সংস্কৃত উপসর্গ

বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত উপসর্গ বিশটি। নিচে এই বিশটি উপসর্গের তালিকা দেওয়া হলো: 

ক্রম উপসর্গ ব্যবহৃত অর্থসমূহ গঠিত শব্দ মন্তব্য
প্র প্রকৃষ্ট/ সম্যক প্রভাব, প্রশাসন প্রচলন, প্রস্ফুটিত, প্রমুগ্ধ, প্রমুখ
খ্যাতি প্রসিদ্ধ, প্রতাপ, প্রভাব, প্রতিপত্তি, 
আধিক্য প্রগাঢ়, প্রচার, প্রবল, প্রসার, প্রচণ্ড
গতি প্রবেশ, প্রস্থান, প্রগতি
ধারা-পরম্পরা বা অনুগামিত প্রপৌত্র, প্রশাখা, প্রশিষ্য, প্রপৌত্রী
পরা আতিশয্য পরাকাষ্ঠা, পরাক্রান্ত, পরায়ণ, পরাক্রম
বিপরীত পরাজয়, পরাভব, পরাস্থ।
অপ বিপরীত অপমান, অপকার, অপচয়, অপবাদ
নিকৃষ্ট অপসংস্কৃতি, অপকর্ম, অপসৃষ্টি, অপযশ, অপব্যয়
স্থানান্তর অপসারণ, অপহরণ, অপনোদন
বিকৃতি অপমৃত্যু, অপকার।
সম্ সম্যক রূপে সম্পূর্ণ, সমৃদ্ধ, সমাদর
সম্মুখে সমাগত, সম্মুখ
নি নিষেধ নিবৃত্তি, নিষিদ্ধ, নির্লজ্জ।
নিশ্চয় নিবারণ, নির্ণয়
আতিশয্য নিদাঘ, নিদারুণ, নিগূঢ়
অভাব নিষ্কলুষ, নিষ্কাম
অব হীনতা, প্রতিকূল অবজ্ঞা, অবমাননা
সম্যকভাবে অবরোধ, অবগাহন, অবগত
নিম্নে, অধোমুখিতা অবতরণ, অবরোহণ, অবলম্বন
অল্পতা অবশেষে, অবসান, অবেলা
অনু পশ্চাৎ অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুচর, অনুতাপ, অনুকরণ
সাদৃশ্য অনুবাদ, অনুরূপ, অনুকার
পৌনঃপুন অনুক্ষণ, অনুদিন, অনুশীলন
সঙ্গে অনুকূল, অনুকম্পা
নির অভাব নিরক্ষর, নিরব, নির্জীব, নিরহঙ্কার, নিরাশ্রয়, নির্ধন
নিশ্চয় নির্ধারণ, নির্ণয়, নির্ভর
বাহির, বহির্মুখিতা নির্গত, নিঃসরণ, নির্বাসন
দুর মন্দ দুর্ভাগ্য, দুর্দশা, দুর্নাম
কষ্টসাধ্য দুর্লভ, দুর্গম, দুরতিক্রম্য, দুর্মূল্য
১০ বি বিশেষ রূপে বিধৃত, বিশুদ্ধ, বিজ্ঞান, বিবস্ত্র, বিশুষ্ক
অভাব বিনিদ্র,বিবর্ণ, বিশৃঙ্খল, বিফল
গতি বিচরণ, বিক্ষেপ
অপ্রকৃতস্থ বিকার, বিপর্যয়
১১ সু উত্তম সুকণ্ঠ, সুকৃতি, সুচরিত্র, সুপ্রিয়, সুনীল
সহজ সুগম, সুসাধ্য, সুলভ
আতিশয্য সুচতুর, সুকঠিন, সুধীর, সুনিপুণ, সুতীক্ষ্ণ
১২ উৎ ঊর্ধ্বমুখিতা উদ্যম, উন্নতি, উৎক্ষিপ্ত, উদগ্রীব, উত্তোলন
আতিশয্য উচ্ছেদ, উত্তপ্ত, উৎফুল্ল, উৎসুক, উৎপীড়ন
প্রস্তুতি উৎপাদন, উচ্চারণ
অপকর্ষ উৎকোচ, উচ্ছৃঙ্খল, উৎকট
১৩ অধি আধিপত্য অধিকার, অধিপতি, অধিবাসী
উপরি অধিরোহণ, অধিষ্ঠান
ব্যাপ্তি অধিকার, অধিবাস, অধিগত
১৪ পরি বিশেষ রূপে পরিপক্ব, পরিপূর্ণ, পরিবর্তন
শেষ পরিশেষ, পরিসীমা
সম্যক রূপে পরিশ্রান্ত, পরীক্ষা, পরিমাণ
চতুর্দিক পরিভ্রমণ, পরিমণ্ডল, পরিক্রমণ
১৫ প্রতি সদৃশ প্রতিমূর্তি, প্রতিধ্বনি
বিরোধ প্রতিবাদ, প্রতিদ্বন্দ্বী
পৌনঃপুন প্রতিদিন, প্রতিমাস
অনুরূপ কাজ প্রতিঘাত, প্রতিদান, প্রত্যুপকার
১৬ উপ সামীপ্য অর্থে উপকূল, উপকণ্ঠ
সদৃশ উপদ্বীপ, উপবন
ক্ষুদ্র উপগ্রহ, উপসাগর, উপনেতা
বিশেষ উপনয়ন (পৈতা), উপভোগ
১৭ অভি সম্যক অভিব্যক্তি, অভিজ্ঞ, অভিভূত
গমন অভিযান, অভিসার
সম্মুখ বা দিক অভিমুখ, অভিবাদন
১৮ অতি আতিশয্য অতিকায়, অত্যাচার, অতিশয়
অতিক্রম অতিমানব, অতিপ্রাকৃত
১৯ পর্যন্ত আকণ্য, আমরণ, আসমুদ্র
ঈষৎ আরক্ত, আভাস
বিপরীত আদান, আগমন
২০ অপি যদি অপিচ (যদিও) (প্রাচীন বাংলা), অপিনিহিতি

All Link

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র : পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

Language
error: Content is protected !!