সমার্থক ও সমোচ্চারিত শব্দের অর্থভেদ: অপপ্রয়োগ ও প্রমিত প্রয়োগ

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক

ব্যাকরণে ‘সমার্থক শব্দ’ বলে একটি কথা আছে। এক বা একাধিক শব্দের অর্থ যখন একই রকম কিংবা প্রায় অভিন্ন হয়, তখন ওই সব শব্দকে একত্রে সমার্থক শব্দ বলা হয়। যেমন: জল বারি সলিল অপ পানি, দয়া মায়া স্নেহ প্রেম প্রীতি, অরুণ রবি সূর্য দিবাকর ভানু তপন, পৃথিবী ধরিত্রী বসুধা ভূমি জাহান প্রভৃতি। এমন সমোচ্চারিত শব্দ ভাষিক সৌন্দর্য ও শ্রুতিলালিত্যের অন্যতম আকর্ষণ। কেননা প্রতিটি অভিধার্থে রয়েছে বৈচিত্র্যময় আকর্ষণ, আকর্ষণীয় ইতিহাস।

সমার্থক বা সমোচ্চারিত হলেও প্রত্যেকটি প্রতিশব্দ ভিন্ন। যেমন: হিংসা ও দ্বেষ শব্দদুটো অর্থে অভিন্ন হলেও স্পষ্টতই দুটি ভিন্ন শব্দ। একজন মানুষ আচার-আচরণ, অবয়ব এবং অন্য অনেকভাবে এমনকী সর্বদিকে অন্য এক বা একাধিক মানুষের মতো হতে পারে, কিন্তু তারা অভিন্ন সত্তার অধিকারী নয়। তাই তাদের মধ্যে যতই মিল থাকুক না কেন, সত্তা ভিন্ন বলে আচার-আচরণ ও সামর্থ্য-অসামর্থ্যে কিছু না কিছু পার্থক্য থেকেই যায়। শব্দের ক্ষেত্রেও বিষয়টি সমভাবে প্রযোজ্য। ভিন্ন সত্তার মানুষ যেমন সর্বদিকে সম্পূর্ণ আঙ্গিকসত্তায় অভিন্ন হতে পারে না, তেমনি একাধিক শব্দ যতই সমার্থক হোক না কেন, প্রয়োগ বিন্যাসে অভিন্ন হতে পারে না। সংগত কারণে তাদের প্রয়োগে অবশ্যই কিঞ্চিৎ হলেও পার্থক্য থেকে যায়। এই পার্থক্য অনেক ক্ষেত্রে এতই সূক্ষ্ম ও জটিল যে, সহজে নির্ধারণ করা যায় না। তবে তার প্রতিক্রিয়া অনেক সময় মারাত্মক হয়ে দেখা দিতে পারে।

কেননা, একাধিক শব্দের অভিধার্থ অভিন্ন হলেও যেহেতু শব্দগুলো অভিন্ন নয়, তাই প্রয়োগের ক্ষেত্রে সামান্য হলেও পার্থক্য থেকে যায়। জল ও পানি অভিন্ন অর্থ প্রকাশ করলেও সবখানে জল ও পানি নির্বিচারে ব্যবহার করা যায় না। যেমন: জলীয় বাষ্প বলা গেলেও পানীয় বাষ্প বলা সংগত হয় না। জলপানি বলা যায়, কিন্তু পানিপানি বলা যায় না। শবদাহ প্রমিত হলেও শবপোড়া অপপ্রয়োগ। যদিও উভয় শব্দের অর্থ অভিন্ন। সবার সঙ্গে ভালোবাসা করা যায়, কিন্তু প্রেম করা যায় না।
বাংলায় এমন প্রচুর সমার্থক বা সমোচ্চারিত শব্দ রয়েছে। সমার্থকতা বা সমোচ্চারণের কারণে প্রয়োগে অনেকে ভুল করে থাকেন। এমন শব্দসমূহের অর্থসহ পরিচয়, বানান ও প্রয়োগ এই গ্রন্থের প্রধান আলোচ্য বিষয়। দ্বিতীয় আলোচ্য বিষয় হলোÑ বাক্যে শব্দের ফাঁক-ফোকর। বাংলায় এমন কিছু শব্দ বা শব্দরাশি রয়েছে বাক্যে যাদের সেঁটে বসালে যে অর্থ হয়, ফাঁক রেখে বসালে হয়ে যেতে পারে অন্য অর্থ। যেমন: ‘আমি পাব না’ আর ‘আমি পাবনা’। এখানে ‘পাব না’ অর্থ না পাওয়ার আশঙ্কা, আর ‘পাবনা’ একটি জেলা। ‘আমি হাসি না’ মানে না-হাসা, কিন্তু ‘আমি হাসিনা’ হলো বক্তার নাম। “আমি তোমাকে ভালোবাসি” আর “আমি তো মাকে ভালোবাসি” বাক্য দুটির অর্থ অভিন্ন নয়।

অনেক সময় এই ফাঁক-অফাঁক অর্থবিভ্রাট ঘটিয়ে মারাত্মক বিড়ম্বনার সৃষ্টি করতে পারে। যেমন: ১, কামাল সাহেব সস্ত্রীক ভাইয়ের বাসায় বেড়াতে গেছেন এবং একদিন পর স্ত্রীকে নিয়ে হোটেল ওঠলেন। ২. কামাল সাহেব সস্ত্রীক ভাইয়ের বাড়ি বেড়াতে গেলন এবং একদিন পরস্ত্রীকে নিয়ে হোটেলে ওঠলেন। এখানে প্রথম ও দি¦তীয় বাক্যে ‘পর’ শব্দটি ‘স্ত্রী’ শব্দের সঙ্গে ফাঁক রেখে বসায় কী অর্থ হলো এবং সেঁটে বসায় কী অনর্থ ঘটে গেল তা সহজে লক্ষণীয়। ফাঁক-অফাঁকের ক্ষেত্রে অর্থ পরিবর্তনকারী এরূপ শব্দের অর্থ, অপপ্রয়োগ এবং প্রমিত প্রয়োগ বিষয়েও গ্রন্থটিতে আলোচনা করা হয়েছে।

সমার্থক ও সমোচ্চারিত শব্দের অর্থ, প্রায়োগিক আচরণ, অর্থানুাসারে বাক্যে অপপ্রয়োগ ও প্রমিত প্রয়োগ এবং বাক্যে শব্দরাশির ফাঁক-অফাঁকজনিত ত্রুটি নির্দেশ করে ভাষার প্রায়োগকে অর্থবহুল, বিশুদ্ধ, আদর্শ ও শ্রুতিমধুর করে তোলার কলাকৌশলই গ্রন্থটিতে উদাহরণ-সহ বর্ণিত হয়েছে। এমন শব্দ বা শব্দগুচ্ছের প্রয়োগ কোন বানানে কোথায় অপপ্রয়োগ এবং কোথায় কোন বানান প্রমিত প্রয়োগ বলে গণ্য এবং কেন ইত্যকার বিবরণও উদাহরণসহ এই গ্রন্থে পরিবেশন করা হয়েছে। বইটি পড়লে যে-কেউ সমার্থক বা সমোচ্চারিত শব্দের প্রমিত প্রয়োগের পাশপাশি শব্দের ফাঁক-অফাঁকজনিত বিষয়েও শুদ্ধ ও প্রমিত অভিজ্ঞান অর্জন করতে সক্ষম হবেন। বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন তা অনায়াসে আয়ত্তে আনার জন্য বইটি হতে পারে আপনার একটি কার্যকর হাতিয়ার। বইটির প্রকাশক পাঞ্জেরী পাবলিকেশন্স লি.।  দেখুন বইটিতে কোন কোন শব্দের অর্থ, অর্থভেদ, প্রয়োগ, অপপ্রয়োগ ও প্রমিত প্রয়োগের বর্ণনা রয়েছে।

পাণ্ডুলিপি থেকে

প্রমিতা দাশ লাবণী 

 ‘বাংলা বানান কোথায় কী লিখবেন’ ড. মোহাম্মদ আমীনের লেখা একটি বহুল পরিচিত এবং ব্যাপকভাবে পাঠট নন্দির একটি অদ্বিতীয় গ্রন্থ। সমোচ্চারিত ও সমার্থক শব্দ বা শব্দরাশির অর্থভেদ এবং তাদের অপপ্রয়োগ ও প্রমিত প্রয়োগ বইটির বিষয়বস্তু।  গ্রন্থটির পৃষ্ঠা সংখ্যা ১৬০। এই গ্রন্থে প্রাত্যহিক ও সাহিত্যিক কিংবা লেখালেখির কাজে অত্যাবশ্যক  ৭৫০টি সমার্থক ও সমোচ্চারিত শব্দের অর্থভেদ, অপপ্রয়োগ ও প্রমিত প্রয়োগ নিয়ে আলোচনা করা হয়েছে। অপরপক্ষে, ‘সমার্থক ও সমোচ্চারিত শব্দের অর্থভেদ: অপপ্রয়োগ ও প্রমিত প্রয়োগ’ গ্রন্থের পৃষ্ঠা সংখ্যা: ৫০০।  এই গ্রন্থে ৩৭০০টি অত্যাবশ্যক সমার্থক ও সমোচ্চারিত শব্দের অর্থভেদ, অপপ্রয়োগ ও প্রমিত প্রয়োগ বিষয়ে উদাহরণ-সহ আলোচনা করা হয়েছে। 

‘সমার্থক ও সমোচ্চারিত শব্দের অর্থভেদ: অপপ্রয়োগ ও প্রমিত প্রয়োগ’ বইটি সম্পর্কে লেখকের মন্তব্য: আলোচ্য গ্রন্থটি আমার  লেখা ‘বাংলা বানান বই কোথায় কি লিখবেন’ গ্রন্থের মতো করে লেখা। তবে ‘সমার্থক ও সমোচ্চারিত শব্দের অর্থভেদ: অপপ্রয়োগ ও প্রমিত প্রয়োগ’ নামের বইটিতে  ‘বাংলা বানান বই কোথায় কি লিখবেন’- বইটির ৫গুণ শব্দ বা শব্দরাশি রয়েছে। অধিকন্তু, এই বইতে আরও অধিক ব্যাখ্যা সন্নিবেশ করা হয়েছে।বাংলা বানান বই কোথায় কি লিখবেন’ গ্রন্থটির পৃষ্ঠা সংখ্যা: ১৫০, কিন্তু ‘সমার্থক ও সমোচ্চারিত শব্দের অর্থভেদ: অপপ্রয়োগ ও প্রমিত প্রয়োগ’ গ্রন্থের পৃষ্ঠা সংখ্যা: ৫০০। গ্রন্থটিতে কীরূপ শব্দ বা শব্দরাশি রয়েছে তা সূচির মাধ্যমে অবলোকন করা যেতে পারে।

 সূচি

প্রথম অধ্যায়

অকারদিক্রম ও বর্ণানুক্রমে
অঙ্গদ ও লোভন
অংশগ্রহণ ও অংশ গ্রহণ
অংশীদার অংশিদার ও অংশীদারত্ব
অকথা ও আকথা
অক্ষর ও অ-ক্ষর
অকাট্য ও কহতব্য
অকালি ও মাকালী
অকিঞ্চন ও আকিঞ্চন
অক্ষরেখা ও অক্ষাংশ

অঙ্গন ও অঙ্গণ
অগুরু ও গুরু
অগ্রসরমাণ ও অগ্রসরমান
অর্ঘ ও অর্ঘ্য
অঘ্রাণ ও অঘ্রান
অঙ্ক ও অংক
অচিন্তনীয় ও অচিন্ত্য
অচেনা ও অজ্ঞাত
অচ্ছদ ও অচ্ছোদ
অজ ও অজাগলস্তন

অজ্ঞাত লাশ উদ্ধার এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তির লাশ উদ্ধার
অজ্ঞান অজ্ঞতা ও অজ্ঞানতা
অজ্ঞান ও অজ্ঞানতা
অজ্ঞাবাদ ও অজ্ঞেয়বাদ
অজ্ঞানবাদ ও অজ্ঞাবাদী
অণিমা অণু ও অণুভা
অচিন্তনীয় ও অচিন্ত্য
অটবি ও অটবী
অণুচ্ছেদ ও অনুচ্ছেদ
অতন্ত্র ও অতন্দ্র

অতপর ও অতঃপর
অতলস্পর্শ ও অতলস্পর্শী
অতলান্তিক ও অটলান্টিক
অতিক্রম ও অতিক্রান্ত
অতিরক্ত ও অতিরিক্ত
অত্র যত্র তত্র
অত্যহিত, অত্যাহিত
অথই ও অথৈ
অথান্তর, আতান্তর
অদ্ভুত ও কিম্ভূত

অদ্যাবধি ও অদ্যাপি
অধঃ ও অধো
অধস্তন ও অধঃস্তন
অধীতব্য ও অধোতব্য
অদ্ভুত ও কিম্ভূত
অধীন ও অধীনস্থ
অনটন ও অনাটন
অনপরাধ ও অনপরাধী
অনবদ্য ও নিরবদ্য
অনবধান অনবধানতা ও অনবহিত

অনবরত ও অনাবরত
অনভিলাষ ও অনভিলষিত এবং অভিলষিত ও অভিলাষিত
অনসূয়া ও অনুসূয়া
অনাথা ও অনাথিনী
অনাদায়ি ও অনাদায়ী
অনাবাদি ও অনাবাদী
অনুপ ও অনূপ
অনুতাপ ও পরিতাপ
অনীক ও অণীক
অনু ও অণু

অনুগত ও বাধ্যগত
অনুদিত অনূদিত ও অনুবাদিত
অনুনাসিক ও আনুনাসিক
অনুপস্থিত ও অবর্তমান
অনুপুঙ্খ ও পুঙ্খানুপুঙ্খ
অনুসন্ধান অন্বেষণ আর সন্ধান
অনুস্বর ও অনুস্বার
অনূদিত ও অনুবাদিত
অন্তঃস্থ ও অন্তস্থ
অনুভূমিক ও আনুভূমিক

অনুরাগ ও আগ্রহ
অনুরোধ সবিনয় অনুরোধ ও সনির্বন্ধ অনুরোধ
অনুষ্ঠেয় অনুষ্ঠিতব্য ও অনুষ্ঠাতব্য
অনুসরণ ও অনুকরণ
অন্তরিন ও অন্তরীণ
অন্যোন্য ও অন্যান্য
অন্তরিক্ষ ও অন্তরীক্ষ
অন্তরিত অন্তরিন ও অন্তরীণ এবং অন্তরন ও অন্তরণ
অন্তর্জলি ও অন্তর্জলী
অন্তর্ভুক্ত অন্তর্ভূত ও অন্তর্গত

অন্যূন ও অনূন্য
অন্ত্য ও অন্ত
অন্তাক্ষরী ও অন্ত্যাক্ষরী
অন্যদেশি ও অন্য দেশী এবং অন্য দেশীয়
অপদস্থ ও অ-পদস্থ
অপসারিত ও অপসৃত
অপরূপ এবং খারাপ রূপ
অপস্রিয়মাণ ও অপসৃয়মাণ
অপ্রচলিত শব্দ ও পরিত্যক্ত শব্দ
অপ্রতুল ও অপ্রতুলতা

অপহরণ ও অপহৃত
অপেক্ষা এবং হতে থেকে চেয়ে
অপোগণ্ড ও অকর্মণ্য
অপ্রদীপ ও নি®প্রদীফ
অপ্রশস্তচিত্ত ও অপ্রশস্ত চিত্ত
অবশ ও অবশীভূত
অবলা ও অবোলা
অবসান অবসন্ন ও অবসিত
অবিনাশ অবিনাশী ও অবিনাশিতা
অবিমৃশ্যকারিতা ও অবিমৃষ্যকারিতা
অবনি ও অবনী
অম্লান ও অম্লেয়
অবিকল ও নকল
অভিমুখিতা ও অভিমুখীনতা
অভ্যন্তরীণ ও আভ্যন্তরীণ এবং আভ্যন্তর ও আভ্যন্তরিক
অমনই ও অমনি
অর্ঘ ও অর্ঘ্য
অর্থনৈতিক ও আর্থনীতিক
অর্ধার্ধ ও অর্ধার্ধি
অর্ধেক সত্য ও অর্ধসত্য
অনুষ্ঠেয় অনুষ্ঠাতব্য ও অনুষ্ঠিতব্য
অরণ্য বন ও জঙ্গল
অলক্ষণ অলক্ষণা ও অলক্ষুনে
অল্প ও অল্পস
অল্প গ্রহণ থেকে অনুগ্রহ
অশ্রু অশ্রুজল ও অশ্রুবারি
অষ্টাষ্ট ও আট
অসম আসাম ও অহোম
অসময় ও নিঃসময়
অস্তমান ও অস্তায়মান
অস্ফুট ও অস্ফূট
অসংগটিত ও অসংগঠিত
অসামরিক ও বেসামরিক
অস্তমান বনাম অস্তায়মান
অহরহ ও অহরহঃ
অহর্নিশ ও অহর্নিশি এবং অহোরাত্র ও অহোরাত্রি
অ-হল্য ও অহল্যা
অ্যাকাডেমি অকাদোমি ও আকাদেমি
অ্যাশট্রে ও অ্যাশ-ট্রে
অ্যাডভোকেট ও লইয়ার

দ্বিতীয় অধ্যায়

আইন ও নিয়ম
আওয়ামি আওয়ামি লিগ ও আওয়ামী লীগ
আকাক্সক্ষা ও আকাঙ্খা
আকাশ-পাতাল ও আকাশপাতাল
আগস্ট ও অগস্ট
আঙ্গুল ও আঙুল
আগামী
আগামীতে ভবিষ্যতে ও আগামী দিনে
আঘাত আর অভিঘাত
আছে ও রয়েছে
আজ
আজও এবং আজো
আজীবন ও আমরণ
আত্মহনন ও আত্মহত্যা
আঁতাঁত ও আঁতাত
আত্মোপজীবী ও আত্মোপজীবিনী
আঁতুড়ঘর আঁত ও লেবার রুম
আদর ও সমাদর
আদেশ ও নির্দেশ
আদব ও আদাব
আদমশুমারি ও জনশুমারি
আণবিক ও পারমাণবিক
আতিথেয়তা ও আতিথ্য
আনান ও আনানো; করান ও করানো এবং বলান ও বলানো
আন্তর্জাতিক আন্তর্দেশিক ও জাতির অন্তর্গত
আধুনিক ও অত্যাধুনিক
আপস অপোস আপোষ ও আপোশ
আপাত ও তৎকাল
আপামর ও পামর তা থেকে আপামর
আবশ্যক ও আবশ্যকতা এবং আবশ্যকীয় ও আবশ্যকীয়তা
আবহাওয়া ও জলবায়ু
আভাষ ও আভাস
আমন্ত্রণ ও নিমন্ত্রণ
আমাদেরকে ও তাদেরকে
আলো করা এবং আলোকরা
আলো-না এবং আলো না
আয়ত্ত ও আয়ত্তাধীন
আয়ু ও আয়ুঃ
আরও এবং আরো
আরোপ, গুরুত্ব আরোপ
আশঙ্কা ও সম্ভাবনা
আশা ও প্রত্যাশা
আশিস্ এবং আশীষ
আসর আসর আসর বরাবর আসর
আসলে ও এলে
আসলেন আসলে ও আসল
আহুত ও আহূত
আহরিত ও আহৃত
আস্পদ ও আস্পদা

তৃতীয় অধ্যায়
ই ঈ উ ঊ ঋ
ইংগিত ও ইঙ্গিত
ইংরেজ ও ইংরেজি
ইতস্তত ও ইতস্ততঃ
ইতিপূর্বে ও ইতঃপূর্বে এবং ইতিমধ্যে ও ইতোমধ্যে
ইতিহাসবিদ ও ঐতিহাসিক
ইদ ও ঈদ
ইদানিং ইদানীংকার ও ইদানীন্তন
ইভটিজিং এবং ইভ ও টিজিং
ইশতাহার ও নির্বাচনি ইশতাহার
ইয়ত্তা মত্ত ও সত্তা
ইশতাহার ইস্তাহার ও ইশতেহার
ইত্যাদি ও প্রভৃতি

ঈদ মোবারক ও ঈদ মুবারক
ঈশ্বরিক ও ঐশ্বরিক
ঈষদূণ ও কম

উচিত কিন্তু কুৎসিত
উচ্চবালিকা বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়
উচ্চবাচ্য ও উচ্যবাচ্য
উচ্চৈঃস্বর ও উচ্চস্বর
উচ্ছন্ন ও উৎসন্ন
উজ্জল ও উজ্জ্বল
উজ্জ্বল প্রজ্বল ও প্রোজ্জ্বল
উৎকর্ষ, উৎকর্ষতা, ঔৎকর্ষ
উৎকর্ষা ও তারতম্য; শ্রেষ্ঠ ও শ্রেষ্ঠতম এবং কনিষ্ঠ ও কনিষ্ঠতম
উত্তরসূরি ও উত্তরসূরী
উঠে ও ওঠে
উৎপত্তি , ব্যুৎপত্তি
উৎপাদন, উৎপাদিত
উদ্গিরণ ও উদ্গীর্ণ
উদ্যোগ ও উদ্যোগ
উদ্বোধন ও উদ্বোধন এবং উদ্বেগ ও উদ্বেল
উদয় ও উদয়ন
উদাস উদাসী ও উদাসীন
উদ্দীপ্ত ও উদ্দীপিত
উদ্দেশ ও উদ্দেশ্য
উদ্দেশ ও উদ্দেশে এবং উদ্দেশ্য ও উদ্দেশ্যে
উদ্ভাস আর উন্মেষ
উনিশ ও ঊনিশ
উনি ও তিনি
উপর এবং ওপর
উপমা ও তুলনা
উপদ্বীপ ও উপমহাদেশ
উপরোক্ত উপরি-উক্ত ও উর্পযুক্ত
উপলক্ষ ও উপলক্ষ্য
উপহাস আর পরিহাস
উপান্ত ও উপান্ত্য
উৎপীড়ন ও নিপীড়ন এবং নির্যাতন
উৎসর্গিত ও উৎসর্গীকৃত
উপায়ান্তর এবং কোনো উপায়ান্তর
উর্বরা-শক্তি ও উর্বরতা-শক্তি
উল্লেখিত ও উল্লিখিত
ঊহ্য ও উহ্য
ঋত্বিক ও ঋত্বিক্
ঋষ্যশৃঙ্গ ও ঋশ্যশৃঙ্গ

চতুর্থ অধ্যায়
এ ঐ ও
এ ও এই এবং দু ও দুই
এই ইহা এবং গিয়ে ও যেয়ে
এই মর্মে প্রত্যয়ন না কি প্রত্যায়ন
এক কথা ও এককথা
এ কি বনাম এ কী
একএকটি ও এক-একটি
একজন ও এক জন
এক বাবার এক ছেলে
একবারে ও একেবারে
একত্র ও একত্রিত
একমাথা ও এক মাথা
একমুখী চলাচল
এক আধটা ও এক আধটু
এক্ষণ এক্ষণে ও এক্ষনি
এভিনিউ ও অ্যাভিনিউ
এমন কিছু ও এমন-কিছু
এমনকী ও এমনকি
এমনতরো ও কেমনতরো
এলোকেশী ও এলোকেশি
এলোপাতাড়ি, এলোপাথাড়ি
একহালি কিন্তু এক কুড়ি
এক রকম ও একরকম
এক নলা ও একনলা
এক হাত, একহাত ও একহাতে
একাকিত্ব ও একাকীত্ব
একুল ওকুল ও একুল-ওকুল
একুশ বনাম একুশে
এখনও এখনো এবং এখনি ও এখনো
এক্ষণ এক্ষণে এবং এক্ষুনি
এছাড়া ও এ ছাড়া
এতদ্বারা ও এতদ্দ¦ারা
এ তো ও এতো
এমনই ও এমনি এবং এমন ও এমনি
এমতাবস্থা ও এমতাবস্থায়
এর এবং এঁর
এরকম ও এ রকম
ঐকতান ও একতান
ঐকমত্য ও ঐকমত্য
ওংকার, ওঙ্কার
ও আর এবং
‘ও’-এর পঞ্চরূপ
ওই আর ঐ
ওতপ্রোত আর ওতঃপ্রোত
ওয়াহাবি আরওহাবি
ওয়েস্টমিনস্টার আর ওয়েস্টমিনিস্টার
ওষ্ঠ্য আর ঔষ্ঠ্য
ওয়াকিবহাল ও ওয়াকিফহাল
ওর ওরা এবং তার ও তার
পঞ্চম অধ্যায়

কখনও ও কখনো
কটুকাটব্য ও কটুকটব্য
কটূক্তি ও কটুক্তি
কতকগুলি, কতকগুলো, কতগুলি, কতগুলো
কতবেল ও কত বেল
কর্তৃক ও দ্বারা
কদাচিৎ ও কদাপি
কনিষ্ঠ ও সর্বকনিষ্ঠ
কর্তৃক ও দ্বারা
কাণ্ড ও কাণ্ডজ্ঞান
কপটচারী, কপটাচারী
কপিলবাস্তু না কি কপিলাবস্তু
কর্ণাটক ও কর্নাটক
কর্তৃত্ব ও কর্ত্রীত্ব
কাঁচ ও কাচ
কাটমোল্লা ও কাঠমোল্লা
কাব্য ও কাব্যগ্রন্থ
কার্যকর কার্যকরী এবং কার্যকারী
কামাখ্যা ও কামাক্ষা
কারি ও কারী
কারও কারোর ও কারুর
কল্পনা, জল্পনা ও কল্পনা জল্পনা
কালিদাস ও চণ্ডীদাস
কাশ্মীর ও কাশ্মীরি
কাল ও কালো এবং খাট ও খাটো
কাল ও ক্ষণ
কালী কিন্তু কালিদাস, কালীনাম কিন্তু কালিমাতা
কাহিনি ও কাহিনী
কি এবং কী
কিভাবে ও কীভাবে

কিংকর ও কিঙ্কর
কিংবদন্তি ও কিংবদন্তী
কিংবা, কিম্বা
কিশলয় ও কিসলয়
কি ও কী এবং কীভাবে
কি না ও কিনা
কীর্তিবাস ও কৃত্তিবাস
কিল মারুন তবে চিমটি কাটুন
কীভাবে কিভাবে কি ভাবে এবং কী ভাবে
কুটির ও কুঠির
কুমির ও কুমীর
কুম্ভিলক ও কুম্ভীলক
কুল ও কূল
কুশলী ও কৌশলী
কুশাসন ও কুশের আসন
কৃচ্ছ্র ও কৃচ্ছ্রতা
কৃত শব্দের ব্যবহার
কৃতদাস ও ক্রীতদাস
কৃতী ও কৃতি এবং সুকৃতি ও সুকৃতী
কৃতার্থম্মন্য পণ্ডিতম্মন্য ও হীনম্মন্য
কেউকেটা ও কেওকেটা
কেকা ও কেকী
কেন না ও কেননা
কেরদানি কারদানি ও ক্যারদানি
কেন্দ্রীয়করণ, দলীয়করণ, সুখীকরণ, দৃঢ়ীকরণ, শক্তকরণ, শীতলীকরণ, সরলীকরণ ও মুক্তকরণ
কোচবিহার ও কুচবিহার
ক্যাবিন ও কেবিন
কোন এবং কোনও
কোরান ও কোরাণ
কৃপাণ
ক্রেতাসকল ও ক্রেতাসাধারণ
ক্ষমতা ও সক্ষমতা
ক্ষালন ও স্খালন

ষষ্ঠ অধ্যায়

খদ্দের ও খদ্দর
খদ্যোৎ ও খদ্যোত
খাপ খাওয়া ও খাপ খাওয়ানো
খাওয়া ও খাবার
খাঁটি গোরুর দুধ না কি গোরুর খাঁটি দুধ
খাতা খেরোখাতা ও খেরো খাতা
খান ও খাঁ
খানা ও খানি
খুর ও ক্ষুর
খ্যাত ছিলেন ও খ্যাত
খ্রিস্ট ও খ্রিস্টাব্দ এবং বাংলা একাডেমি
খ্রিস্টাব্দ খ্রিষ্টাব্দ ও খৃষ্টাব্দ
খেলাধুলা ও খেলাধূলা

সপ্তম অধ্যায়
গ ঘ ঙ
গঙ্গা ও গাঙ
গঠন ও ঘটন
গড্ডলিকা প্রবাহ ও গড্ডালিকা প্রবাহ
গত ও বিগত
গন্ধ ও ঘ্রাণ
গর ও গোরু
গরুর খাঁটি দুধ
গরিবের তিন বল
গর্ব ও গৌরব
গাঁ ও গা
গাথা ও গাঁথা
গুলাব ও গোলাপজল
গুণিগণ ও গুণীগণ এবং ইন্-ভাগান্ত শব্দ
গুলি ও গুলী
গুলিয়ে ও ঘুলিয়ে
গোছা ও গাছা এবং গাছ ও গাছি
গোড়ায় গলদ ও বিসমিল্লায় ভুল
গোদ ও ফোড়া
গোদের উপর বিষফোড়া
গোলক, গোলোক
গোসাঁই ও গোঁসাই
গোসল ও স্নান
গ্রস্ত ও গ্রস্থ
গোলাপ জলের পানি
গ্যারান্টি/ওয়ারেন্টি
ঘুষ
ঘূর্ণমান ঘূর্ণ্যমান ও ঘূর্ণায়মান
ঘুর্ণাক্ষরে
ঘুষ ও ঘুস

 

অষ্টম অধ্যায়
চ ছ জ ঝ
চড়ুই, ভাতি ও চড়ুইভাতি
চলচ্ছক্তি ও চলচ্ছক্তি
চলমান
চলাকালীন ও চলাকালীন সময়ে
চলাচল ও যাতায়াত
চল্লিশ চল্লিশা ও চালশে
চাক্ষুষ প্রত্যক্ষ ও সমক্ষ
চাপ ও ছাপ
চীন ও চিন
চেষ্ট ও প্রচেষ্টা
চুন ও চূণ
চুম চুমা ও চুমু এবং চুমো
চোদ্দ ও চোদ্দো
চৌধুরি ও চৌধুরী
চ্যুত ও চূত
ছই ও ছৈ
ছয়াছয়
ছবি বই ও চলচ্চিত্র
ছাগলী ও ছাগলি
ছাগ, ছাগী; ছাগদাড়ি ছাগদুগ্ধ ও ছাগলাদ্য
ছাত্রী ছাত্র ও ছাত্রা এবং ছাত্রের পত্নী
ছোঁড়া ও ছোড়া
ছোট ও ছোটো ছোটখাট এবং ছোটোখাটো
জগৎ ও জগত এবং ভবিষ্যৎ ও ভবিষ্যত
জনাব ও জনাবা
জন্য জন্যে, দেওয়া দেয়া, নিকাশ নিকেশ, নেওয়া নেয়া, মধ্য দিয়ে মধ্যে দিয়ে, সন্ধ্যা সন্ধে, হিসাব হিসেব
জতুগৃহ
জনেক, জনৈক
জন্মবার্ষিক ও জন্মবার্ষিকী
জন্য ও জন্যে
জবাবদিহি ও জবাবদিহিতা
জল ও জ্বল
জল ও পানি
জলজ্যান্ত ও জলজিয়ন্ত
জলজ ও জলীয়
জাগ্রৎ ও জাগ্রত
জাজ্বল্যমান ও জাজ¦ল্য
জাত্যভিমান অনুমত্যনুসারে ও ভূমধ্যধিকারী
জাদু ও যাদু
জাহাঁপনা ও জাঁহাপনা
জিনিস জিনিশ ও জিনিষ
জিভ ও জিব
জিশু ও যীশু
জীবৎকাল, জীবনকাল
জীবাণু ও বীজাণু
জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিশ্যল ম্যাজিস্ট্রেট
জুতা যখন জুতো
জেন্ডার ও পদবি
জেলা ও জিলা
জেলা প্রশাসক নয়, জেলাপ্রশাসক
জোগান ও যোগান
জ্ঞাতার্থে
জৌলুস জৌলুশ ও জলুস
জ্জ জ্ব ও জ্জ্ব
জ্বালাতন ও জালাতন
জ্যোতি ও জ্যোতিঃ
জ্যোতিরিন্দ্র, জ্যোতীন্দ্র
জ্যোতিষ্মান

ঝংকার ও ঝঙ্কার
ঝঞ্ঝনা ও ঝনঝনা
ঝড়তিপড়তি ও ঝরতিপড়তি
ঝপাত ঝপাৎ ও ঝপাং
ঝরনা ঝরণা ও ঝর্ণা
ঝাঁকিদর্শন ও ঝাকিদর্শন
ঝাঁঝ ঝাঁজ ও ঝাঁজ
ঝাণ্ডা ও ঝান্ডা

নবম অধ্যায়
ট ঠ ড
টি ও টা
টে টো ও টুকু
টং ও টঙ
টম্যাটো টমেটো ও টমাটো
টাঙি ও টাঙ্গি
টিকা টিকা টিকা টিক ও টীকা
টেন্ডাইমেন্ডাই, ট্যান্ডাইম্যান্ডাই
টোটেম ও ট্যাবু
ঠাঁই ও ঠাঁই
ঠাকুর ও ট্যাগোর
ডিসি বা ডেপুটি কমিশনার ও জেলা প্রশাসক
ডিপার্টমেন্ট স্টোর/ডিপার্টমেন্টাল স্টোর
ঢেলে সাজা ও ঢেলে সাজানো
ঢ্যাঁড়শ ও ঢেঁড়শ

দশম অধ্যায়
ত থ দ ধ ন

তক্ষুণি তক্ষুনি ওতৎক্ষণাৎ
তৎকালীন ও তৎকালীন সময়
তথাকথিত
তদ্গত ও তদ্গত
তদ্বৎ ও তদনন্তর
তদবির ও তদ্বির
তদ্ভব ও তদ্ভব
তদীয় ও ত্বদীয়
তাই ও তা-ই
তাদৃশ ও ত্বাদৃশ
তবলচি ও তবলচী
তবু ও তবুও
তরুচ্ছায়া ও তরুছায়া
তরোয়াল ও তলোয়ার
তার পর ও তারপর
তাফালিং ও আফালিং
তাই ও তা-ই
তেমনি তেমনই
তৈরি ও তৈরী
তল ও পৃষ্ঠ
তলপি তল্পি তল্পিবাহক ও তল্পিদার
তশিলদার ও তহশিলদার
তাঁতিনি ও তাঁতিনী
তাঁবু ও তাবু
তৎকাল তাৎকালিক ও তৎকালীন
তাদেরকে ও আমাদেরকে
তামস তামসিক ও তামসী
তাম্বূল তাম্বূলী ও তামলি
তির তীর ও তিরন্দাজ
তুর্কি, তুরক, তুরগ তুরকসওয়ার, তুরকি,
তেজ তেজন তেজি ও তেজীয়ান
তোশাখানা, তোষাখানা
তোষামুদে তোষামোদ ও খোশামোদ
ত্ব ও ত্ত্ব
ত্যজন ত্যজমান ত্যজ্যমান ও ত্যাজ্য
ত্রিবার্ষিক ত্রৈবর্ষিক ও ত্রৈবার্ষিক
ত্রিবেণি ও ত্রিবেণী

দন্ত, দন্ত্য
দম্পতি ও দম্পতী
দয়া ও করুণা
দরুন ও দারুণ
দর্শনি ও দর্শনী
দশজন ও দশ জন
দাঁড়িয়েছিল ও দাঁড়িয়ে ছিল
দাঁতাল ও দাঁতালো
দাশ ও দাস
দায়িত্ব ও কর্তব্য
দায় ও দায়ী এবং দায়ি ও দায়ক
দারিদ্র ও দারিদ্র্য
দাহ্যশক্তি ও দাহিকা শক্তি
দিক ও দিক্
দিকদর্শন ও দিগ্দর্শন
দিগ্গজ ও দিগগজ
দিক্নির্ণয় ও দিঙ্নির্ণয়
দিক্পাল ও দিকপাল
দিগ্বিজয়ী ও দিগি¦জয়ী
দিগ্ভ্রান্ত ও দিগ্্ভ্রম
দিঙ্নাগ ও দিকনাগ বা দিক্নাগ
দিন দিন ও দিন
দীঘি ও দিঘি
দীন ও দরিদ্র
দীপ্ত ও দৃপ্ত
দীপ্যমান ও দেদীপ্যমান
দীর্ঘ ও দৈর্ঘ্য
দু কুল, দু কূল ও দুকুল
দুরালাপ ও দূরালাপ
দোষ বনাম ত্রুটি ও ভুল
দেয়া দেওয়া নেয়া নেওয়া
দ্বেষ ও বিদ্বেষ
ধস ধ্বস ও ধস্তাধস্তি
ধন্যবাদ ও ধন্যযোগ
ধূমপান নিষেধ না কি ধূমপান নিষিদ্ধ
নগর
নতুন ও নূতন
নবাব ও নওয়াব
নুরি নুরী ও নুড়ি
নয় তো ও নয়তো
নয়নকমল ও নয়নকোমল
‘না’ অব্যয় ও ক্রিয়াপদ
নাই ও নি এবং নাই ও নেই
নাম ও নাম ছিল
নানাভাবে ও নানা ভাবে
না হয় ও নাহয়
না হলে, নাহলে ও নইলে
‘না’ অব্যয় ও ক্রিয়াপদ
না হলে, নাহলে এবং নইলে
নিচ ও নীচ
নিবে ও দেবে
নিমন্ত্রণ ও আমন্ত্রণ
নির্দেশ ও নির্দেশনা এবং শাসন ও অনুশাসন
নিষেধ ও নিষিদ্ধ
নির্দেশ ও নির্দেশনা এবং শাসন ও অনুশাসন
নির্দিষ্ট ও সুনির্দিষ্ট
নির্বাচন
নীচ ও নিচ
নেই ও দেই
নেত্রীবর্গ ও নেতৃবর্গ
নেমন্তন্ন ও নিমন্ত্রণ
ন্যক্কারজনক ও ন্যাক্কারজনক

একাদশ অধ্যায়
প ফ
পদার্থ বিজ্ঞান ও পদার্থ বিদ্যা
পরবর্তীতে
পরিবহন না পরিবহণ
পড়া ও পরা
পড়াশুনা ও পড়াশোনা
পরিবার ও পরিবারবর্গ
পরিষ্কার ও পুরস্কার
পরিষেবা কিন্তু সেবা বিষম ও সুষম
পরিষৎ ও পরিষদ
পরে পরবর্তী এবং পরবর্তীতে
পার ও পাড়
পার ও পারি এবং পাড় ও পাড়ি
পার্থক্য ও তফাত
পালক ও প্রতিপালক
পাশ ও পাস
পাহারাদার ও চৌকিদার
পি-পু-ফি-শু
পুথি ও পুঁথি
পিতা ও জনক
প্রেক্ষিত ও পরিপ্রেক্ষিত
পুরস্কার ও পুরুষকার
পুলিশ ও পাখির মতো গুলী

পূর্বাহ্ণ মধ্যাহ্ন ও অপরাহ্ণ
পৌঁছে ও পৌঁছায়
প্রকৃতি ও নিসর্গ
প্রচার ও প্রচারণা
প্রচার ও সম্প্রচার
প্রজারা ডিম্ব করবে
প্রণত ও প্রণতা
প্রতিকার ও প্রতিরোধ
প্রতিশ্রুতি ও অঙ্গীকার এবং ওয়াদা ও শপথ
প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা
প্রতীক্ষা ও অপেক্ষা
প্রত্যয়ন ও প্রত্যায়ন
প্রথম ও সর্বপ্রথম
প্রবন্ধ ও নিবন্ধ
প্রবাদ ও প্রবচন
প্রস্তাব ও প্রস্তাবনা
প্রস্থ প্রশস্ত ও প্রশস্ততা
প্রশাসনিক ও প্রাশাসনিক
প্রহর দ্বিপ্রহর দুপহর দুপুর ও দুপুরবেলা
প্রাক্তন ছাত্র
প্রাক্তন সভাপতি
প্রেক্ষিত ও পরিপ্রেক্ষিত
প্রেরণা ও অনুপ্রেরণা
ফলশ্রুতি ও ফল
রেজাল্ট অর্থে ফলাফল: শুদ্ধ-অশুদ্ধ
ফলে সত্ত্বেও এবং বলে
ফাল্গুনে গগনে ফেনে ণত্বমিচ্ছস্তি বর্বরাঃ
ফি ফি
ফুলের শুভেচ্ছা ও ফুলেল শুভেচ্ছা
ফোঁড়া ও ফোড়া

দ্বাদশ অধ্যায়
ব ভ
ব-ফলা ও য-ফলা যখন ভেঙে লিখবেন
বঁধু বনাম বধূ
বই বই বই এবং বই
বকলম
বকা ও বখা
বপন ও রোপণ
বরণ ও বরন
বলদ তিন প্রকার
বন্যাত্তোর, বন্যোত্তর, বন্যা-পরবর্তী ও বন্যা-উত্তর
‘বরকনে’ হয় তবে ‘পতিবধু’ নয়
বলে ও সত্ত্বেও
বস্ত্র ও পোশাক
বাঙালি, বাঙালী, বাঙ্গালী ও বাঙ্গালি
বাচ্চা ও শিশু
বাধা বনাম বাঁধা
বারামখানা আর সরাইখানা
বাড়ি ও বাসা
বাল্ব, ভাল্ভ ও ভাল্ব
বারবণিতা ও বারবনিতা
বাল, আবাল, আবালবৃদ্ধ, বনিতা এবং আবালবৃদ্ধবনিতা
বিগত
‘বিজয়দিবস’ লিখুন ‘বিজয় দিবস’ নয়
বিদায়-সম্মাননা ও বিদায়ি সম্মাননা
বিদ্যুৎ লাইন ও বৈদ্যুতিক লাইন
বিদ্যুদায়ন বিদ্যুতায়ন বৈদ্যুতিক বিদ্যুদায়িত বিদ্যুতায়িত
বিপৎ, বিপদ ও বিপৎকাল
বিদ্বান ও বিদ্যান
বিবাদমান ও বিবদমান
বিবাহিত স্ত্রী ও পত্নী
বিলম্বিত ও প্রলম্বিত
বুঝা ও বোঝা
বৃত্তি ও পেশা
বেশি ও বেশী
বোদা ভোঁদা ও ভোদা
বোধহয়, বোধ হয়
ব্যবসা ও ব্যবসায়
ব্যবহার, ব্যবহৃত
ব্যবহারিক ও ব্যাবহারিক
বিপদজনক ও বিপজ্জনক
বিবিধ ও প্রকার
বিষয় ও প্রসঙ্গ
বিশেষজ্ঞ = বিশেষ + অজ্ঞ!
বুদ্ধ ও বুদ্ধু
বৌদি বৌঠান এবং বউদি ও বউঠান
বৃত্য ও বৃত্ত
বিশ্লেষণ ও ব্যাখ্যা
ভর্তি ভর্তীচ্ছু
ভারি ও ভারী
ভাল ভালো এবং কাল কালো
ভালোবাসা ও প্রেম
ভূত আর ভুত, দুটোই অদ্ভুত
ভূত সমাচার
ভূপাতিত ও ভূপতিত
ভেটো পকেট-ভেটো ও ছদ্ম-ভেটো
ভেড়ি ও ভেড়িবাঁধ
ভেস্ত, ভেস্তা, ভেস্তে ও ভেস্তে যাওয়া
ভ্রাম্যমাণ আদালত ও ভ্রমণশীল আদালত
ভিতর ও ভেতর: ‘জিজ্ঞেস’, ‘জিজ্ঞাসা’ এবং অভ্যাস ও অভ্যেস
ভোট ও ভোটকম্বল

ত্রয়োদশ অধ্যায়

মং ও মোং মোং শব্দের অর্থ
মঙ্গল ও কল্যাণ
মত ও মতো
মধুমাস ও মধুফল
মনিষ ও মনিষী
মনহুস, হুস ও মানুষ এবং হুশ, হোশ ও মনহুশ
মন্ত্রীর মন্ত্রিত্ব, স্বামীর স্বামিত্ব
ময়না ও ময়নতদন্ত
মহাজ্ঞানী বনাম মহা পাপী
মাঝে, মধ্যে; মাঝে মধ্যে ও মাঝে মাঝে
মামদো ও মামদো ভূত
মিথষ্ক্রিয়া
‘মিসিল’ অর্থ কী?
মিশ্র শব্দ
মিষ্টিমুখ’ আর ‘মিষ্টি মুখ
মুখপত্র, মুখপাত্র
মুদ্রণ ও সংস্করণ
মুরগি ও গোরুর দুধ পাওয়া যায়
মুহ্যমান ও মোহ্যমান
মূর্তি ও ভাস্কর্য
মেসার্স
মৃত্যুবরণ ও মারা যাওয়া
মুদ্রাদোষে অব্যয় বা অব্যয় মুদ্রাদোষ
মোঃ মানে মোহ্/দ্রঃ মানে দ্রহ্
মোহ্যমান/ম্রিয়মাণ
মৌন/মৌনী/মৌনতা
মৃদু ও মন্দ থেকে মৃদুমন্দ

চতুর্দশ অধ্যায়
য র ল শ

যুক্তব্যঞ্জনে রেফ-এর দ্বিত্ব বর্জন
যেই/যে-ই

রুগ্ণ হবে, রুগ্ন নয়
রম্ভোরু
রাজা ও বাদশা
রাজনৈতিক অর্থনৈতিক, কূটনৈতিক, সমসাময়িক, প্রশাসনিক প্রাশাসনিক:
রাজনৈতিক অর্থনৈতিক
রোগ নিরাময়
রোমহর্ষক/লোমহর্ষক
লক্ষ ও লক্ষ্য
লজ্জাকর ও লজ্জাস্কর
লবণ নাকি লবন
লাবণ্য
লিখা ও লেখা
লিখা ও লিখনী
লেখ লেখা লেখনী ও লেখসামগ্রী
লিখিত ও লেখিত
লেজেগোবরে
লোটা ও বদনা
শয়িত, শায়িত
শান্ত, সান্ত
শাসন, অনুশাসন
শুভ জন্মদিন ও শুভজন্ম দিন
শিহরণ নয়, শিহরন
শুভসন্ধ্যা না কি শুভ সন্ধ্যা :
শেষ বনাম সমাপ্তি
শেষকালে, শষ কালে
শেষান্তে
শোধ আর পরিশোধ
শ্মশ্রুমণ্ডিত ও শ্মশ্রুমুণ্ডিত
শ্রদ্ধা ও মর্যাদা
শ্রদ্ধাস্পদেষু ও শ্রদ্ধাস্পদাসু
শ্রীঘর ও শ্রী ঘর
শ্রম ও পরিশ্রম
শ্রীশ্রী প্রজাপতয়ে নমঃ

পঞ্চদশ অধ্যায়
স হ

স/স্ব/স্ম
স স্ব, সার্থ স্বার্থ, সাক্ষর স্বাক্ষর
সঙ্গে, সাথে, মাঝে এবং মধ্যে
সংখ্যাবাচক তারিখ লেখার নিয়ম
সংজ্ঞা বনাম সংজ্ঞার্থ
সংসদ সদস্য ও এমপি
সকল, সব ও সমস্ত
সক্ষম ও সমর্থ
সঠিক ও ঠিক
সতীর্থ বনাম সহকর্মী
সতীর্থ ও সহপাঠী
সত্তা,সত্ত্ব ও সত্ত্বা
সন বনাম সাল
সনদ ও সনদপত্র
সন্দিগ্ধপরায়ণ
সন্দেশ ও সংবাদ
সব ও সারা
সমসাময়িক, অর্থনৈতিক, রাজনৈতিক, কূটনৈতিক
সমাস ও এককথায় প্রকাশ
সন্দিগ্ধপরায়ণ
সমৃদ্ধ, সমৃ্িদ্ধশালী, সমৃদ্ধশীল
সরণি সারনি স্মরণী
সম্পদ ও সম্পত্তি
সম্প্রতি ও অতিসম্প্রতি
সম্মানীয় ও সম্মানিত
সম্মেলন, সম্মিলন
সরকারি বনাম সরকারী
সর্বজনীন বনাম সার্বজনীন

সর্বশ্রী ও সর্বজনাব
সর্বস্বান্ত ও সর্বশান্ত
সম্প্রতি ও অতিসম্প্রতি
সহসা বনাম শীঘ্র
সহানুভূতি ও সহানুভূতির সাথে
সাক্ষর ও স্বাক্ষর
সাজাত্য, স্বাজাত্য
সাত সকাল
সাফল্যের সঙ্গে এবং সাবধানতার সাথে
সাযুজ্য, সাদৃশ্য
সাষ্টাঙ্গ
সারা দেশব্যাপী
সীমন্ত ও সীমান্ত
সুচরিতাসু বনাম সুচরিতেষু
সুরী, সূরি ও সূরী
সুধী, সুধি
সুমন ও সুমনা
সুষম ও সুষমা
সূচি ও সুচি
সূর্যলোক ও সূর্যালোক
স্বপক্ষ সপক্ষ এবং স্বাক্ষর ও সাক্ষর
স্তান ও স্থান
স্তিমিতনেত্র ও নেত্র স্তিমিত
স্বাগত ও স্বাগতম
স্বাধীনোত্তর স্বাধীনতোত্তর এবং স্বাধীনতা-উত্তর
স্বাগত ও স্বাগতম
স্বাস্থ্য ও সুস্বাস্থ্য

হ-বিপর্যয়
হতে ও থেকে
হত্যা খুন এবং আত্মহত্যা
হয়তো ও হয় তো
‘হরিৎ’ অর্থ ‘হলুদ’ নয়
হাত ও হাতি
হোটেল রেস্টুরেন্ট ও রেস্তোরাঁ
হৃৎপিণ্ড কিন্তু হৃদ্যন্ত্র
হৃদ্যন্ত্রের ক্রিয়া
হযরত ও হুজুর
হাত ধরা, হাত ধর
হৃদ্যতা/হৃদ্য
হৃৎপিণ্ড কিন্তু হৃদযন্ত্র কেন

ষোড়শ অধ্যায়
শব্দের অপপ্রয়োগ প্রয়োগ ও প্রমিত প্রয়োগ
অশ্রুজল
অমর একুশে গ্রন্থমেলা ও বইমেলা
আন্তর্জাতিক
একুশে ফেব্রুয়ারি
কাব্যগ্রন্থ
কেবলমাত্র
ধূমপান নিষেধ
বিরাট গোরু ছাগলের হাট
শহিদ মিনার
সঠিক
সূর্য উঠা

সপ্তদশ অধ্যায়
শব্দের ফাঁক- ফোকড়

অষ্টাদশ অধ্যায়
বিবিধ
বাক্যে শব্দের দূরত্ব ও ঘনিষ্ঠতা
একসঙ্গে
ক্রিয়াপদে ‘না’ অব্যয়
ক্ষণ ও কাল শব্দে ফাঁক-অফাঁক
‘না’ ও ‘নি’
নানান দেশ, নানা কথা
নির্দেশক অব্যয়
পর
প্রতি
প্রায় প্রধান ও বহুল
বহু
বহুবচন
বিনা ও বীণা
বিশেষ ও বহুল
বিশেষণ-দূরত্ব
ব্যাপী
মাত্র
সমাসবদ্ধ শব্দে ফাঁক ও অঁফাক


All Link

Language
error: Content is protected !!