সমোচ্চারিত (প্রায় সমোচ্চারিত) শব্দের বানানে শ ষ স-জনিত অর্থ-পার্থক্য
প্রথম ভাগ
ড. মোহাম্মদ আমীন
সমোচ্চারিত শব্দের বানানে শ ষ স-জনিত অর্থ-পার্থক্য/১
শশ- খরগোশ
সস- আচার
শান্ত- ধীর, শিষ্ট
সান্ত- সসীম, অন্তবিশিষ্ট
শাড়ি- মেয়েদের পরার কাপড়
শারি- স্ত্রী-শুক
সারি- পঙ্ক্তি, গানবিশেষ
শানানো- ধারালো বা মসৃণ করা
সানানো- চটকানো
শাবান- হিজরি অষ্টম মাস
সাবান- ধোয়ার উপকরণ
শারদা- দুর্গা
সারদা- সরস্বতী
সমোচ্চারিত শব্দের বানানে শ ষ ষ-জনিত অর্থ-পার্থক্য/২
অশক্ত- অক্ষম
অসক্ত- আসক্তিহীন
আভাষ- মুখবন্ধ, আলাপ
আভাস- ইঙ্গিত, আদল
আশা- ভরসা
আসা- আগমন
আঁশ- তন্তু, রোঁয়া
আঁষ- আমিষ
আসার: প্রবল বর্ষণ, নিদর্শন
আষাঢ়- বর্ষা, বাংলা মাস
আশু- অবিলম্বে
আঁসু- চোখের জল
সমোচ্চারিত শব্দের বানানে শ ষ স-জনিত অর্থ-পার্থক্য/৩
নিরশন- অনাহার, অনশন
নিরসন- মোচন, দূরীকরণ
পরশ্ব- পরশু
পরস্ব- পরের ধন
পূর্বাভাষ- ভূমিকা, মুখবন্ধ
পূর্বাভাস- ভাবী ঘটনার সংকেত
বর্শা- সড়কি, বল্লম
বর্ষা- বৃষ্টির ঋতু
বাইশ- দ্বাবিংশ, ২২
বাইস- হাতিয়ার বিশেষ
বাঁশ- বংশ
বাস- বাসস্থান, সুগন্ধি
সমোচ্চারিত শব্দের বানানে শ ষ স-জনিত অর্থ-পার্থক্য/৪
বাঁশি- মুরলী, বংশী
বাসি- যা টাটকা নয়
বিশ- কুড়ি, ২০
বিষ- গরল
বিস- পদ্মের ডাটা
ভাষণ- বক্তৃতা
ভাসন- ভেসে থাকা
ভাষা- ভাব প্রকাশক কথা
ভাসা- প্লাবিত হওয়া
ভাসি- ভাসা ক্রিয়ার রূপ
ভাষী- ভাষা ব্যবহারকারী
ভীষা- আতঙ্ক
ভিসা- প্রবাসাজ্ঞা
সমোচ্চারিত শব্দের বানানে শ ষ স- জনিত অর্থ-পার্থক্য/৫
ভুসা- কালি, ঝুল
ভূষা- অলংকার, সজ্জা
মাষ- ডালবিশেষ
মাস- ৩০ দিন
মেষ- ভেড়া
মেস- বারোয়ারি বাসস্থান
শংকর- শিব, মঙ্গলকারী
সংকর- মিশ্রণজাত, হাইব্রিড
শক্ত- কঠিন, মজবুত
সক্ত- আসক্ত, সংলগ্ন
শণ- তৃণবিশেষ
সন- সাল, বছর
শয্যা- বিছানা
সজ্জা- সাজগোজ
সমোচ্চারিত শব্দ : শব্দের বানান : ষ শ স /২
সমোচ্চারিত শব্দ : শব্দের বানান : ষ শ স /৩
বাংলাদেশ ও বাংলাদেশবিষয়ক গুরুত্বপূর্ণ সাধারণজ্ঞান লিংক
বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন