ড. মোহাম্মদ আমীন
বানানে মূর্ধন্য-ষ এর স্থলে দন্ত্য-স বসার শর্তাবলিকে সত্ববিধি বলা হয়। সুতরাং, ষত্ববিধির ব্যতিক্রমও সত্ববিধির অন্তর্ভুক্ত। এরপরিধি ষত্ববিধির চেয়ে ব্যাপক। কারণ, সত্ববিধি তৎসম এবং অতৎসম উভয় শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। পাণিনির ষত্ববিধির মতো সত্ববিধিও ব্যতিক্রম দোষে দূষণীয় হতে পারে। এবার দেখুন স্বত্ববিধির নয়টি শর্ত কীভাবে প্রমিত বানানকে প্রভাবিত করে।
৫. খাঁটি বাংলা ও বিদেশি শব্দে সাধারণত মূর্ধন্য-ষ হয় না, মূর্ধন্য-ষ এর স্থলে দন্ত্য-স হয়। যেমন: ইউনিভার্সিটি, স্টার, টেস্ট, লিস্ট, জিনিস, মিসর, গ্রিস, স্টেশন, মুসাবিদা, হোস্টেল, স্লোগান, স্যান্ডেল, করোনাভাইরাস, ক্যাসিনো, গস্তবেনে, চোস্ত, মুসিবত, সনেট, প্রভৃতি। ব্যতিক্রম: খ্রিষ্ট, খ্রিষ্টান, খ্রিষ্টাব্দ, খ্রিষ্টীয়।
৬. কতগুলো সংস্কৃত শব্দে আদিকাল থেকে মূর্ধন্য-ষ ব্যবহৃত হয়ে আসছে। যা মৌলিক মূর্ধন্য-ষ বা স্বাভাবিক মূর্ধন্য-ষ নামে পরিচিত। এসব শব্দে দন্ত্য-স বর্ণের জায়গা মূর্ধন্য-ষ দখল করে নেয় বলে দন্ত্য-স বসতে পারে না। যেমন: অভিলাষ, অভিলষিত, অভিলাষী, আষাঢ়, আষাঢ়স্য, আষাঢ়ে, বাষ্প, ভাষ, ভাষক, ভাষণ, ভাষা, ভাষাচর্চা, ভাষাজ্ঞান, ভাষাতত্ত্ব, ভাষাতত্ত্বজ্ঞ, ভাষাতত্ত্ববিদ, ভাষাতাত্ত্বিক, ভাষাতীত, ভাষান্তর, ভাষান্তরিক, ভাষান্তরিত, ভাষাপ্রেমিক, ভাষাবিজ্ঞান, ভাষাভাষী, ভাষাভিত্তিক, ভাষাহারা, ভাষিক, ভাষিত, ভাষী, ভাষ্য, ভাষ্যকার, ষট্, ষণ্ড, মাষা, ষট, পাষাণ, পাষণ্ড, শ্রদ্ধাস্পদ, চষক, চষা, চষানো, চষে, পাষাণ, পাষাণভেদী, পাষাণমূর্তি, বাষট্টি, বাষ্প, বাষ্পপোত, বাষ্পযান, বাষ্পরথ, বাষ্পশকট, বাষ্পাকুল, বাষ্পীয়, শম্পা (কচি ঘাস), শষ্পাবৃত।
৭. অঃ/আঃ ধ্বনির সঙ্গে ক্, খ্, প্, ফ্, ত্ ধ্বনির সন্ধি হলে বিসর্গ দন্ত্য-স হয়ে যায়। যেমন: পুরঃ+কার= পুরস্কার, ভাঃ+কর= ভাস্কর, তিরঃ+কার= তিরস্কার, পরঃ+পর= পরস্পর, স্বতঃ+ফূর্ত= স্বতঃস্ফূর্ত, যেমন: মনঃ+ তাপ= মনস্তাপ, শিরঃ+ত্রাণ= শিরস্ত্রাণ।
৮. মহিলাদের প্রতি কয়েকটি সম্মানজ্ঞাপক সম্বোধনে ষ-এর স্থানে স বসে। যেমন: পুংলিঙ্গ কল্যাণীয়েষু, প্রিয়তমেষু, মাননীয়েষু, শ্রদ্ধাভাজনেষু, প্রিয়বরেষু, বন্ধুবরেষু স্ত্রীলিঙ্গ যথাক্রমে কল্যাণীয়াসু, প্রিয়তমাসু, মাননীয়াসু, শ্রদ্ধাভাজনাসু হয়।তবে, পদ [চরণ] শব্দটি ক্লীবলিঙ্গ, তাই ‘শ্রদ্ধাস্পদ’ [শ্রদ্ধা+আ+পদ] শব্দটি চরণকে বোঝায় বলে ক্লীবলিঙ্গ। তার স্ত্রীলিঙ্গ হয় না। তাই ‘শ্রদ্ধাস্পদা’ শব্দটি অশুদ্ধ।
৯. শব্দের বানানে অনুস্বারের পর মূর্ধন্য-ষ এর স্থলে দন্ত্য-স হয়। কারণ অনুস্বার অ-ভিন্ন কোনো স্বর ধারণ করতে পারে না। অন্যদিকে, মূর্ধন্য-ষ অ-এর পর বসে না। যেমন: অংশ, কংস, ধ্বংস, অবতংস, হিংসা, কংস, বিতংস, জিঘাংসা, মীমাংসা, মাংস, প্রশংসা, রিরংসা, হিংসুক, হিংস্র।
১০. ষত্ববিধি যেখানে সংশয়প্রবণ, সেখানে সত্ববিধি প্রয়োগযোগ্য।
বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল
ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩
ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক
কি না বনাম কিনা এবং না কি বনাম নাকি
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ
মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন
প্রশাসনিক প্রাশাসনিক ও সমসাময়িক ও সামসময়িক
লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন
ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু
যুক্তবর্ণ সরলীকরণ আন্দোলন : হাস্যকর অবতারণা
প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/২
বাংলা বানান, ভাষা ও শব্দচয়ন কৌশল শেখার কয়েকটি বই।
অমর একুশে গ্রন্থমেলা/২০২০-এ প্রকাশিত বই
শুবাচ একশ লিংক: বাংলা ভাষা বাংলা বানান ও বাংলা ব্যাকরণ
পাড় ও পার এবং সুন্দর হাতের লেখা
ইংরেজি বর্ণের প্রতিবর্ণীকরণে দন্ত্য-স এবং তালব্য-স এর ব্যবহার
এক মিনিটের পাঠশালা (১-১১) : বিসিএস বাংলা
দণ্ড দণ্ডায়মান ও দন্ড: প্রয়োজনানুসারে ইত্যাকার
স্যমন্তক: জটিল জটাজালের এক মানবিক উপাখ্যান
বহুল প্রচলিত কিছু অসংলগ্ন সমাস
ব্যাকরণবিধি ছাড়া প্রমিত বানান মনে রাখার কৌশল : নিমোনিক
কোয়ারেন্টিন আইসোলেশন: অর্থ ব্যুৎপত্তি ও ইতিহাস
করোনাভাইরাস: সৃষ্টির সেরা আশীর্বাদ
ব্যাকরণ মুখস্থ না করেই প্রমিত বানান আত্মস্থ করার কৌশল
ব্যাকরণ মুখস্থ না করেই প্রমিত বানান আত্মস্থ করার কৌশল/২
গোরু: মনুষ্য সভ্যতার প্রথম প্রধানশিক্ষক
শুবাচ থেকে শুবাচির প্রশ্ন অবিকল
স্পরাডিক এনডেমিক এপিডেমিক ও প্যানডেমিক
ইতালি: মহামারি (Epidemic) ও সর্বমারি(Pandemic)-এর লালনাগার
দর্শক ধর্ষক দর্শন ধর্ষণ দর্শিত ধর্ষিত
হায় হায় কেউ পাস করতে পারবে না আর
ফলশ্রুতি: ফলে বা পরিণাম অর্থে ফলশ্রুতি শুদ্ধ কি না
গুরুত্বপূর্ণ শব্দের গুরুত্বপূর্ণ অর্থ
মহাপ্রাণ ন্, ম্, র্ আর ল্: উচ্চারণ
সূক্ষ্ম পার্থক্য: উদ্ধৃতিচিহ্নের প্রয়োগ
এক: কখন বসে সেঁটে কখন রাখে ফাঁক