ইংরেজি নববর্ষ এবং মিথ্যাভাষ
ড. মোহাম্মদ আমীন
বর্ষ কোনো ভাষা নয়, সময় পরিমাপের একক। লেখা হয়েছে— “ইংরেজী নববর্ষের শুভেচ্ছা”— প্রথম কথা হচ্ছে ‘ইংরেজী’ নয়, ইংরেজি। যাক—ভুল হতে পারে। আবার অনেকে লিখেছেন, ‘‘ইংরেজি নববর্ষ ”, অথচ একটা ইংরেজি বর্ণও নেই। অধিকন্তু, বছরটাও ইংরেজি নয়, কেননা বছর কোনো ভাষা নয়— এটি একটি সময়-পরিমাপক একক। বছরের প্রথম দিনটা শুরু করা হলো ভুল দিয়ে। বাংলায় লেখা ‘‘ইংরেজি নববর্ষ ২০২০” কথাগুলো কীভাবে ইংরেজি হয়? যেহেতু বাংলায় লেখা, তাই “বাংলা নববর্ষ ২০২০” লিখলে অর্থগতভাবে ভুল ধরা যেত না, যদিও উদ্দেশ্য বিবেচনায় যথার্থ হতো না। কেননা, এটি বঙ্গব্দের শুভেচ্ছা নয়। প্রকৃতপক্ষে, ‘ইংরেজি নববর্ষ’ বলতে কিছু নেই, যেমন নেই— আরবি নববর্ষ, আছে ‘হিজরি নববর্ষ’; নেই বাংলা নববর্ষ, আছে ‘বঙ্গাব্দ’।
অতএব, খ্রিষ্টাব্দ হিসেবের নতুন বছরে লিখুন, “গ্রেগরীয় নববর্ষ ২০২০”, অথবা “শুভ নববর্ষ ২০২০” বা “Happy new year 2020.” বা “হ্যাপি নিউ ইয়ার, ২০২০”। খ্রিষ্টীয় নববর্ষ’ও বলা যায়। প্রসঙ্গত, গ্রেগরীয় বর্ষপঞ্জী, গ্রেগোরিয়ান বর্ষপঞ্জী, পাশ্চাত্য বর্ষপঞ্জী, ইংরেজি বর্ষপঞ্জি বা খ্রিষ্টাব্দ প্রভৃতি আন্তর্জাতিকভাবে প্রায় সর্বত্র স্বীকৃত বর্ষপঞ্জী।১৫৮২ খ্রিষ্টাব্দের ২৪ শে ফেব্রুয়ারি পোপ ত্রয়োদশ গ্রোগোরির আদেশানুসারে এই বর্ষপঞ্জীর প্রচলন ঘটে।
শুবাচি Hasan Mir এর যযাতি
রেডিও – টিভিতে সদ্য শোনা কয়েকটি শব্দ :
১. জলরাশি উচ্চারণ জল্ রাশি নয়, জলোরাশি। যেমন – জলোমগনো ( জলমগ্ন)।
২. একজন উপস্থাপক কয়েকবারই ‘ অন্য ‘ উচ্চারণ করলেন – অননো । অন্ন আর অন্য দুটি ভিন্ন শব্দ, অর্থ এবং উচ্চারণ আলাদা। অন্য উচ্চারণ – ওননো, আর অন্ন হচ্ছে অননো।
৩. লক্ষ্য উচ্চারণ – লোকখো , লকখো নয়।
৪. পাঠক পড়লেন – নববর্ষের সার্বজনীন উৎসব। এখানে উৎসবটি হবে সর্বজনীন, সার্বজনীন নয়। সর্বজনীন অর্থ সকলের জন্যে বা বারোয়ারি, আর সার্বজনীন অর্থ সকলের মধ্যে।
৫. পয়লা বৈশাখের খবর পড়তে গিয়ে পাঠক একবার বললেন নববর্ষ পালন, আরেকবার উদযাপন । নববর্ষ যেহেতু উৎসবের উপলক্ষ, তাই উদযাপন।
৬. একজন বক্তা — আমাদের সাংস্কৃতির ওপর আঘাত… । আঘাত সংস্কৃতির ওপর, সাংস্কৃতির ওপর নয়।
৭. রেডিওর উপস্থাপক – নতুন নববর্ষকে স্বাগত… । বাহুল্য ‘ নতুন ‘ ।
৮. কর্তৃপক্ষের কাছে ‘ জবাবদিহিতা ‘ চাই.. । জবাবদিহিতা ভুল শব্দ, জবাবদিহি।
৯. আমাদের সংস্কৃতির বৈশিষ্ট্যতা বজায় রাখতে হবে … । বৈশিষ্ট্যতা ভুল শব্দ, বৈশিষ্ট্য ।
—————
একনজরে বাংলা বর্ণমালা : পরিসংখ্যান : ইতিবৃত্ত
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন
পঙ্ক্তির শেষে শব্দ ভাঙার নিয়ম