ড. মোহাম্মদ আমীন
সংক্ষেপ সংক্ষিপ্ত সংক্ষেপণ সংক্ষেপকরণ সংক্ষেপিত
সংযোগ: https://draminbd.com/সংক্ষেপ-সংক্ষিপ্ত-সংক্ষে/
সংক্ষেপ: তৎসম/সংস্কৃত সংক্ষেপ (সম্+ √ক্ষিপ্+অ) অর্থ বিশেষ্য— (১) বাহুল্যবর্জিত রূপ, (২) সংকোচন, (৩) সংক্ষিপ্ত বর্ণনা। উচ্চারণ: সংখেপ্।
প্রয়োগ: সংক্ষেপে তোমার কাহিনিটি শুনতে চাই। প্রবন্ধটি সংক্ষেপ কর।
সংক্ষিপ্ত: তৎসম/সংস্কৃত সংক্ষেপ (সম্+ √ক্ষিপ্+ত) অর্থ (বিশেষণে)— সংক্ষেপ করা হয়েছে এমন, হ্রাস করা হয়েছে এমন, বাহুল্যবর্জিত রূপ প্রদান করা হয়েছে এমন। উচ্চারণ— সংখিপ্তো।
প্রয়োগ: এই লেখাটি ওই লেখাটির সংক্ষিপ্ত রূপ। প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দিতে বলা হয়েছে।
সংক্ষেপণ: তৎসম/সংস্কৃত সংক্ষেপ (সম্+ √ক্ষিপ্+অন) অর্থ বিশেষ্য— সংক্ষেপকরণ, সংকোচন। উচ্চারণ— সংখেপন্।
প্রয়োগ: তোমার সংক্ষেপণ পদ্ধতি মানসম্মত নয়। সংক্ষেপণ অতি জটিল একটি কাজ।
সংক্ষেপত: তৎসম/সংস্কৃত সংক্ষেপ (সংক্ষেপ + তস) অর্থ ক্রিয়াবিশেষণে— (১) সংক্ষেপে, অল্পকথায়, (২) সংকুচিতভাবে। উচ্চারণ— শংখেপ্তো।
প্রয়োগ: সংক্ষেপত বলতে চাই, কোনো দেশদ্রোহীকে ক্ষমা করা হবে না।
সংক্ষেপিত: তৎসম/সংস্কৃত সংক্ষেপ (সম্+ √ক্ষিপ্+ণিচ+ত) অর্থ বিশেষণে— সংক্ষিপ্ত বা ছোটো করা হয়েছে এমন। উচ্চারণ— শংখেপিতো।
প্রয়োগ: সংক্ষেপিত গল্পটি পড়ে পুরো গল্পটি পড়ার স্বাদ তীব্র হয়ে উঠল।
শুবাচ গ্রুপের সংযোগ: www.draminbd.com
শুবাচ যযাতি/পোস্ট সংযোগ: http://subachbd.com/