Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
 শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/৬ – Dr. Mohammed Amin

 শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/৬

ড. মোহাম্মদ আমীন

 শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/৬

বিসিএস-সহ  বিভিন্ন পর্যায়ের চাকুরির প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সরকারি বিশ্ববিদ্যালয়-সমূহের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র থেকে সংগৃহীত।

৫১. ‘নির্ভীক’ শব্দের যথার্থ বিপরীতার্থক শব্দ কোনটি?
ক) ভয়াল        খ) ভীতু
গ) ভীরু          ঘ) বোকা
উত্তর: গ) ভীরু।
ভয়াল ও ভীতু শব্দের বিপরীতার্থক শব্দ সাহসী। ‘নির্ভীক’ শব্দের বিপরীতার্থক শব্দ ভীরু এবাং বোকা শব্দের বিপরীতার্থক শব্দ চালাক।
৫২. ‘অনন্ত’ শব্দের বিপরীত শব্দ কোনটি?
ক) অন্ত         খ) শান্ত
গ) আদি        ঘ) ব্যর্থ
উত্তর: ক) অন্ত।
৫৩. ‘স্বকীয়’ শব্দের যথার্থ বিপরীত শব্দ কোনটি?
ক) পরকীয়       খ) চতুর
গ) দুরন্ত         ঘ) নির্ভিক
সঠিক: ক) পরকীয়।
৫৪. বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদমূলক প্রতিশব্দ কী নামে পরিচিত?
ক) পারিভাষিক শব্দ       খ) দেশি শব্দ
গ) বিদেশি শব্দ             ঘ) তৎসম শব্দ
উত্তর: ক) পারিভাষিক শব্দ।
৫৫. ‘টেলিভিশন’ এর পারিভাষিক শব্দ কী?
ক) দূরালাপান      খ) দূরদর্শন
গ) দিগ্‌দর্শন        ঘ) দর্শন
উত্তর: খ) দূরদর্শন।
দূরদর্শন অর্থ: দূর থেকে দর্শন। যেখান থেকে প্রচারিত হচ্ছে তা দূর থেকে দেখা।
৫৬. ‘অ্যাসিড’ শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
ক) অম্ল         খ) বিদ্যুৎ
গ) ক্ষার         ঘ) উদ্জান
উত্তর: ক) অম্ল।
৫৭. ‘গ্যালাক্সি’ শব্দের পারিভাষিক শব্দ নিচের কোনটি?
ক) ধূমকেতু        খ) নক্ষত্র
গ) ছায়াপথ        ঘ) মঙ্গলগ্রহ
উত্তর: গ) নক্ষত্র।
৫৮. ‘রেডিও’ শব্দটির পারিভাষিক শব্দ নিচের কোনটি?
ক) বেতার         খ) প্রেরক যন্ত্র
গ) প্রচার যন্ত্র      ঘ) ট্রানজিস্টার
উত্তর: ক) বেতার।
৫৯. ‘অ্যাডমিট কার্ড’-এর বাংলা প্রতিশব্দ নিচের কোনটি?
ক) অনুমতি পত্র     খ) পরিচয় পত্র
গ) প্রবেশ পত্র         ঘ) প্রশংসা পত্র
 উত্তর: গ) পরিচয় পত্র
৬০. ইংরেজি ‘অপারেশান’ শব্দের পরিভাষা নিচের কোনটি?
ক) অস্ত্রশস্ত্র             খ) অস্ত্র ধারণ
গ) অস্ত্রোপচার      ঘ) অস্ত্রাঘাত
উত্তর: গ) অস্ত্রোপচার।
৬১. ‘অম্লজান’ শব্দটি নিচের কোন শব্দটির বাংলা পরিভাষা?
ক) অক্সিজেন      খ) নাইট্রোজেন
গ) অ্যাসিড       ঘ) হাইড্রোজেন
উত্তর: ক) অক্সিজেন।
৬২. ‘পরিভাষা’ শব্দের অর্থ কী
ক) আভিধানিক শব্দার্থ    খ) বিষয়ভিত্তিক সুনির্দিষ্ট অর্থজ্ঞাপক  শব্দ
গ) মূল শব্দ                   ঘ) নতুন বিদেশি শব্দের বাংলা প্রতিশব্দ
উত্তর: খ) বিষয়ভিত্তিক সুনির্দিষ্ট অর্থজ্ঞাপক  শব্দ
শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com