শ্রীলংকার জাতীয় সংগীতের রচয়িতা কি রবীন্দ্রনাথ না অন্য কেউ

 
শ্রীলংকার প্রথিতযশা সংগীতজ্ঞ আনন্দ সামারাকুন (Egodahage George Wilfred Alwis Samarakoon) শ্রীলংকার জাতীয় সংগীত শ্রীলংকা মাতা শিরোনামের গানটির রচয়িতা। তাঁর রচিত মূল গানটির প্রথম কলি ছিল: নমো নমো মাতা।ধর্মে তিনি ছিলেন খ্রিষ্টান।কেউ কেউ মনে করেন, রবীন্দ্রনাথ ঠাকুর গানটির সুরকার এবং আনন্দ সামারাকুন রচয়িতা।

অনেকের অভিমত, শ্রীলংকার জাতীয় সংগীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। তবে ভারতীয় ইতিহাসবেত্তা লিপি ঘোষ এবং

সামারাকুন

শ্রীলংকার ইতিহাসবেত্তা সন্দাগমি কোপারহেবা (Sandagomi Coperahewa) এই অভিমত সরাসরি বাতিল করে দিয়েছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সব গান ও কবিতা তাঁর নামে গ্রন্থভুক্ত হলেও এই গানটি কোথাও তাঁর নামে গ্রন্থভুক্ত নেই। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও কখনো গানটি তাঁর লেখা দাবি করেননি। অধিকন্তু, তাঁর পক্ষেও বিশ্বস্ত কেউ কখনো গানটি রবীন্দ্রনাথের লেখা দাবি করেননি। অতএব, শ্রীলংকার জাতীয় সংগীত রবীন্দ্রনাথের লেখা নয়। এটি রবীন্দ্রনাথের ছাত্র আনন্দ সামারাকুনের লেখা। 

তবে সামারাকুন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের ছাত্র ছিলেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রেরণায় গানটি লিখেছেন। অধ্যয়ন শেষে শ্রীলঙ্কা ফিরে যাবার পর তিনি মাহিন্দা কলেজে গান শেখাতেন। মাহিন্দা কলেজের শিক্ষার্থীরা প্রথম নমো নমো মাতা গানটি পরিবেশন করেন। পরে মিউসেস কলেজের গায়ক দল গানটি পরিবেশন করলে তা শ্রীলংকায় প্রবল জনপ্রিয়তা পেয়ে যায়।
১৯৪৮ খ্রিষ্টাব্দের ৪ঠা ফেব্রুয়ারি শ্রীলংকা ব্রিটেনের নিকট থেকে স্বাধীনতা লাভ করে। তবে ১৯৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত জাতীয় সংগীত হিসেবে ব্রিটেনের জাতীয় সংগীত গাওয়া হয়েছে।১৯৫০ খ্রিষ্টাব্দে শ্রীলংকার অর্থমন্ত্রী জে.আর জয়াবর্ধনে আনন্দ সামারাকুনের নমো নমো মাতা, সু্ন্দর শ্রীবারনি গানটি শ্রীলংকার জাতীয় সংগীত করার আবেদন করেন। তৎপরিপ্রেক্ষিতে শ্রীলঙ্কা সরকারের গৃহ ও গ্রামোন্নয়ন মন্ত্রী এডুইন বিজয়রত্নের সভাপতিত্বে গঠিত জাতীয় সংগীত প্রণয়ন কমিটি নমো নমো মাতা গানটি জাতীয় সংগীত হিসেবে গ্রহণের প্রস্তাব করে।
তবে কমিটি সামারাকুনের অনুমতি নিয়ে গানটির দশম পঙ্‌ক্তিতে কিছু পরিবর্তন আনে। ১৯৫১ খ্রিষ্টাব্দের ২২শে নভেম্বর সরকার গানটিকে শ্রীলঙ্কার জাতীয় সংগীত ঘোষণা করে। ১৯৫২ খ্রিষ্টাব্দে এম. নল্লথম্বি গানটি তামিল ভাষায় অনুবাদ করেন।১৯৫২ খ্রিষ্টাব্দে শ্রীলঙ্কার স্বাধীনতা দিবসে গানটি প্রথম আনুষ্ঠানিকভাবে গাওয়া হয়।
 

৯৫৭ খ্রিষ্টাব্দের দিকে গানটির প্রথম লাইন নমো নমো মাতা প্রবল বিতর্ক শুরু হয়।ইতোমধ্যে শ্রীলংকার দুই প্রধানমন্ত্রী মারা গেলে অনেকে দাবি করেন যে, গানটির ‘নমো নমো মাতা’ কথাটিই এমন দুর্ভাগ্যের কারণ। কুসংস্কারের কারণে সৃষ্ট জনদাবির পরিপ্রেক্ষিতে সরকার ১৯৬১ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে আনন্দ সামারাকুনের প্রবল বিরোধিতা সত্ত্বেও গানটির প্রথম লাইন

ড. মোহাম্মদ আমীন

পরিবর্তন করে নম নম মাতা সু্ন্দর শ্রীবারনি-এর স্থলে “শ্রীলংকা মাতা, আপা শ্রীলংকা নমো নমো নমো নমো মাতা” কথায় পরিবর্তন করেন। নিজের গানের এমন ক্ষতি সহ্য করতে না পেরে আনন্দ সামারাকুন ১৯৬২ খ্রিষ্টাব্দের ২রা এপ্রিল আত্মহত্যা করেন।

১৯৭৪ খ্রিষ্টাব্দে দ্বিতীয় প্রজাতন্ত্রী সংবিধান শ্রীলংকা মাতা গানটিকে সাংবিধানিকভাবে জাতীয় সংগীত হিসেবে স্বীকৃতি প্রদান করে। নিচে গানটির বাংলা লিপ্যন্তর দেওয়া হলো:
শ্ৰীলংকা মাতা
অপ শ্ৰী – – – লংকা নম, নম, নম, নম মাতা!
সুন্দর সিরি বারিনি
সুরন্দি অতি শোভমান লংকা
ধান্য ধনয় নেকা মল পল তুরু পিরি
জয় ভূমিয় রমাইয়া
অপ হত সপ শীরী সেথ সাধনা
জীবনয়ে মাতা
পিলিগনু মেনা অপ ভক্তি পুজা
নমো, নমো মাতা
অপ শ্ৰী—লংকা নমো, নমো, নমো, নমো মাতা!
 
ওবাবে অপ বিদ্যা, ওবাময় অপ সত্যা
ওবাবে অপ শক্তি, অপ হদা থুল ভক্তি
অবা অপ আলকে, ওপগে অনুপ্ৰাণে
অবা অপ জীবন বে, অপ মুক্তিয় ওবা বে
নব জীবন দেমিনে
নিতিন অপ পুবুদু করণ, মাতা
জ্ঞান বীর্য বডওমিনা রেগেনে
য়নু মেনা জয় ভূমি কর
এক মওকুগে দরু কলা ববিনা,
য়মু য়মু বি নপমা
প্ৰেম বডা সম ভেদ দুরর দা
নমো, নমো মাতা
অপ শ্ৰী — লংকা নমো, নমো, নমো, নমো মাতা!
—————————————————————————-
সূত্র: Sri Lanka, The World Fact Book.
Alexander, J. P. (২০১৪), Decisive Battles, Strategic Leaders, Partridge Publishing, page 188। আইএসবিএন 978-1-4828-1805-5.
Wickramasinghe, Nira (2003); Dressing the Colonised Body: Politics, Clothing, and Identity in Sri Lanka; Orient Longman; page 26.
Kasturi, Charu Sudan (12th Sept.); “Fact check stress on PM Tagore claim No evidence to suggest that bard penned or composed song, says professor, The Telegraph।
The quest for the right song, The Sunday Times (Sri Lanka).
Saparamadu, Sumana (30th Janu, 2011); The origin of our National Anthem; Sunday Observer (Sri Lanka).
Language
error: Content is protected !!