সপরিবার বনাম সপরিবারে: কাঁচা কাচা কচি কাচ

ড. মোহাম্মদ আমীন

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, সংস্কৃত সপরিবার (সহ+পরিবার) অর্থ (বিশেষণে) দারাপুত্রকন্যাদি-সহ। এটি বিশেষণ। তাই বিশেষ্যকে বিশেষায়িত করার জন্য সপরিবার শব্দটি ব্যবহৃত হয়। যেমন: সপরিবার বেঁচে থাক যুগযুগ। সপরিবার উচ্চশিক্ষিত হওয়া বড়ো কঠিন।

সপরিবারে: সপরিবারে (স.সপরিবার+ বা.এ) তৎসম নয়। এটি সংস্কৃত ‘সপরিবার’ এবং বাংলা ‘এ’ সহযোগে গঠিত। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে, বাক্যে ক্রিয়াবিশেষণ হিসেবে ব্যবহৃত সপরিবারে অর্থ স্ত্রী-পুত্রকন্যা সমবিভ্যহারে। যেমন: সপরিবারে আমন্ত্রিত। সপরিবারে তিনি জাপান গিয়েছেন।
অনেক মনে করেন, সপরিবারে শব্দটির প্রয়োগ ব্যাকরণসম্মত নয়। এমন ধারণা নিতান্তই অজ্ঞতাপ্রসূত। প্রথমে মনে রাখতে হবে, সপরিবার বিশেষণ, কিন্তু সপরিবারে ক্রিয়াবিশেষণ। বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান উভয় শব্দকে ভিন্নার্থে ও ভিন্ন পদে প্রমিত নির্দেশ করেছে। ওই অভিধানে উদাহারণ দিয়েছে: সপরিবারে আমন্ত্রিত।
সুতরাং সপরিবারে আমন্ত্রিত কথাটি শুদ্ধ। বরং বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধানমতে ‘সপরিবার আমন্ত্রিত’ কথাটি অশুদ্ধ ধরা যায়। কারণ বিশেষণকে আহ্বান করা হয় না।বিশেষণধারীকে আহ্বান করা হয়।

কাঁচা কাচা কচি কাচ

ও সাগর কন্যারে কাঁচা সোনা গায় —।
কাঁচা: কাঁচা অর্থ (বিশেষণে) অপক্ব (ক্-য়ে ব), অপরিণত, অস্থায়ী, অশুষ্ক, পারদর্শী নয় এমন। এটি দেশি শব্দ। কাঁচা ফল পাকা ফলের চেয়ে শক্ত। তাই কাঁচা ফল খেতে ছুরি লাগে। চন্দ্রবিন্দু হচ্ছে ছুরি। এজন্য কাঁচা বানানে ছুরির প্রতীক চন্দ্রবিন্দু দিতে হয়। কাঁচার মতো কাঁচা-যুক্ত সব শব্দে চন্দ্রবিন্দু।বীন্দ্রনাথের ভাষায়, ওরে নবীন, ওরে আমার কাঁচা- – -।
কাঁচা আম, কাঁচা কাজ, কাঁচাগোল্লা, কাঁচা ঘুম, কাঁচা চুল, কাঁচা টাকা, কাঁচাপাকা, কাঁচা বয়স, কাঁচাবাজার, কাঁচা বুদ্ধি, কাঁচামাল, কাঁচামিঠা, কাঁচা রসিদ, কাঁচা লেখা, কাঁচা মাংস, কাঁচা ইট, কাঁচা বুদ্ধি, কাঁচা ঘর, কাঁচা হাতের কাজ, কাঁচা বয়স, কাঁচা হিসাব, কাঁচা সোনা, কাঁচা কাঠ, কাঁচা সের, কাঁচা রাস্তা- সব কাঁচায় চন্দ্রবিন্দু।
কাপড় কাচা: তবে কাপড় কাচতে গেলে চন্দ্রবিন্দু পড়ে যেতে পারে। তাই কাপড় কাচার কাচা বানানে চন্দ্রবিন্দু নেই।
কচি: কচি বানানে চন্দ্রবিন্দু নেই কেন? কচি মানে কাঁচা নয়, শিশু, নবজাত, কোমল, নরম। যেমন: কচিখোকা, কচিকাঁচার আসর। কচিদের মাথায় চন্দ্রবিন্দুর বোঝা দিতে নেই। পিঠ তাদের এমনই বইয়ের ভারে ন্যুব্জ।
গ্লাসের কাচ: কিন্তু গ্লাসের কাচে চন্দ্রবিন্দু নেই কেন? কাচ একটি ভঙুর জিনিস। হঠাৎ পড়ে গেল কাচের সঙ্গে চন্দ্রবিন্দুটাও ভেঙে যাতে পারে। একটামাত্র চন্দ্র ভেঙে গেলে জোছনা আপুর কী হবে? তাই কাচের গ্লাসের কাচ বানানে চন্দ্রবিন্দু দিতে নেই।
——————–

All Link : শুবাচে প্রকাশিতগুরুত্বপূর্ণ লেখা

উপর বনাম ওপর

বিসিএস প্রিলি থেকে ভাইভা কৃতকার্য কৌশল

ড. মোহাম্মদ আমীনের লেখা বইয়ের তালিকা

বাংলা সাহিত্যবিষয়ক লিংক

বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক সকল গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন/২

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন /৩

কীভাবে হলো দেশের নাম

ইউরোপ মহাদেশ : ইতিহাস ও নামকরণ লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/১

দৈনন্দিন বিজ্ঞান লিংক

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

কীভাবে হলো দেশের নাম

সাধারণ জ্ঞান সমগ্র

সাধারণ জ্ঞান সমগ্র/১

সাধারণ জ্ঞান সমগ্র/২

বাংলাদেশের তারিখ

ব্যাবহারিক বাংলা বানান সমগ্র, ড. মোহাম্মদ আমীন, পাঞ্জেরী পবিলেকশন্স লি.

শুদ্ধ বানান চর্চা প্রমিত বাংলা বানান বিধি : বানান শেখার বই

কি না  বনাম কিনা এবং না কি বনাম নাকি

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

ভূ ভূমি ভূগোল ভূতল ভূলোক কিন্তু ত্রিভুবন : ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ

মত বনাম মতো : কোথায় কোনটি এবং কেন লিখবেন

প্রশাসনিক প্রাশাসনিক  ও সমসাময়িক ও সামসময়িক

বিবিধ এবং হযবরল : জ্ঞান কোষ

সেবা কিন্তু পরিষেবা কেন

ভাষা নদীর মতো নয় প্রকৃতির মতো

এককথায় প্রকাশ

শব্দের বানানে অভিধানের ভূমিকা

আফসোস নিয়ে আফসোস

লক্ষ বনাম লক্ষ্য : বাংলা বানান কোথায় কী লিখবেন

ব্যাঘ্র শব্দের অর্থ এবং পাণিনির মৃত্যু

যুক্তবর্ণ সরলীকরণ আন্দোলন : হাস্যকর অবতারণা

প্রায়শ ভুল হয় এমন কিছু শব্দের বানান/২

গীতাঞ্জলি

রবীন্দ্রনাথের ডাকঘর

রবীন্দ্রনাথের রাজা

রবীন্দ্রনাথের চতুরঙ্গ

রবীন্দ্রনাথের মুক্তধারা

Total Page Visits: 513 - Today Page Visits: 1

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Language
error: Content is protected !!