ড. মোহাম্মদ আমীন
শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/৭
বিসিএস-সহ বিভিন্ন পর্যায়ের চাকুরির প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং সরকারি বিশ্ববিদ্যালয়-সমূহের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র থেকে সংগৃহীত।
৬৩. বাক্য সংক্ষেপণ নিচের কোনটি দিয়ে প্রকাশ করা যায়?
ক) বাক্য সংকোচন খ) এককথায় প্রকাশ
গ) ক ও খ ঘ) বাক্যরীতি
উত্তর: গ) ক ও খ
৬৪. বাক্য সংক্ষেপণ কয় ভাগে সাধিত হতে পারে?
ক) পাঁচভাগে খ)। চার ভাগে।
গ) ছয়ভাগে। ঘ) তিনভাগে।
উত্তর: খ) চার ভাগে।
৬৫. আপনাকে কেন্দ্র করে যার চিন্তা- এর এককথায় কী বলে?
ক) আত্মকেন্দ্রিক খ) পণ্ডিতম্মন্য।
গ) আত্মসচেতন ঘ) স্বার্থপর।
উত্তর: ক) আত্মকেন্দ্রিক।
৬৬. যিনি বিদ্যা লাভ করেছেন- তাকে এককথায় কী বলে?
ক) কৃতবিদ্য। খ) বিদ্বান।
গ) জ্ঞানী। ঘ) কৃতবিদ্যা
উত্তর: ক) কৃতবিদ্য।
৬৭. দুইবার জন্মে যে- সঠিক এককথায় প্রকাশ কোনটি?
ক) পুনর্জন্ম খ) প্রত্যাবর্তন
গ) দ্বিজ ঘ) অগ্রজ
উত্তর: গ) দ্বিজ।
৬৮. যা অধ্যয়ন করা হয়েছে-তাকে এককথায় কী বলে?
ক) দুর্জয় খ) দুর্লভ
গ) অনুক্ত ঘ) অধীত
উত্তর: ঘ) অধীত
৬৯. যা বল হয়নি- তাকে এককথায় কী বলে?
ক) না কথা খ)। অনুক্ত।
গ) নির্বাক । ঘ) মূক
উত্তর: খ) অনুক্ত
৭০. বিশ্বজনের হিতকর- এককথায় কী বলে?
ক) হিতকর খ) বিশ্বজনহিত
গ) বিশ্বজনীন ঘ) বিশ্বজনক
উত্তর: গ) বিশ্বজনীন
বাকি অংশ এবং ক্রমশ: শুবাচ বিসিএস প্রিলি সমগ্র: বাংলা ও সাধারণ জ্ঞান।