সংস্কৃত সর্বনাম
এমডি রিদওয়ানুল্লাহ
☞ মম নাম সুবোধঃ।
➤ আমার নাম সুবোধ।
☞ অহম্ একঃ ছাত্রঃ।
➤ আমি এক ছাত্র।
☞ অত্র কতি জনাঃ আগচ্ছন্তি।
➤ এখানে কে একজন আসছে।
☞ কিম্ তব নাম?
➤ তোমার নাম কী?
☞ বিমলঃ মে নামঃ।
➤ আমার নাম বিমল।
☞ কঃ অয়ং পুরুষ?
➤ কে এই পুরুষ?
☞ সঃ মম ভ্রাতা।
➤ সে আমার ভাই।
☞ কিম্ তব ভ্রাতুঃ নাম?
➤ তোমার ভাইয়ের নাম কী?
☞ মম ভ্রাতুঃ নাম কমলঃ।
➤ আমার ভাইয়ের নাম কমল।
☞ কঃ তব ভ্রাতা?
➤ তোমার ভাই কী করেন?
☞ মম ভ্রাতা ছাত্রঃ।
➤ আমার ভাই ছাত্র।
☞ সঃ বিদ্যালয়ং যাতি।
➤ সে বিদ্যালয়ে যাচ্ছে।
☞ কা দুয়ং বালিকা?
➤ এই দুই বালিকা কে?
☞ সা মম সহোদরা।
➤ সে আমার বোন। *
☞ কিম্ তে নাম?
➤ তোমার নাম কী?
☞ সরলা তস্যাঃ নাম।
➤ তার নাম সরলা।
☞ সা কিম্ করোতি?
➤ সে কী করে?
☞ সা গায়তি।
➤ সে গান গায়।
☞ যুয়ম্ কুত্র গচ্ছয়?
➤ তারা কোথায় যাচ্ছে?
☞ বয়ম মাতুলালয়ম্ গচ্ছামঃ।
➤ আমরা মামার বাড়ি যাচ্ছি। *
একটিতেও ‘কী’ ছিল না; আমি দিলাম। সাধু ছিল; চলিত করেছি। কী কী সর্বনাম পেলেন?
সূত্র: Md Ridwanullah, শুদ্ধ বানান চর্চা (শুবাচ)।