সহজসূত্রে বাংলা বানান : বাংলা বানান শেখার নিয়ম/৪

সহজসূত্রে বাংলা বানান

ড. মোহাম্মদ আমীন

৩১. ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দের বানান শেষে হ্রস্ব-‘ই’-কার দিয়ে লিখতে হবে। যেমন: সোনালি, মিতালি, কাঙালি, বর্ণালি ইত্যাদি।

৩২. শব্দের ‘-জীবী’ যুক্ত শব্দের বানানে উভয় বর্ণের সঙ্গে দীর্ঘ-‘ঈ’-কার দিয়ে লিখতে হবে। যেমন: বুদ্ধিজীবী, শ্রমজীবী, কৃষিজীবী, কর্মজীবী, পেশাজীবী, কর্মজীবী ইত্যাদি।
৩৩. ‘এত’ ও ‘কত’-যুক্ত শব্দের বানানে ‘ত’-এর সঙ্গে ‘ও’-কার হবে না। যেমন: এতদিন, এতক্ষণ, এতবার; কতদিন, কতক্ষণ, যতদিন, যতকাল ইত্যাদি।

৩৪.  কোনো বিষয় বা বাক্যের  অসম্পূর্ণতা প্রকাশে  ত্রিবিন্দু( … ) ব্যবহার করতে হবে। যেমন: আমার সোনার বাংলা আমি  …

৩৫. নামের কোনো অর্থ  নেই। নাম হচ্ছে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অদ্বিতীয় পরিচায়ক। তাই ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা, স্থান ইত্যাদির মতো নামবাচক বিশেষ্যের বানানে ভুল ধরা যাবে না। এমন নাম সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান যেমন করে রাখে তেমনটিই শুদ্ধ গণ্য করা হবে। 

৩৬. বহুল ব্যবহৃত ‘স্বাগতম’,’সমসাময়িক’, ‘অর্ধাঙ্গিনী’ শব্দকটির ব্যবহার সংগত নয়। শব্দগুলোর সংগত রূপ যথাক্রমে— ‘স্বাগত’, ‘সামসময়িক’ ও ‘অর্ধাঙ্গী’।


বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন

শুদ্ধ বানান চর্চা লিংক/১

শুদ্ধ বানান চর্চা লিংক/২

শুদ্ধ বানান চর্চা লিংক/৩

শুদ্ধ বানান চর্চা লিংক/৪

 

সহজসূত্রে বাংলা বানান : বাংলা বানান শেখার নিয়ম/১

সহজসূত্রে বাংলা বানান : বাংলা বানান শেখার নিয়ম/২

সহজসূত্রে বাংলা বানান : বাংলা বানান শেখার নিয়ম/৩

সহজসূত্রে বাংলা বানান: বাংলা বানান শেখার নিয়ম/৪

Language
error: Content is protected !!