সব ‘কেন’-এর উত্তর নেই

সব ‘কেন’-এর উত্তর নেই
(আপনি স্পর্শকাতর হলে এড়িয়ে যাবেন।)
১.
সৎ-মানুষ, সৎ-লোক, সৎ-নেতা, সৎ-অফিসার প্রমুখ অনাত্মীয় হলে বেশ ভালো। কিন্তু আত্মীয় যদি ‘সৎ’ হয় তাহলে ভালো না, খুবই খারাপ। এজন্য সৎছেলে, সৎভাই, সৎমা, সৎমেয়ে, সৎপুত্র, সৎমামা, সৎচাচা খুব খারাপ।
কেন?
২.
সহযাত্রী, সহকারী, সহচরী, সহপাঠী, সহযাত্রা, সহপাঠ শব্দগুলো সহজে বলা যায় কিন্তু ‘সহবাস’ শুনলে অনেকের মাথা লজ্জায় চক্কর দিয়ে ওঠে। কত সহজে বলা যায়, ‘তার সঙ্গে সহযাত্রা করছি’, কিন্তু ‘তার সঙ্গে সহবাস করছি’ বলা যাবে কি অত সহজে? যাবে না।
কেন?
৩.
সমতুল্য, সমমূল্য, সমকণ্ঠ, সমকাল, সমবয়সী শব্দগুলো অনায়াসে বলে ফেলি কিন্তু ‘সমকাম’ বলতে গলায় আপনাআপনি জিহ্বা আটকে যায়। “সমবয়স্করা সমকণ্ঠে গাইছে” বললে কেউ কিছু মনে করবে না কিন্তু যদি বলা হয়, ‘‘সমকামীরা সমকণ্ঠে গাইছে” তাহলে অনেকে ব্রীড়ানত হয়ে পড়বে।
কেন?
৪.
আত্মীয়ের মধ্যে শালাশালির চেয়ে মধুর সম্পর্ক আর হয় না। তারপরও কেউ শালাশালি হতে চায় না। রাস্তায় পথ চলতে চলতে যে কাউকে ভাই, বন্ধু, বাবা, চাচা, খালা, মা, নানি, দাদি সম্বোধন করতে পারেন কিন্তু যদি শালা কিংবা শালি ডাকেন, তাহলে আপনার গতিতে দুর্গতি আসবে নিশ্চিত।
কেন?
৫.
সেদিন একটা স্ট্যাটাসে লিখলাম, ব্রহ্মচর্য মানে ‘যৌনসংযম’। কয়েকজন শুবাচি
মন্তব্য কলামে লিখলেন, ব্রহ্মচর্য মানে ‘যৌনসংগম’ নয়।
আপনি ভুল লিখেছেন।
আমি তো এমন লিখিনি, ভালো করে দেখুন।
তারপর তারা লিখলেন, ভুল হয়ে গেছে, চোখ টের পায়নি।
কেন?
৬.
ব্রিটেনের প্রধানমন্ত্রী থ্যাচার রুদ্ধদ্বার বৈঠকে মৌনসম্মতি প্রদান করেছেন।
পত্রিকায় একটা শব্দ ভুলবশত ভুল হয়ে গেল।
লিখল, থ্যাচার রুদ্ধদ্বার বৈঠকে
যৌনসম্মতি প্রদান করছেন। এমন ভুল অনেকের হয়।
কেন?
৭.
নদীতে এক হাজার ‘কুলি’ ফেলুন, কোনো অসুবিধা নেই। এজন্য কোনো মামলায় পড়তে হবে না। তওবাও করতে হবে না। কিন্তু কখনো যদি একটা ‘কুলি’ নদীতে ফেলে দেন, তাহলে মামলায় পড়তে হবে। প্রথম ‘কুলি’ মানে কুলকুচা এবং দ্বিতীয় ‘কুলি’ মানে মজুর। দুটোই কুলি কিন্তু অর্থে বিশাল পার্থক্য।
কেন?
৮.
চূত শব্দের অর্থ আম। চূত মা রানি আর খাব না” বাক্যের অর্থ মা রানি আমি আর আম খাব না। আম না-খাওয়ার ইচ্ছা প্রকাশ করা দূষণীয় কিছু নয়। কিন্তু আপনি যখন কাউকে চূত মা রানি বলবেন, তখন আপনি সহজে নিস্তার পাবেন বলে মনে হয় না। এটি মারাত্মক অশ্লীল গালি হিসেবে প্রতিষ্ঠিত এবং গালি হিসেবে ব্যবহারও হচ্ছে অহরহ।
কেন?
৯.
দুই বোনের বিয়ে হয়েছে একই বাড়িতে। বিয়ে করেছে একই বাপের দুই ছেলে। বড়ো বোনেকে বড়ো ছেলে এবং ছোটো বো্নকে ছোটো ছেলে। বড়ো বোন সপ্তাহ খানেকের জন্য বাবার বাড়ি বেড়াতে গেছে। এক বিকেলে ছোট বোনকে ফোন করে বলল, তোমার দুলাভাই এবং ছেলেমেয়ে কী করছে?
তুমি লাইনে থাক, আমি দেখে আসছি বলে ছোটো বোন বড়ো বোনের স্বামীর কক্ষে গিয়ে দেখেন, তিনি তার ছেলেমেয়ে নিয়ে ঘুমোচ্ছেন।
ছোটো বোন ফোনের রিসিভারে মুখ রেখে বলল, দুলাভাই মেয়েছেলে নিয়ে ঘুমাচ্ছে।
কী! এত অধঃপতন তার? আমি আসছি, জবাই করে দেব।
কেন?
১০
“পূর্ব পাকিস্তান থেকে ছয়জন বয় স্কাউট পশ্চিম পাকিস্তানে যাচ্ছে”, গভীর রাতে পত্রিকা ছাপার পূর্ব-মুহূর্তে কবি আবদুস সাত্তার শিরোনামটি নিজ হাতে ঠিক করে দিয়ে বাসায় চলে গেলেন। কম্পোজিটর ভাবলেন সাত্তার সাহেব ভুল করে এমন শিরোনাম লিখেছেন। তিনি ‘সংশোধন’ করে দিলেন । পরদিন পত্রিকায় ছাপা হলো, পূর্ব পাকিস্তান থেকে ছয়জন বয়স্কা উট পশ্চিম পাকিস্তানে যাচ্ছে”। সাত্তার সাহেব কম্পোজিটরকে ডেকে বললেন, ভুল করেছেন কেন?
উত্তর নেই।
১২ (আসলে ১১)
এত ভালোভাবে দেখার পরও স্ট্যাটাসে ভূল থেকে যায়, ভুল হয় না। ভুল লিখতে হলে ভালোভাবে জানতে হয়, দেখতে হয়।
কেন?
Language
error: Content is protected !!