শ্বশুরের নিচে আছে শাশুড়ির নেই

শ্বশুর শাশুড়ি :
‘শ্বশুর’ ও ‘শাশুড়ি’ নিয়ে, দুঃখিত ওদের বানান নিয়ে আমার মতো ঝামেলায় কেউ পড়েছেন কি না জানি না। এই ঝামেলা থেকে মুক্তির একটা সহজ সূত্র আছে।
অশ্বের ‘শ্ব’ এবং ‘শিশুর’ শুর মিলে হয় শ্বশুর। মনে মনে বলুন, শ্বশুর অশ্ব শিশুর মালিক। তাহলে একটা চৌকশ শ্বশুর পেয়ে যাবেন।
‘শাশুড়ি’ বানান লিখতে গেলে প্রথমে ‘শাল’ এর কথা মনে করবেন। তারপর, ‘শাল’ এর ‘শা’ ‍এর পাশে শুয়ে মুড়ি (আবরণ) শব্দের ‘শু’ ও ‘ড়’ বসিয়ে দিন। একটা নিখুঁত শাশুড়ি পেয়ে যাবেন।
১.শ্বশুর (শ্ব+ শুর) = অশ্ব শিশুর মালিক।
২.শাশুড়ি( শা +শু+ড়ি) = শালে শুয়ে মুড়ি।
অনেকে বলেন, শ্বশুরের নিচে আছে (ব), শাশুড়ির নিচে নেই।

পড়া পরা

 

Language
error: Content is protected !!