সন্ধি : তিন সহজসূত্রে সংস্কৃত সন্ধি

সংস্কৃত স্বরসন্ধির ৩টি সহজ সূত্র 

Crispy Arif

১.
অ/আ-ধ্বনি + অ/আ-ধ্বনি = আ-কার। যেমন :
¤ অদ্য (অ)+ (অ) অবধি = অদ্যাবধি (দ্যা/ আ-কার)।
¤ বিদ্যা (আ) + (আ) আলয় = বিদ্যালয় (দ্যা/ আ-কার)।
¤ সদা (আ) + (অ) অবসর = সদাবসর (দা/ আ-কার)।
¤ সিংহ (অ) + (আ) আসন = সিংহাসন (হা/ আ-কার)।

২.
ই/ঈ-ধ্বনি + ই/ঈ-ধ্বনি = ঈ-কার। যেমন :
¤ অতি (ই) + (ই) ইত = অতীত (তী/ ঈ-কার)।
¤ অধি (ই)+ (ঈ) ঈশ্বর = অধীশ্বর (ধী/ ঈ-কার)।
¤ সুধী (ঈ) + (ই) ইন্দ্র = সুধীন্দ্র (ধী/ ঈ-কার)।
¤ সতী (ঈ) + (ঈ) ঈশ = সতীশ (তী/ ঈ-কার)।

৩.
উ/ঊ-ধ্বনি + উ/ঊ-ধ্বনি = ঊ-কার। যেমন :
¤ কটু (উ)+ (উ) উক্তি = কটূক্তি (টূ/ ঊ-কার)।
¤ লঘু (উ) + (ঊ) ঊর্মি = লঘূর্মি (ঘূ/ ঊ-কার)।
¤ বধূ (ঊ) + (উ) উৎসব = বধূৎসব (ধূ/ ঊ-কার)।
¤ ভূ (ঊ) + (ঊ) ঊর্ধ্ব = ভূর্ধ্ব (ভূ/ ঊ-কার)।

সূত্র: Crispy Arif, সংস্কৃত স্বরসন্ধির ৩টি সহজ সূত্র 


ড. মোহাম্মদ আমীনের বই

লিখবেন/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/২

প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/৩

প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/৪

Language
error: Content is protected !!