ জলধি, অর্ণব, সিন্ধু, সাগর প্রভৃতি।
৩২. ‘শম্বর’ অর্থ কী?
ক) হরিণ। খ) ক্ষীণ।
গ) সপত্নী। ঘ) আপণ।
উত্তর: ক) হরিণ
ক্ষীণ অর্থ: পাতলা; সপত্নী অর্থ সতিন। আপণ’অর্থ দোকান।
৩৩. ‘পামর’ অর্থের সমার্থক নয় কোনটি?
ক) নরাধম। খ) পাপী।
গ) মূর্খ। ঘ) প্রতাপশালী।
উত্তর: ঘ) প্রতাপশালী
৩৪. ‘অন্তর মন বিকশিত কর, অন্তরতর হে’- বাক্যটিতে ‘অন্তর’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
ক) মন। খ) অন্য।
গ) আত্মীয়। ঘ) ব্যবধান।
উত্তর: ক) মন
৩৫.‘কর্মভোগ এড়ানো যায় না’। এখানে ‘কর্ম’ কী অর্থ প্রকাশ করছে?
ক) পেশা। খ) অনুষ্ঠান।
গ) কৃতকর্ম। ঘ) কর্তব্য।
উত্তর: গ) কৃতকর্ম
৩৬. ‘অহিংসা পরম ধর্ম’- এখানে ধর্ম শব্দটি কোন অর্থ প্রকাশে ব্যবহৃত হয়েছে?
ক) সুনীতি। খ) স্বভাব।
গ) সৎকাজ । ঘ) উৎকর্ষ।
উত্তর: গ) সৎকাজ
৩৭. স্বভাব অর্থে ‘ধর্ম’ শব্দের বিশেষ প্রয়োগ নিচের কোনটি হবে?
ক) এটা ধর্মসংগত কাজ। খ) অহিংসা পরম ধর্ম।
গ) অক্সিজেন ও হাইড্রোজেনের ধর্ম ভিন্ন। ঘ) মানুষ ও পশুর ধর্ম পৃথক।
উত্তর: ঘ) মানুষ ও পশুর ধর্ম পৃথক।
৩৮. “এটি ধর্মসংগত কাজ”, এই বাক্যে ‘ধর্ম’ শব্দটির অর্থে কী?
ক) সুনীতি। খ) কৃতকর্ম।
গ) পুণ্য কাজ। ঘ) উচিত কাজ।
উত্তর: ক) সুনীতি।
৩৯. ‘নদীটি উত্তরমুখে প্রবাহিত’-এখানে ‘মুখে’ কোন অর্থ প্রকাশ করেছে?
ক) প্রত্যঙ্গ বিশেষ। খ) মর্যাদা।
গ) দিক। ঘ) সীমানা।
উত্তর: গ) দিক।
৪০. ‘জল’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) অম্বর। খ) মেদিনী।
গ) চিকুর। ঘ) অম্বু/সলিল।
উত্তর: ঘ) অম্বু/ সলিল
অম্বর অর্থ আকাশ; মেদিনী অর্থ পৃথিবী এবং চিকুর অর্থ চুল।
শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com