Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
 শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/৮ – Dr. Mohammed Amin

 শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/৮

ড. মোহাম্মদ আমীন

 শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/৮

৭১. ‘ইন্দ্রিয়কে জয় করেছেন যিনি’ বাক্যের এককথায় প্রকাশ কোনটি?

ক) জিতেন্দ্রিয়      খ) ইন্দ্রজিৎ

গ) জীবনমৃত ঘ) কৃতদার

 উত্তর: ক) জিতেন্দ্রিয়

 শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/৮

৭২. যে সকল অত্যাচার সয়ে যায়-এর সংক্ষেপণ কী হবে?

ক) সর্বংসহা খ) সর্ব সহ্যকারী

গ) সহনশীল ঘ) সহ্যশীল

 উত্তর: ক) সর্বংসহা।

৭৩. যার দুহাত সামনে চলে-তাকে এককথায় কী বলে?

ক) দোহাতী খ) দ্বিজ

গ) সব্যসাচী ঘ) দ্বিত

উত্তর: গ) সব্যসাচী

৭৪. এক থেকে শুরু করে ক্রমাগত।” বাক্যটিকে এককথায় কী  বলা হয়?

ক) ক্রমে ক্রমে          খ) ক্রমাভিমুখে

গ) একদিক্রমে          ঘ) বহুদিকক্রমে

উত্তর: গ) একদিক্রমে

৭৫. যে বিষয়ে কোন বিতর্ক নেই- বাক্যটির সঠিক বাক্য সংকোচন কোনটি?

ক) অপরিণামদর্শী    খ) অবিমৃষ্যকারী

গ) অবিসংবাদী     ঘ) অকালদর্শী

উত্তর: গ) অবিসংবাদী

৭৬. যা বলার যোগ্য নয়- তাকে এককথায় কী বলে?

ক) অকথ্য।   খ) অব্যক্ত।

গ) অনুক্ত।   ঘ) দুর্বাচ্য।

 উত্তর: ক) অকথ্য

৭৭. যার কোনো উপায় নেই। বাক্য সংকোচনে কী হবে?

ক) নাচার   খ) অনুপায়

গ) নিরুপায় ঘ) অনন্যোপায়

 উত্তর: গ) নিরুপায়

৭৮. যার কোনো কিছু থেকেই ভয় নেই- এককথায় প্রকাশ কী?

ক) ভয়শূন্য খ) অভয়

গ) অকুতোভয়     ঘ) নির্ভীক

সঠিক উত্তর: গ) অকুতোভয়

৭৯. মৃতের মত অবস্থা যার- তাকে এককথায় কী বলে?

ক) জীবনমৃত।      খ) মৃতবৎসা।

গ) ক্ষণজন্মা। ঘ) মুমূর্ষু।

উত্তর: ঘ) মুমূর্ষু

জীবিত থেকেও যে মৃত-তাকে এককথায় জীবনমৃত বলে। যে নারীরর সন্তার বাঁচে না-তাকে  মৃতবৎসা বলে। শুভক্ষণে জন্ম যার- তাকে এককথায় ক্ষণজন্মা বলে। মৃতের মত অবস্থা যার-তাকে এককথায় মুমূর্ষ বলে

৮০. যে নারীর হাসি পবিত্র- তাকে এককথায় কী বলে?

ক) স্বয়ংবরা খ) শুচিস্মিতা

গ) সুস্মিতা   ঘ) সুহাসিনী

 উত্তর: খ) শুচিস্মিতা

বাকি অংশ এবং ক্রমশ: শুবাচ বিসিএস প্রিলি সমগ্র: বাংলা ও সাধারণ জ্ঞান।

শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com