ড. মোহাম্মদ আমীন
১. বাংলা সাহিত্যের প্রথম সচিত্র বাংলা বই
১৮১৬ খ্রিষ্টাব্দে প্রকাশিত ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ বাংলা সাহিত্যের প্রথম সচিত্র বাংলা বই। বইটিতে ৬টি ছবি ছিল। এর অলংকরণে ছিলেন রূপচাঁদ রায়।
২. অরণ্য নিয়ে লেখা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস (বিসিএস)
অরণ্য নিয়ে লেখা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ‘আরণ্যক’।উপন্যাসটি পড়লে মনে হয়, অরণ্যে বিচরণ করছি সুবোধ লাতপাতা আর গাছগাছালির সঙ্গে— পাখির কূজন-ভরা ঈর্ষাহীন পশুদের অবাধ ঝুরির রাজ্যে।
৩. ইংরেজি হতে অনূদিত প্রথম নাটক কোনটি? (বিসিএস)
শেক্সপিয়রের মার্চেন্ট অব ভেনিস অবলম্বনে রচিত এবং ১৮৫২ খ্রিষ্টাব্দে প্রকাশিত হরশচন্দ্র ঘোষের ‘ভানুমতি চিত্তবিলাস’ ইংরেজি হতে বাংলা ভাষায় অনূদিত প্রথম নাটক।
৪. নওয়াব উপাধি প্রাপ্ত প্রথম মুসলিম মহিলা সাহিত্যিক
সারা বাংলাদেশে নওয়াব ফয়জুন্নেসাই (১৮৫৮-১৯০৩ খ্রিষ্টাব্দ) একমাত্র মহিলা যিনি নওয়াব খেতাবে ভূষিত হয়েছিলেন। ১৮৭৬ খ্রিষ্টাব্দে প্রকাশিত ’রূপজালাল’ নামক আত্মজীবনী তাঁর একমাত্র গ্রন্থ।
৫. স্বাধীন বাংলাদেশে প্রকাশিত প্রথম গ্রন্থ (বিসিএস)
আহমদ ছফার প্রথম গ্রন্থ একটি উপন্যাস, নাম ‘সূর্য তুমি সাথী’। প্রকাশিত হয় ১৯৬৭ খ্রিষ্টাব্দে। স্বাধীন বাংলাদেশে প্রকাশিত প্রথম গ্রন্থের লেখক আহমদ ছফা। এটি একটি প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধটির নাম ‘জাগ্রত বাংলাদেশ, প্রকাশকাল- ১৯৭২ (মতান্তরে ১৯৭১)। প্রকাশক মুক্তধারা।
৬. বাংলা ভাষার প্রথম ভ্রমণ কাহিনি (বিসিএস)
ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় (১৭৮৭- ১৮৪৮ খ্রিষ্টাব্দ ) রচিত শ্রী শ্রী গয়াতীর্থ বিস্তার (১৮৩১ খ্রিষ্টাব্দ ) বাংলা ভাষায় রচিত প্রথমপূর্ণাঙ্গ ভ্রমণ কাহিনি। ১৮৪৪ খ্রিষ্টাব্দে প্রকাশিত তাঁর পুরুষোত্তম চন্দ্রিকা গ্রন্থটিও ভ্রমণ কাহিনি। এটা বাংলা বাংলা ভাষায় রচিত ২য় ভ্রমণ কাহিনি। সঞ্জীব চট্টোপাধ্যায়ের পালামৌ বাংলা সাহিত্যের প্রথম সার্থক ভ্রমণ কাহিনি হিসেবে স্বীকৃত।
৭. বাংলায় গোয়েন্দা গল্প রচনার পথিকৃৎ (বিসিএস)
পুলিশ অফিসার প্রিয়নাথ মুখোপাধ্যায় (১৮৫৫-১৯০৭) বাংলা সাহিত্যের ‘গোয়েন্দা গল্প রচনার’ পথিকৃৎ।
৮. বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস (বিসিএস)
প্রাচীন ও আধুনিক কালের বাংলা সাহিত্যের প্রথম ইতিহাসের রচয়িতা পণ্ডিত রামগতি ন্যায়রত্ন। ১৮৭৩ খ্রিষ্টাব্দে রামগতি ন্যায়রত্ন রচিত ‘বাঙ্গালা ভাষা ও বাঙ্গালা সাহিত্যবিষয়ক প্রস্তাব’ বাংলা সাহিত্যের বিবরণ ও ভাষা সর্ম্পকিত প্রথম ইতিহাসবিষয়ক প্রবন্ধ।
৯. মুসলমানদের জন্য প্রথম স্বতন্ত্র বালিকা বিদ্যালয় (বিসিএস)
১৮৭৩ খ্রিষ্টাব্দে নবাব ফয়েজুন্নেসা চৌধুরানী কুমিল্লা বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে মুসলমানদের জন্য উপমহাদেশে প্রথম স্বতন্ত্র বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন।
সূত্র: বাংলা সাহিত্যের প্রথম ও প্রধান, ড. মোহাম্মদ আমীন।
প্রয়োজনীয় লিংক:
——————————————–