শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান/১

ড. মোহাম্মদ আমীন

শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/১

১. সমার্থক শব্দের অপর নাম কী?
ক) বাক্যরীতি খ) বাক্যসংক্ষেপ
গ) বিশিষ্টার্থক শব্দ ঘ) প্রতিশব্দ বা একার্থক শব্দ
উত্তর: ঘ) প্রতিশব্দ
বাক্যরীতি অর্থ: বাগ্‌ধারা। বাক্যসংক্ষেপ অর্থ: বাক্য সংকোচন। বিশিষ্টার্থক শব্দ অর্থ: বাগ্‌ধারা।
২. ‘আকাশ’ শব্দের প্রতিশব্দ/সমার্থক শব্দ কোনটি?
ক) তমসা খ) ব্যোম/অভ্র/অম্বর/গগন
গ) মোদিনী ঘ) ভাস্কর
সঠিক উত্তর
খ) ব্যোম/ অভ্র/ অম্বর/গগন
তমসা শব্দের অর্থ: অন্ধকার, রাত। মোদিনী শব্দের অর্থ: পৃথিবী, দুনিয়া, বসুন্ধরা।
ভাস্কর শব্দের অর্থ: সূর্য।
৩. ‘সাপ’ শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি?
ক) ভুজঙ্গ। খ) অহি
গ) ক, খ। ঘ) ভুজ
উত্তর: গ) ক, খ
‘সাপ’ শব্দের সমার্থক: ভুজঙ্গ ও অহি। ভুজ শব্দের অর্থ: হাতি।
৪. ‘আশীবিষ’ অর্থ কী?
ক) ভুজঙ্গ। খ) মার্তণ্ড।
গ) হুতাশন । ঘ) বিভব।
উত্তর: ক) ভুজঙ্গ
৫. ‘আগুন’ শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি?
ক) হুতাশন। খ) তপন।
গ) অম্বর। ঘ) পবন।
উত্তর: ক) হুতাশন।
৬. ‘বসুন্ধরা’ শব্দটির প্রতিশব্দ বা সমার্থক শব্দ নিচের কোনটি?
ক) পর্বত। খ) পৃথিবী।
গ) মাতা। ঘ) সমুদ্র।
উত্তর: খ) পৃথিবী
ধন্য ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা—–। দ্বিজেন্দ্রলাল রায়।
৭. ‘শশাঙ্ক/শশী’ শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক) খরগোশ। খ) সমুদ্র।
গ) সূর্য। ঘ) চাঁদ/চন্দ্র।
উত্তর: ঘ) চাঁদ।
৮. নিচের কোনটি ‘আগুন’ শব্দের সমার্থক শব্দ?
ক) আলো। খ) প্রভা।
গ) পরাভূত। ঘ) বৈশ্বানর।
উত্তর: ঘ) বৈশ্বানর।
৯. নিচের কোনটি ‘অবনী’ শব্দের প্রতিশব্দ?
ক) পৃথিবী। খ) পর্বত।
গ) আগুন। ঘ) সূর্য।
উত্তর: ক) পৃথিবী।
আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী ‘পরে, সকলের তরে সকলে আমরা প্রত্যেকে মোরা পরের তরে। কামিনী রায়।
১০. ‘পৃথিবী’ শব্দের সমার্থক নয় কোনটি?
ক) অম্বর। খ) অবনী।
গ) ভূ। ঘ) মেদিনী।
উত্তর: ক) অম্বর।
অম্বর অর্থ: আকাশ।
শুবাচ গ্রুপের লিংক: www.draminbd.com
Language
error: Content is protected !!