ড. মোহাম্মদ আমীন

শুবাচ বিসিএস বাংলা: সাধারণ জ্ঞান প্রিলি থেকে ভাইভা
১. অর্থবিশিষ্ট ধ্বনি বা ধ্বনিসমষ্টিকে কী বলে? এক বা একাধিক বর্ণ মিলে বোধগম্য অর্থ প্রকাশ করলে তাকে কী বলে?
ক) পদ খ) বাক্য
গ) শব্দ ঘ) ধ্বনি
উত্তর: (গ) ।
২. ভাষার মূল উপকরণ কী?
ক) অক্ষর খ) ধ্বনি
গ) বর্ণ ঘ) শব্দ
উত্তর: (ঘ)।
৩. বিভিন্ন আঙ্গিক বিবেচনায় বাংলা শব্দসমূহকে কয় ভাগে ভাগ করা যায়?
ক) তিন ভাগে খ) চার ভাগে
গ) পাঁচ ভাগে ঘ) ছয় ভাগে
উত্তর: (ক)।
৪. সাধিত শব্দ কয় প্রকার?
ক) তিন খ) পাঁচ
গ) চার ঘ) সাত
উত্তর: (ক)।
৫. গঠন অনুসারে শব্দকে কয় ভাগে ভাগ করা যায়? অথবা গঠন অনুসারে শব্দ কত প্রকার?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
উত্তর: (ক)।
৬. অর্থগতভাবে বাংলা ভাষার শব্দসমূহকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুই খ) তিন
গ) চার ঘ) পাঁচ
উত্তর: (খ)।
৭. শব্দের ব্যবহার কত প্রকার?
ক) ২ খ) ৩
গ) ৪ ঘ) ৬
উত্তর: (ক)।
৮. কোন শব্দকে বিশ্লেষণ করা যায় না?
ক) যৌগিক শব্দ খ) মৌলিক শব্দ
গ) সাধিত শব্দ ঘ) রূঢ় শব্দ
উত্তর: (খ)।
৯. কোন ধরনের শব্দাবলি ভাষার মূল উপকরণ?
ক) মৌলিক শব্দ খ) যৌগিক শব্দ
গ) রূঢ় শব্দ ঘ) যোগরূঢ় শব্দ
উত্তর: (ক)।
১০. নিচের কোনটি মৌলিক শব্দ?
ক) গায়ক খ) গোলাপি
গ) গোলাপ ঘ) হরিণ
উত্তর: (গ) ।
১১. সাধিত শব্দগুলো সাধারণত কোন ধরনের হয়?
ক) অর্থবাচক শব্দ খ) স্ত্রীবাচক শব্দ
গ) পুরুষবাচক শব্দ ঘ) জাতিবাচক শব্দ
উত্তর: (ক)।
১২. প্রত্যেকটি সাধিত পদের কয়টি অংশ থাকে?
ক) একটি খ) দুটি
গ) তিনটি ঘ) চারটি
উত্তর: (খ)।
১৩. সাধিত শব্দগুলোর জন্য সাধারণত নিচের কোন বৈশিষ্ট্য অধিক প্রযোজ্য?
ক) বিশেষ শব্দ খ) বিশেষ অর্থে ব্যবহৃত শব্দ
গ) অর্থবাচক শব্দ ঘ) মৌলিক শব্দ
উত্তর: (গ)।
১৪. কোনটি সাধিত শব্দ?
ক) ভাই খ) বোন
গ) ঢাকাই ঘ) গোলাপ
উত্তর: (গ)।
১৫. প্র +শাসন = প্রশাসন, শব্দটি গঠন অনুসারে—
ক) মৌলিক শব্দ খ) সাধিত শব্দ
গ) যৌগিক শব্দ ঘ) যোগরূঢ় শব্দ
উত্তর: (খ)।
১৬. যেসব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থানুযায়ী হয় তাদের কী বলে? যেসব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যাবহারিক অর্থ অভিন্ন সেসব শব্দকে কী বলে?
ক) মৌলিক শব্দ খ) যোগরূঢ় শব্দ
গ) রূঢ়ি শব্দ ঘ) যৌগিক শব্দ
উত্তর: (ঘ)।
১৭. গায়ক=গৈ+অক অর্থ গান করে যে; এটি কোন শব্দের উদাহরণ?
ক) মৌলিক শব্দ খ) যোগরূঢ় শব্দ
গ) রূঢ়ি শব্দ ঘ) যৌগিক শব্দ
উত্তর: (ঘ)।
১৮. ‘বই’ নিচের কোন প্রকৃতির শব্দের অন্তর্ভুক্ত?
ক) যোগরূঢ় শব্দ খ) যৌগিক শব্দ
গ) মৌলিক শব্দ ঘ) রূঢ়িশব্দ
উত্তর: (গ)।
১৯. নিচের কোনটি যৌগিক শব্দ ?
ক) নায়ক খ) প্রবীণ
গ) তৈল ঘ) জলধি
উত্তর: (ক)।
২০. ‘লাজুক’ কোন ধরনের শব্দ?
ক) মৌলিক শব্দ খ) রূঢ়ি শব্দ
গ) যৌগিক শব্দ ঘ) যোগরূঢ় শব্দ
উত্তর: (গ)।
২১. যৌগিক স্তরের প্রয়োগ ঘটেছে নিচের কোন শব্দে?
ক) টিয়া খ) ঈগল
গ) ময়না ঘ) কাকাতুয়া
উত্তর: (ঘ)।
২২. ‘দৌহিত্র’ কোন শ্রেণির শব্দ? অথবা অর্থানুসারে ‘দৌহিত্র’ কোন শ্রেণির শব্দ?
ক) রূঢ়ি শব্দ খ) যৌগিক শব্দ
গ) যোগরূঢ় শব্দ ঘ) বিদেশি শব্দ
উত্তর: (গ)।
২৩. ‘দৌহিত্র’ অর্থ কী?
ক) দুই বন্ধু খ) দুজনের হিতকর্ম
গ) কন্যার পুত্র ঘ) ছেলের পুত্র
উত্তর: (গ)।
২৪. ব্যুৎপত্তিগত অর্থের সঙ্গে ব্যাবহারিক অর্থের কোনো মিল থাকে না কোন প্রকার শব্দে?
ক) যৌগিক খ) যোগরূঢ়
গ) রূঢ়ি ঘ) নবসৃষ্ট
উত্তর: (গ)।
২৫. যৌগিক শব্দ নয় কোনটি?
ক) দৌহিত্র খ) বাবুয়ানা
গ) কর্তব্য ঘ) রাজপুত্র
উত্তর: (ঘ)।
২৬. ‘ভাগিনেয়’ কোন প্রকার শব্দের উদাহরণ?
ক) মৌলিক খ) যৌগিক
গ) রূঢ়ি ঘ) যোগরূঢ়
উত্তর: (খ)।
২৭. যৌগিক শব্দ কোনটি?
ক) নায়ক খ) প্রবীণ
গ) তৈল ঘ) জলধি
উত্তর: (ক)।
২৮. যে শব্দ প্রত্যয় বা উপসর্গ যোগে মূল শব্দের অর্থের অনুগামী না হয়ে অন্য কোন বিশিষ্ট অর্থ নির্দেশ করে তাকে বলে-
ক) যৌগিক শব্দ খ) রূঢ়ি শব্দ
গ) যোগরূঢ় শব্দ ঘ) মৌলিক শব্দ
উত্তর: (খ)।
২৯. কোনটি রূঢ়ি শব্দ?
ক) বাঁশি খ) দৌহিত্র
গ) জলধি ঘ) গায়ক
উত্তর: (ক) বাঁশি।
৩০. ‘বাঁশি’ কোন ধরনের শব্দ?
ক) রূঢ়ি শব্দ খ) যোগরূঢ় শব্দ
গ) যৌগিক শব্দ ঘ) পারিভাষিক শব্দ
উত্তর: (ক)।
৩১. ‘সন্দেশ’ শব্দটির প্রকৃতি ও প্রত্যয়গত অর্থ কী?
ক) সুন্দর দেশ খ) সুস্বাদু খাবার
গ) সংবাদ ঘ) মিষ্টান্ন
উত্তর: (গ)।
৩২. রূঢ়ি শব্দ হিসেবে ‘প্রবীণ’ কী অর্থ প্রকাশ করে?
ক) অভিজ্ঞতাসম্পন্ন বয়স্ক ব্যাক্তি খ) বীণা বাদ্যকার
গ) যিনি নবীন নন ঘ) প্রকৃষ্টরূপে বীণা বাজাতে পারেন যিনি
উত্তর: (ক)।
৩৩. ‘প্রবীণ’ কোন প্রকার শব্দ?
ক) রূঢ়ি খ) যোগরূঢ়ি
গ) মৌলিক ঘ) যৌগিক
উত্তর: (ক)।
৩৪. কোন রূঢ়ি শব্দটি উপসর্গ যোগে গঠিত হয়েছে?
ক) বাঁশি খ) তৈল
গ) পাঞ্জাবি ঘ) প্রবীণ
উত্তর: (খ)।
৩৫ . অর্থানুসারে ‘সন্দেশ’ কোন শ্রেণির শব্দ? অথবা মিষ্টান্ন অর্থে ‘সন্দেশ’ কোন শ্রেণির শব্দ?
ক) যৌগিক খ) রূঢ়ি
গ) দেশি ঘ) যোগরূঢ়
উত্তর: (খ)।