ড. মোহাম্মদ আমীন

১. সর্বনাম পদ কত প্রকার?
ক) ৩ প্রকার খ) ৪ প্রকার
গ) ৫ প্রকার ঘ) ১০ প্রকার
খ) সব্যয় পদ ৪
২. কোনটি ব্যক্তিবাচক সর্বনাম?
ক) তুমি খ) আপনি
গ) এই ঘ) ঐ
ক) ব্যক্তিবাচক বা পুরুষবাচক= তুমি
৩. কোনটি ব্যতিহারিক সর্বনাম?
ক) সকল খ) কী
গ) কোন ঘ) পরস্পর
ঘ) ব্যতিহারিক = পরস্পর
৪. কোনটি সংজ্ঞাবাচক সর্বনাম?
ক) সকল খ) কী
গ) যে ঘ) অন্য
গ) সংযোগজ্ঞাপক = যে
৫. আত্মবাচক সর্বনাম পদ কোন গুচ্ছটি?
ক) আমি, আমরা, তুমি খ) এ, এই, এরা
গ) সে, তারা, তিনি ঘ) স্বয়ং, খোদ, নিজ
ঘ) আত্মবাচক সর্বনাম পদ = স্বয়ং, খোদ, নিজ
৬. ‘দূরত্ববাচক’ সর্বনাম পদ নয় কোনটি?
ক) কেহ খ) ঐ
গ) ঐসব ঘ) ওই
ক) ‘দূরত্ববাচক’ সর্বনাম পদ নয় = কেহ (কেহ অনির্দিষ্টবাচক সর্বনাম)
৭. সামীপ্যবাচক সর্বনাম কোনগুলো?
ক) সব, সকল, তাবৎ খ) এরা, ইহারা, ইনি
গ) ঐ, ঐসব ঘ) স্বয়ং, নিজে, খোদ, আপনি
খ) সামীপ্যবাচক সর্বনাম = এরা, ইহারা, ইনি
৮. সমীপ্যবাচক সর্বনামের উদাহরণ কোনটি?
ক) ইহারা খ) ঐ
গ) কিসে ঘ) পরস্পর
ক) সমীপ্যবাচক সর্বনামের উদাহরণ হলো ইহারা
৯. নিচের কোনটি দূরত্ববাচক সর্বনামের উদাহরণ?
ক) এরা খ) ঐসব
গ) সব ঘ) অন্য
খ) ঐসব হলো দূরত্ববাচক সর্বনামের উদাহরণ
১০. ব্যতিহারিক সর্বনাম কোনটি?
ক) যার-তার খ) নিজে-নিজে
গ) আমি-তুমি ঘ) এরা-ওরা
খ) নিজে-নিজে = ব্যতিহারিক সর্বনাম
১১. ব্যতিহারিক সর্বনাম পদ কোনটি?
ক) স্বয়ং খ) সমুদয়
গ) পরস্পর/আপসে ঘ) অপর
গ) পরস্পর/আপসে = ব্যতিহারিক সর্বনাম পদ
১২. আপসে, পরস্পর ইত্যাদি কোন ধরনের সর্বনামের উদাহরণ?
ক) সাকুল্যবাচক খ) সংযোগজ্ঞাপক
গ) ব্যতিহারিক ঘ) দূরত্ববাচক
গ) আপসে, পরস্পর ইত্যাদি ব্যতিহারিক সর্বনামের উদাহরণ
১৩. ‘যে’ কোন শ্রেণির সর্বনাম পদ?
ক) সংযোজক জ্ঞাপক খ) সামীপ্যবাচক
গ) অনির্দিষ্টতা জ্ঞাপক ঘ) ব্যতিহারিক
ক) ‘যে’ সংযোজক জ্ঞাপক সর্বনাম পদ
১৪. কোনটি সংযোগজ্ঞাপক সর্বনামের উদাহরণ?
ক) তুই-তোরা খ) যারা-তারা
গ) কে-কী ঘ) আপনা-আপনি
খ) যারা-তারা হলো সংযোগজ্ঞাপক সর্বনামের উদাহরণ
১৫. নিচের কোনটি সংযোগজ্ঞাপক সর্বনাম পদের উদাহরণ?
ক) কে, কী খ) কোন, কেহ
গ) স্বয়ং, নিজে ঘ) যিনি, যারা
ঘ) যিনি, যারা হলো সংযোগজ্ঞাপক সর্বনাম পদের উদাহরণ
১৬. কোনটি পারিভাষিক শব্দ?
ক) পুরুষ খ) বচন
ক) লিঙ্গ ঘ) ক, খ
ঘ) পুরুষ ও লিঙ্গ দুটিই পারিভাষিক শব্দ
১৭. ‘পুরুষ’ ব্যাকরণের কিরূপ শব্দ?
ক) প্রাতিপদিক শব্দ খ) প্রতিশব্দ
গ) পারিভাষিক শব্দ ঘ) দ্বিরুক্ত শব্দ
গ) পুরুষ ব্যাক্যরণের পারিভাষিক শব্দ
১৮. কোন কোন পদের পুরুষ আছে?
ক) বিশেষ্য খ) সর্বনাম ও ক্রিয়া
গ) ক, খ ঘ) বিশেষণ ও অব্যয়
গ) বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়া পদের পুরুষ আছে
১৯. কোন কোন পদে পুরুষ আছে?
ক) বিশেষ্য খ) বিশেষ্য, বিশেষণ
গ) বিশেষণ, অব্যয় ঘ) বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া
ঘ) বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া পদে পুরুষ আছে
২০. কোন কোন পদের পুরুষ নাই?
ক) বিশেষ্য ও অব্যয় খ) ক্রিয়া ও অব্যয়
গ) ক্রিয়া ও বিশেষণ ঘ) বিশেষণ ও অব্যয়
ঘ) বিশেষণ ও অব্যয় পদের পুরুষ নাই
২১. পুরুষ কী?
ক) নারীর বিপরীত খ) যে কাজ করে অর্থাৎ কর্তা
গ) নামের পরিবর্তে ব্যবহৃত শব্দ ঘ) ক, খ
খ) যে কাজ করে অর্থাৎ কর্তা হলো পুরুষ
২২. পুরুষ কত প্রকার? অথবা বাংলা ব্যাকরণে পুরুষ কত প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
খ) পুরুষ ৩ প্রকার
২৩. কোনটি মধ্যম পুরুষ?
ক) আমি খ) আপনি
গ) তিনি ঘ) সে
খ) আপনি = মধ্যম পুরুষ
২৪. মধ্যম পুরুষ কোনটি?
ক) আমরা খ) আপনারা
গ) তাঁরা ঘ) ওরা
খ) আপনারা = মধ্যম পুরুষ
২৫. কার পরিবর্তে উত্তম পুরুষ ব্যবহৃত হয়?
ক) স্বয়ং বক্তা খ) শ্রোতা
গ) অনুপস্থিত ব্যক্তি ঘ) কোনোটিই নয়
ক) স্বয়ং বক্তার পরিবর্তে উত্তম পুরুষ ব্যবহৃত হয়
২৬. সাধারণ ব্যক্তিবাচক সর্বনামের রূপ কোনটি?
ক) আমি, তুমি, সে খ) আপনি, তিনি, ইহাদের
গ) আপনারা, তাঁরা, এঁদের ঘ) ইহা, এ, এরা
খ) সম্ভ্রমাত্মক রূপ = আপনি, তিনি, ইহাদের
২৭. স্বয়ং বক্তা কোন পুরুষ?
ক) নাম খ) প্রথম
গ) মধ্যম ঘ) উত্তম
ঘ) স্বয়ং বক্তা = উত্তম পুরুষ
২৮. মধ্যম পুরুষের উদাহরণ কোনটি?
ক) তারা খ) আমরা
গ) আমি ঘ) তোমরা
ঘ) তোমরা মধ্যম পুরুষের উদাহরণ
২৯. অনুপস্থিত কারও সম্পর্কে কিছু বলতে গেলে যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে কী বলে?
ক) উত্তম পুরুষ খ) মধ্যম পুরুষ
গ) নাম পুরুষ ঘ) কোনোটিই নয়
গ) অনুপস্থিত কারও সম্পর্কে কিছু বলতে গেলে যে সর্বনাম পদ ব্যবহৃত হয় তাকে নাম পুরুষ বলে
৩০. নাম পুরুষের উদাহরণ কোনটি?
ক) সে, তারা খ) তুমি, তোমরা
গ) আমি, আমরা ঘ) আপনি, আপনারা
ক) সে, তারা হলো নাম পুরুষের উদাহরণ
৩১. কোনটি প্রথম পুরুষের উদাহরণ?
ক) তুমি খ) সে
গ) আমি ঘ) তোমরা
খ) সে হলো প্রথম পুরুষের উদাহরণ
৩২. যেকোনো বিশেষ্য পদ কোন পুরুষ? অথবা অনুপস্থিত বা পরোক্ষভাবে উদ্দিষ্ট ব্যক্তিকে কোন পুরুষ বলা হয়? অথবা সকল বিশেষ্য পদই কী?
ক) উত্তম পুরুষ খ) মধ্যম পুরুষ
গ) মধ্যম ও নাম পুরুষ ঘ) নাম পুরুষ
ঘ) সকল বিশেষ্য পদই নাম পুরুষ
৩৩. ব্যক্তিবাচক সর্বনামের রূপ কয়টি?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৫
খ) ব্যক্তিবাচক সর্বনামের রূপ ৩টি
৩৪. সম্ভ্রমাত্মক সর্বনাম পদ কোনগুলো?
ক) যে, তারা, তা খ) তা, যা, ও
গ) তাঁরা, তাঁদের, তিনি ঘ) তুই, তোরা, তারা
গ) তাঁরা, তাঁদের, তিনি = সম্ভ্রমাত্মক সর্বনাম পদ
৩৫. কোনটি সম্ভ্রমাত্মক সর্বনাম পদের ব্যবহার?
ক) তুই চলে যা খ) তাঁর সম্পর্কে মন্দ বলো না
গ) তোরা এ রকম কেন ঘ) তোদের চলে যাওয়াই উচিত
খ) তাঁর সম্পর্কে মন্দ বলো না = সম্ভ্রমাত্মক সর্বনাম পদ
৩৬. নিচের কোনটি সর্বনামের বিভক্তিগ্রাহী রূপ?
ক) তুমি খ) আমি
গ) তোমা /আমা ঘ) তিনি
গ) তোমা /আমা = সর্বনামের বিভক্তিগ্রাহী রূপ
৩৭. নাম পুরুষের সম্ভ্রমাত্মক রূপের সর্বনাম কোনটি?
ক) তাঁরা খ) তাঁকে
গ) আপনি ঘ) মম
খ) নাম পুরুষের সম্ভ্রমাত্মক রূপের সর্বনাম হলো তাঁকে
৩৮. ‘সে’-এর বিভক্তিগ্রাহী রূপ কী?
ক) তিনি খ) যিনি
গ) তা/তাহা ঘ) তো
গ) ‘সে’-এর বিভক্তিগ্রাহী রূপ হলো তা /তাহা
৩৯. সর্বনামের বিশিষ্ট প্রয়োগে দীন, অধম, বান্দা শব্দগুলো কী প্রকাশে ব্যবহৃত হয়?
ক) কবিতা প্রকাশে খ) বিনয় প্রকাশে
গ) ভাবভঙ্গি প্রকাশে ঘ) অভিনন্দন প্রকাশে
খ) সর্বনামের বিশিষ্ট প্রয়োগে দীন, অধম, বান্দা শব্দগুলো বিনয় প্রকাশে ব্যবহৃত হয়
৪০. কবিতায় কোন সর্বনাম ব্যবহৃত হয়?
ক) দীন, অধম, বান্দা, সেবক, দাস খ) মম, মোদের, মোরা
গ) তুমি ঘ) তুই
খ) ছন্দবদ্ধ কবিতা : ছন্দবদ্ধ কবিতায় সাধারণত ‘আমার’ স্থানে মম, ‘আমাদের’ স্থানে মোদের এবং ‘আমরা’ স্থানে মোরা ব্যবহৃত হয়
৪১. উপাস্যের প্রতি সাধারণত কোন সর্বনাম প্রযুক্ত হয়?
ক) তুমি খ) তুই
গ) আপনি ঘ) উপরের সবগুলো
ক) উপাস্যের প্রতি সাধারণত তুমি সর্বনাম প্রযুক্ত হয়
৪২. করণ কারকে কোন সর্বনাম বসে?
খ) তাহাদের খ) তাহার দ্বারা
গ) মদীয় ঘ) কিসে থেকে
খ) করণ কারক = তাহার দ্বারা
৪৩. ‘স্বর্ণময় পাত্র’ পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ?
ক) রূপবাচক খ) গুণবাচক
গ) অবস্থাবাচক ঘ) উপাদানবাচক
ঘ) ‘স্বর্ণময় পাত্র’ পদটি উপাদানবাচক বিশেষণের উদাহরণ
৪৪. বিশেষণ কত প্রকার?
ক) ২ প্রকার খ) ৩ প্রকার
গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার
খ) পুরুষ ৩ প্রকার
৪৫. কোনটি নাম বিশেষণ?
ক) নীল আকাশ খ) রকেট অতি দ্রুত চলে
গ) ধীরে ধীরে বায়ু বয় ঘ) ধিক্ তারে, শত ধিক্ নির্লজ্জ যে জন
ক) নীল আকাশ = নাম বিশেষণ
৪৬. কোনটি রূপবাচক বিশেষণ?
ক) সবুজ মাঠ/পাতা খ) ঠান্ডা হওয়া
গ) বেলেমাটি ঘ) চৌচালা ঘর
ক) সবুজ মাঠ/পাতা = রূপবাচক বিশেষণ
৪৭. রূপবাচক বিশেষণটি চিহ্নিত কর।
ক) ঠান্ডা হাওয়া খ) কালো মেঘ
গ) মেটে কলসি ঘ) মেঠো পথ
খ) কালো মেঘ = রূপবাচক বিশেষণ
৪৮. সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে? ‘সুস্থ সবল’ কোন বিশেষণ?
ক) ক্রিয়া বিশেষণ খ) বিশেষ্যের বিশেষণ
গ) সর্বনামের বিশেষণ ঘ) ভাব বিশেষণ
খ) সুস্থ সবল দেহকে কে না ভালোবাসে? ‘সুস্থ সবল’ বিশেষ্যের বিশেষণ
৪৯. সুন্দর পুষ্প, সুনীল আকাশ- এখানে সুন্দর ও সুনীল কোন শ্রেণির বিশেষণ?
ক) ক্রিয়া বিশেষণ খ) বিশেষ্যের বিশেষণ
গ) বিশেষ্যের বিশেষণ ঘ) নাম বিশেষণের বিশেষণ
খ) সুন্দর পুষ্প, সুনীল আকাশ- এখানে সুন্দর ও সুনীল = বিশেষ্যের বিশেষণ
৫০. ‘কালো মেঘে আকাশ ছেয়ে গেছে’-এ বাক্যে ‘কালো’ পদটি কী বাচক বিশেষণ?
ক) গুণ খ) অবস্থা
গ) উপাদান ঘ) রূপ
ঘ) ‘কালো মেঘে আকাশ ছেয়ে গেছে’-এ বাক্যে ‘কালো’ পদটি রূপ বাচক বিশেষণ
৫১. গুণবাচক বিশেষণ ব্যবহৃত হয়েছে কোন স্থলে?
ক) শস্য সবুজ খ) নিপুণ কারিগর
গ) প্রথমা কন্যা ঘ) কবেকার কথা
খ) গুণবাচক বিশেষণ ব্যবহৃত হয়েছে নিপুণ কারিগর স্থলে
৫২. ‘ঠান্ডা হাওয়া’ কী বাচক বিশেষণ?
ক) রূপবাচক খ) অংশবাচক
গ) অবস্থাবাচক ঘ) গুণবাচক
ঘ) গুণবাচক নাম বিশেষণ = ঠান্ডা হাওয়া
৫৩. কোনটি অবস্থাবাচক বিশেষণের উদাহরণ?
ক) রোগা ছেলেটি খ) সত্তর পৃষ্ঠা
গ) মেটে কলসি ঘ) কেমন অবস্থা
ক) রোগা ছেলেটি = অবস্থাবাচক বিশেষণের উদাহরণ
৫৪. নিচের কোনটি অবস্থাবাচক বিশেষণ পদ?
ক) ঠান্ডা হাওয়া খ) দশ দশা
গ) খোঁড়া পা ঘ) কেমন অবস্থা
গ) খোঁড়া পা = অবস্থাবাচক বিশেষণ পদ
৫৫. কোনটি পরিমাণবাচক বিশেষণ?
ক) মেটে কলসি খ) হাজার টনী জাহাজ
গ) দক্ষ কারিগর ঘ) নাম পুরুষ
খ) হাজার টনী জাহাজ = পরিমাণবাচক বিশেষণ
৫৬. বেলে মাটি, মেটে কলসি-কোন ধরনের নাম বিশেষণ?
ক) ক্রমবাচক খ) অংশবাচক
গ) উপাদানবাচক ঘ) গুণবাচক
গ) বেলে মাটি, মেটে কলসি-উপাদানবাচক নাম বিশেষণ
৫৭. ‘পাথুরে মূর্তি’-পদটি কোন ধরনের বিশেষণের উদাহরণ?
ক) উপাদানবাচক খ) রূপবাচক
গ) অবস্থাবাচক ঘ) গুণবাচক
ক) ‘পাথুরে মূর্তি’-পদটি উপাদানবাচক বিশেষণের উদাহরণ
৫৮. যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে কী বলে?
ক) ভাব বিশেষণ খ) নাম বিশেষণ
গ) ক্রিয়া বিশেষণ ঘ) বিশেষণের বিশেষণ
ক) যে পদ বিশেষ্য ও সর্বনাম ভিন্ন অন্য পদকে বিশেষিত করে তাকে ভাব বিশেষণ বলে
৫৯. ভাববিশেষণ কয় প্রকার?
ক) তিন প্রকার খ) চার প্রকার
গ) পাঁচ প্রকার ঘ) ছয় প্রকার
খ) ভাব বিশেষণ চার প্রকার
৬০. ‘হারানো সম্পত্তি, খাবার পানি, অনাগত দিন’ প্রভৃতি কোনটি যোগে বিশেষণ গঠিত হয়েছে?
ক) অব্যয়জাত খ) ক্রিয়াজাত
গ) সর্বনামজাত ঘ) সমাসসিদ্ধ
খ) ‘হারানো সম্পত্তি, খাবার পানি, অনাগত দিন’ প্রভৃতি ক্রিয়াজাত যোগে বিশেষণ গঠিত হয়েছে
৬১. কোনটি অব্যয়জাত বিশেষণ?
ক) হারানো সম্পত্তি খ) হঠাৎ বড়লোক
গ) চৌচালা ঘর ঘ) কৃতী সন্তান
খ) অব্যয়জাত বিশেষণ = হঠাৎ বড়লোক
৬২. গঠন পদ্ধতি অনুসারে ‘হঠাৎ বড়লোক’ শব্দে ব্যবহৃত বিশেষণটি কোন ধরনের?
ক) ক্রিয়াজাত খ) বিদেশি
গ) অব্যয়জাত ঘ) সর্বনামজাত
গ) গঠন পদ্ধতি অনুসারে ‘হঠাৎ বড়লোক’ শব্দে ব্যবহৃত বিশেষণটি অব্যয়জাত
৬৩. ‘নবম শ্রেণি’, ‘প্রথমা কন্যা’- এখানে ‘নবম’ ‘প্রথমা’ কোন জাতীয় বিশেষণ?
ক) ক্রমবাচক খ) সমষ্টিবাচক
গ) পরিমাণবাচক ঘ) সংখ্যাবাচক
ক) ‘নবম শ্রেণি’, ‘প্রথমা কন্যা’- এখানে ‘নবম’ ‘প্রথমা’ ক্রমবাচক বিশেষণ
৬৪. কোনটি কৃদন্তপদ যোগে বিশেষণ গঠিত হয়েছে?
ক) অনাগত দিন খ) চৌচালা ঘর
গ) পায়ে চলা পথ ঘ) নির্জলা মিথ্যে
গ) পায়ে চলা পথ কৃদন্তপদ যোগে বিশেষণ গঠিত হয়েছে
৬৫. অংশবাচক বিশেষণের উদাহরণ হলো-
ক) সত্তর পৃষ্ঠা খ) পাঁচ শতাংশ ভূমি
গ) শ টাকা ঘ) সিকি পথ
ঘ) অংশবাচক বিশেষণের উদাহরণ হলো সিকি পথ
৬৬. ক্রিয়াজাত বিশেষণের উদাহরণ কোনটি?
ক) আচ্ছা মানুষ খ) বেকার
গ) মেঠো পথ ঘ) খাবার পানি
ঘ) ক্রিয়াজাত বিশেষণের উদাহরণ হলো খাবার পানি
৬৭. উপসর্গ যুক্ত বিশেষণ কোনটি?
ক) ঠান্ডা হাওয়া খ) আচ্ছা মানুষ
গ) নির্জলা মিথ্যা ঘ) সুন্দর সকাল
গ) উপসর্গযুক্ত বিশেষণ = নির্জলা মিথ্যা
৬৮.কোনটিতে উপসর্গ যোগে গঠিত বিশেষণ পদ আছে?
ক) নিখুঁত কাজ খ) বেলে মাটি
গ) কনকনে শীত ঘ) আচ্ছা মানুষ
ক) নিখুঁত কাজ-এ উপসর্গ যোগে গঠিত বিশেষণ পদ আছে
৬৯. কোন শব্দটি আই প্রত্যয়যোগে গঠিত বিশেষণ পদ?
ক) বড়াই খ) চড়াই
গ) মিঠাই ঘ) চোরাই
ঘ) চোরাই শব্দটি আই প্রত্যয়যোগে গঠিত বিশেষণ পদ
৭০. নিচের কোনটি উপাদানবাচক বিশেষণ?
ক) হাজার টনি জাহাজ খ) মেটে কলসি
গ) দক্ষ কারিগর ঘ) সিকিপথ
খ) মেটে কলসি = উপাদানবাচক বিশেষণ
৭১. কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ?
ক) চলন্ত গাড়ি খ) করুণাময় তুমি
গ) দ্রুত চল ঘ) নীল আকাশ
গ) দ্রুত চল = ক্রিয়া বিশেষণের উদাহরণ
৭২. রকেট অতি দ্রুত চলে। কোন বিশেষণের উদাহরণ?
ক) ক্রিয়া বিশেষণ খ) বিশেষণীয় বিশেষণ
গ) বাক্যের বিশেষণ ঘ) অব্যয়ের বিশেষণ
খ) রকেট অতি দ্রুত চলে = বিশেষণীয় বিশেষণ
৭৩. ‘সামান্য একটু দুধ দাও’- এ বাক্যে ‘সামান্য’ কোন পদ?
ক) বিশেষ্য খ) অব্যয়
গ) সর্বনাম ঘ) বিশেষণ
ঘ) বিশেষণ = সামান্য
৭৪. ধীরে ধীরে বায়ু বয়। বাক্যটিতে কোন বিশেষণের ব্যবহার রয়েছে?
ক) ক্রিয়া বিশেষণ খ) বিশেষণীয় বিশেষণ
গ) অব্যয়ের বিশেষণ ঘ) বাক্যের বিশেষণ
ক) ধীরে ধীরে বায়ু বয়। বাক্যটিতে ক্রিয়া বিশেষণের ব্যবহার রয়েছে
৭৫. কোনটি বিশেষণের বিশেষণ?
ক) এই আমি আর নই একা খ) বাতাস ধীরে বইছে
গ) অতিশয় মন্দ কথা ঘ) মেঘনা বড় নদী
গ) বিশেষণের বিশেষণ = অতিশয় মন্দ কথা
৭৬. কোন বাক্যে বিশেষণের বিশেষণ আছে?
ক) ধীর চল খ) সে গুণবান
গ) ঘোড়া খুব দ্রুত চলে ঘ) মেটে কলসি
গ) ঘোড়া খুব দ্রুত চলে-এই বাক্যে বিশেষণের বিশেষণ আছে
৭৭. ‘উদীয়মান’ বিশেষণটির সাথে কোন বিশেষ্য পদটি প্রযোজ্য?
ক) বুদ্ধি খ) লেখক
গ) যৌবন ঘ) সম্রাট
খ) ‘উদীয়মান’ বিশেষণটির সাথে লেখক বিশেষ্য পদটি প্রযোজ্য
৭৮. ধিক্ তারে, শত ধিক্ নির্লজ্জ যে জন-এ বাক্যে ‘নির্লজ্জ’ কোন বিশেষণের উদাহরণ?
ক) ক্রিয়া বিশেষণ খ) বাক্যের বিশেষণ
গ) অব্যয়ের বিশেষণ ঘ) বিশেষণীয় বিশেষণ
গ) এ বাক্যে ‘নির্লজ্জ’ অব্যয়ের বিশেষণের উদাহরণ
৭৯. দুর্ভাগ্যক্রমে দেশ আবার নানা সমস্যাজালে আবদ্ধ হয়ে পড়েছে-‘দুর্ভাগ্যক্রমে’ কোন প্রকারের বিশেষণ?
ক) ক্রিয়া বিশেষণ খ) বাক্যের বিশেষণ
গ) অব্যয়ের বিশেষণ ঘ) বিশেষণীয় বিশেষণ
খ) ‘দুর্ভাগ্যক্রমে’ = বাক্যের বিশেষণ
৮০. করুণাময় তুমি- এখানে ‘করুণাময়’ কোন বিশেষণ?
ক) বিশেষ্যের বিশেষণ খ) বাক্যের বিশেষণ
গ) সর্বনামের বিশেষণ ঘ) ক্রিয়া বিশেষণ
গ) করুণাময় তুমি-এখানে ‘করুণাময়’ সর্বনামের বিশেষণ
৮১. কোনটিতে কৃদন্ত বিশেষণের প্রয়োগ হয়েছে?
ক) অপহৃত সম্পদ খ) অতীত কাল
গ) নৈতিক বল ঘ) বেকার
খ) অতীত কাল-এ কৃদন্ত বিশেষণের প্রয়োগ হয়েছে
৮২. বিশেষণ পদ যখন দুই বা ততোধিক বিশেষ্য পদের মধ্যে গুণ, অবস্থা, পরিমাণ প্রভৃতি বিষয়ে তুলনায় একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝিয়ে থাকে তখন তাকে বলা হয়-
ক) উপসর্গযুক্ত বিশেষণ খ) বিশেষণের অতিশায়ন
গ) বাক্যের বিশেষণ ঘ) বিশেষণীয় বিশেষণ
খ) বিশেষণের অতিশায়ন
৮৩. অনেকের মধ্যে একের উৎকর্ষ বা অপকর্ষ বুঝাতে মূল বিশেষণের পূর্বে কোনটি বসে?
ক) অপেক্ষা খ) সবচাইতে
গ) চাইতে ঘ) অনেক
খ) সবচাইতে = বহুর মধ্যে অতিশায়ন তারতম্য বুঝায়
৮৪. খাঁটি বাংলা শব্দের অতিশায়ন?
ক) ধীরে ধীরে খ) কিন্তু, এবং
গ) নরম, গরম ঘ) হইতে হতে
ঘ) হইতে হতে = খাঁটি বাংলা শব্দের অতিশায়ন
৮৫. বাংলা শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে তুলনায় নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক) তম খ) তর
গ) ইষ্ঠ ঘ) চেয়ে
ঘ) চেয়ে = বাংলা শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে তুলনা
৮৬. তৎসম শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে তুলনা বুঝাতে কোন প্রত্যয় যুক্ত হয়?
ক) ইষ্ঠ খ) ইয়ান
গ) তম ঘ) ঈয়স
ঘ) ঈয়স = তৎসম শব্দের অতিশায়নে দুয়ের মধ্যে তুলনায় ‘ঈয়স’ প্রত্যয় বসে
৮৭. ‘আপন ভালো সবাই চায়’- বাক্যটিতে ‘ভালো’ কী পদ?
ক) বিশেষণ খ) সর্বনাম
গ) বিশেষ্য ঘ) ক্রিয়া
গ) বাক্যটিতে ‘ভালো’ বিশেষ্য
৮৮. মাহমুদ ভালো ছেলে-‘ভালো’ কোন্ পদ?
ক) বিশেষ্য খ) বিশেষণ
গ) ক্রিয়া ঘ) ক্রিয়া বিশেষণ
খ) ভালো = বিশেষণ পদ
৮৯. তোমার এ পুণ্য প্রচো সফল হোক। এখানে ‘পুণ্য’ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে?
ক) বিশেষ্য খ) বিশেষণ
গ) অব্যয় ঘ) সর্বনাম
খ) তোমার এ পুণ্য প্রচো সফল হোক। এখানে ‘পুণ্য’ বিশেষণ পদরূপে ব্যবহৃত হয়েছে
৯০. নিশীথ রাতে বাজছে বাঁশি-এ বাক্যে ‘নিশীথ’ কোন পদ?
ক) ক্রিয়া খ) বিশেষ্য
গ) বিশেষণ ঘ) ক্রিয়া বিশেষণ
গ) এ বাক্যে ‘নিশীথ’ বিশেষণ পদ
৯১. সত্য পথে থেকে সত্য কথা বল-এ বাক্যে ‘সত্য’ কোন্ পদ?
ক) বিশেষ্য খ) বিশেষণ
গ) বিশেষণের বিশেষণ ঘ) ভাববাচক বিশেষ্য
খ) এ বাক্যে ‘সত্য’ বিশেষণ পদ
৯২. বাক্যের অপরিবর্তনীয় পদ কোনটি?
ক) ক্রিয়া পদ খ) অনুক্ত ক্রিয়াপদ
গ) অব্যয় পদ ঘ) সর্বনাম পদ
গ) বাক্যের অপরিবর্তনীয় পদটি হলো অব্যয় পদ
৯৩. বাংলা ভাষায় উৎস অনুযায়ী কত প্রকার অব্যয় শব্দ রয়েছে?
ক) দুই প্রকার খ) তিন প্রকার
গ) চার প্রকার ঘ) পাঁচ প্রকার
খ) বাংলা ভাষায় উৎস অনুযায়ী তিন প্রকার অব্যয় শব্দ রয়েছে (বাংলা, তৎসম, বিদেশি)
৯৪. তৎসম শব্দের অতিশায়নে বহুর মধ্যে তুলনায় কোন প্রত্যয় যুক্ত হয়?
ক) চেয়ে খ) তর
গ) ইষ্ঠ ঘ) ঈয়স
গ) ইষ্ঠ = তৎসম শব্দের অতিশায়নে বহুর মধ্যে তুলনায় কোন প্রত্যয় যুক্ত হয়
৯৫. কোন দুটি অব্যয় শব্দের অর্থ পরিবর্তন হয়েছে?
ক) আর ও আবার খ) পুনশ্চ ও আপাতত
গ) আলবত ও মারহাবা ঘ) এবং ও সুতরাং
ঘ) এবং ও সুতরাং- দুটি অব্যয় শব্দের অর্থ পরিবর্তন হয়েছে। সংস্কৃতে ‘এবং’ শব্দের অর্থ ‘এমন’ আর ‘সুতরাং’ শব্দের অর্থ অত্যন্ত/অবশ্য। কিন্তু বাংলায় ‘এবং’ শব্দের অর্থ ‘ও’ আর ‘সুতরাং’ শব্দের অর্থ ‘অতএব’
৯৬. আর, আবার, ও-এগুলো কোন প্রকারের অব্যয় শব্দ?
ক) বিদেশি অব্যয় শব্দ খ) সমুচ্চয়ী অব্যয় শব্দ
গ) খাঁটি বাংলা অব্যয় শব্দ ঘ) অনুকার অব্যয় শব্দ
গ) আর, আবার, ও-এগুলো খাঁটি বাংলা অব্যয় শব্দ
৯৭. কোনটি খাঁটি বাংলা অব্যয় শব্দ?
ক) আর/আবার/ও/হাঁ/না খ) বহুত
গ) যদি ঘ) সুতরাং
ক) আর/আবার/ও/হাঁ/না
৯৮. নিচের কোনটি বাংলা অব্যয় শব্দ?
ক) আলবত খ) আবার
গ) খুব ঘ) বরং
খ) আবার = বাংলা অব্যয় শব্দ
৯৯. অতএব কোন পদ?
ক) বিশেষ্য খ) বিশেষণ
গ) অব্যয় ঘ) ক্রিয়া
গ) অব্যয় = অতএব
১০০. ‘যথা’ কোন ধরনের অব্যয় শব্দ?
ক) বাংলা অব্যয় খ) সংস্কৃত অব্যয়
গ) বিদেশি অব্যয় ঘ) সংকোচক অব্যয়
খ) যথা হলো সংস্কৃত অব্যয়
১০১. বিদেশি অব্যয়জাত শব্দ কোনটি? অথবা কোনটি বিদেশি অব্যয়?
ক) আবার খ) সাবাশ
গ) শাবাশ ঘ) নইলে
উত্তর (গ)।
১২. বিদেশি অব্যয় শব্দ কোনটি নয়?
ক) মাইরি খ) খাসা
গ) আলবত ঘ) নতুবা
ঘ) নতুবা = বিদেশি অব্যয় নয় (এটি তৎসম অব্যয়)
শুবাচ বিসিএস বাংলা: সাধারণ জ্ঞান প্রিলি থেকে ভাইভা
শুবাচ বিসিএস বাংলা: সাধারণ জ্ঞান প্রিলি থেকে ভাইভা/১
শুবাচ বিসিএস বাংলা: সাধারণ জ্ঞান প্রিলি থেকে ভাইভা/২
শুবাচ বিসিএস বাংলা: সাধারণ জ্ঞান প্রিলি থেকে ভাইভা/৩
শুবাচ বিসিএস প্রিলি: বাংলা ও সাধারণ জ্ঞান সমগ্র/১১