বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি। নিচে এই বিশটি উপসর্গের তালিকা দেওয়া হলো:
ক্রম | উপসর্গ | ব্যবহৃত অর্থসমূহ | গঠিত শব্দ | মন্তব্য |
---|---|---|---|---|
১ | প্র | প্রকৃষ্ট/ সম্যক | প্রভাব, প্রশাসন প্রচলন, প্রস্ফুটিত, প্রমুগ্ধ, প্রমুখ | |
খ্যাতি | প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব, প্রতিপত্তি, | |||
আধিক্য | প্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার, প্রচণ্ড | |||
গতি | প্রবেশ, প্রস্থান, প্রগতি | |||
ধারা-পরম্পরা বা অনুগামিত | প্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য, প্রপৌত্রী | |||
২ | পরা | আতিশয্য | পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ, পরাক্রম | |
বিপরীত | পরাজয়, পরাভব, পরাস্থ। | |||
৩ | অপ | বিপরীত | অপমান, অপকার, অপচয়, অপবাদ | |
নিকৃষ্ট | অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ, অপব্যয় | |||
স্থানান্তর | অপসারণ, অপহরণ, অপনোদন | |||
বিকৃতি | অপমৃত্যু, অপকার। | |||
৪ | সম্ | সম্যক রূপে | সম্পূর্ণ, সমৃদ্ধ, সমাদর | |
সম্মুখে | সমাগত, সম্মুখ | |||
৫ | নি | নিষেধ | নিবৃত্তি, নিষিদ্ধ, নির্লজ্জ। | |
নিশ্চয় | নিবারণ, নির্ণয় | |||
আতিশয্য | নিদাঘ, নিদারুণ, নিগূঢ় | |||
অভাব | নিষ্কলুষ, নিষ্কাম | |||
৬ | অব | হীনতা, প্রতিকূল | অবজ্ঞা, অবমাননা | |
সম্যকভাবে | অবরোধ, অবগাহন, অবগত | |||
নিম্নে, অধোমুখিতা | অবতরণ, অবরোহণ, অবলম্বন | |||
অল্পতা | অবশেষে, অবসান, অবেলা | |||
৭ | অনু | পশ্চাৎ | অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুচর, অনুতাপ, অনুকরণ | |
সাদৃশ্য | অনুবাদ, অনুরূপ, অনুকার | |||
পৌনঃপুন | অনুক্ষণ, অনুদিন, অনুশীলন | |||
সঙ্গে | অনুকূল, অনুকম্পা | |||
৮ | নির | অভাব | নিরক্ষর, নিরব, নির্জীব, নিরহঙ্কার, নিরাশ্রয়, নির্ধন | |
নিশ্চয় | নির্ধারণ, নির্ণয়, নির্ভর | |||
বাহির, বহির্মুখিতা | নির্গত, নিঃসরণ, নির্বাসন | |||
৯ | দুর | মন্দ | দুর্ভাগ্য, দুর্দশা, দুর্নাম | |
কষ্টসাধ্য | দুর্লভ, দুর্গম, দুরতিক্রম্য, দুর্মূল্য | |||
১০ | বি | বিশেষ রূপে | বিধৃত, বিশুদ্ধ, বিজ্ঞান, বিবস্ত্র, বিশুষ্ক | |
অভাব | বিনিদ্র,বিবর্ণ, বিশৃঙ্খল, বিফল | |||
গতি | বিচরণ, বিক্ষেপ | |||
অপ্রকৃতস্থ | বিকার, বিপর্যয় | |||
১১ | সু | উত্তম | সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল | |
সহজ | সুগম, সুসাধ্য, সুলভ | |||
আতিশয্য | সুচতুর, সুকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ | |||
১২ | উৎ | ঊর্ধ্বমুখিতা | উদ্যম, উন্নতি, উৎক্ষিপ্ত, উদগ্রীব, উত্তোলন | |
আতিশয্য | উচ্ছেদ, উত্তপ্ত, উৎফুল্ল, উৎসুক, উৎপীড়ন | |||
প্রস্তুতি | উৎপাদন, উচ্চারণ | |||
অপকর্ষ | উৎকোচ, উচ্ছৃঙ্খল, উৎকট | |||
১৩ | অধি | আধিপত্য | অধিকার, অধিপতি, অধিবাসী | |
উপরি | অধিরোহণ, অধিষ্ঠান | |||
ব্যাপ্তি | অধিকার, অধিবাস, অধিগত | |||
১৪ | পরি | বিশেষ রূপে | পরিপক্ব, পরিপূর্ণ, পরিবর্তন | |
শেষ | পরিশেষ, পরিসীমা | |||
সম্যক রূপে | পরিশ্রান্ত, পরীক্ষা, পরিমাণ | |||
চতুর্দিক | পরিভ্রমণ, পরিমণ্ডল, পরিক্রমণ | |||
১৫ | প্রতি | সদৃশ | প্রতিমূর্তি, প্রতিধ্বনি | |
বিরোধ | প্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী | |||
পৌনঃপুন | প্রতিদিন, প্রতিমাস | |||
অনুরূপ কাজ | প্রতিঘাত, প্রতিদান, প্রত্যুপকার | |||
১৬ | উপ | সামীপ্য অর্থে | উপকূল, উপকণ্ঠ | |
সদৃশ | উপদ্বীপ, উপবন | |||
ক্ষুদ্র | উপগ্রহ, উপসাগর, উপনেতা | |||
বিশেষ | উপনয়ন (পৈতা), উপভোগ | |||
১৭ | অভি | সম্যক | অভিব্যক্তি, অভিজ্ঞ, অভিভূত | |
গমন | অভিযান, অভিসার | |||
সম্মুখ বা দিক | অভিমুখ, অভিবাদন | |||
১৮ | অতি | আতিশয্য | অতিকায়, অত্যাচার, অতিশয় | |
অতিক্রম | অতিমানব, অতিপ্রাকৃত | |||
১৯ | আ | পর্যন্ত | আকণ্য, আমরণ, আসমুদ্র | |
ঈষৎ | আরক্ত, আভাস | |||
বিপরীত | আদান, আগমন | |||
২০ | অপি | যদি | অপিচ (যদিও) (প্রাচীন বাংলা), অপিনিহিতি |
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ