Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/৫ – Dr. Mohammed Amin

শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/৫

ড. মোহাম্মদ আমীন

 শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/৫

বিসিএস-সহ  বিভিন্ন পর্যায়ের চাকুরির প্রতিযোগিতামূলক এবং বিশ্ববিদ্যালয়-সমূহের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র থেকে সংগৃহীত

৪১. ‘অলীক’-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) লৌকিক। খ) বাস্তব।
গ) অলৌকিক। ঘ) কল্পনা
উত্তর: খ) বাস্তব।
৪২. ‘প্রসারণ-এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) অপসারণ। খ) বহিরঙ্গ।
গ) আকুঞ্চন। ঘ) উত্তমর্ণ।
উত্তর: গ) আকুঞ্জন
৪৩ ‘সচেষ্ট’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) প্রচেষ্টা। খ) নিচেষ্ট।
গ) যথেষ্ট। ঘ) নিরত।
উত্তর: খ) নিচেষ্ট।
৪৪. ‘জঙ্গম’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) বহিরঙ্গ। খ) স্থাবর।
গ) অস্থাবর। ঘ) শান্তি।
উত্তর: খ) স্থাবর।
৪৫. ‘উপচয়’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) সঞ্চয়। খ) অপচয়।
গ) ‘আবির্ভাব। ঘ) অনাচার।
উত্তর: খ) অপচয়।
৪৬. ‘কৃষ্ণ’-এর বিপরীত শব্দ কোনটি?
ক) অন্ধকার। খ) শুক্ল।
গ) সাদা। ঘ) আলো।
উত্তর: খ) শুল্ক।
৪৭. ‘গ্রহণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) বর্জন। খ) জড়।
গ) প্রবল। ঘ) আদান।
উত্তর: ক) বর্জন।
৪৮. ‘হরণ’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) গ্রহণ। খ) তিমির।
গ) পূরণ। ঘ) বর্জন।
উত্তর: গ) পূরণ।
৪৯. ‘বর্ধমান’ শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) চঞ্চল খ) ক্ষীয়মাণ
গ) হ্রস্ব ঘ) ভবিষ্যৎ
উত্তর: খ) ক্ষীয়মাণ।
৫০. ‘সঞ্চয়’-এর বিপরীত শব্দ কোনটি?
ক) উপচয়। খ) গৃহী।
গ) অপচয়। ঘ) খরচ।
উত্তর: গ) অপচয়।
সূত্র: বিসিএস বাংলা, ড. মোহাম্মদ আমীন।
শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com