Warning: Constant DISALLOW_FILE_MODS already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 102

Warning: Constant DISALLOW_FILE_EDIT already defined in /home/draminb1/public_html/wp-config.php on line 103
সহজসূত্রে ষত্ববিধান/২ – Dr. Mohammed Amin

সহজসূত্রে ষত্ববিধান/২

ড. মোহাম্মদ আমীন

ই-কারান্ত ও উ-কারান্ত উপসর্গের পর ধাতুর /দন্ত্য-স/ এর স্থলে /মূর্ধন্য-ষ/:

/অভি-, নি-, পরি- প্রতি- বি-/ ৫টি ই-কারান্ত উপসর্গ এবং /অন-, সু-/ ২টি উ-কারান্ত উপসর্গের পর কয়েকটি ধাতুর (যেমন: স্‌ন্‌জ্‌, সদ্‌, সিচ্‌, সিধ্‌, সেন্, সেব্‌, স্থা, স্বপ্‌) /দন্ত্য-স/ এর স্থলে সাধারণত /মূর্ধন্য-ষ/ হয়। যেমন:

১. [অভি] : সঙ্গ কিন্তু অভিষঙ্গ; সেক কিন্তু অভিষেক, সিক্ত কিন্তু অভিষিক্ত।
তবে, অভিসম্পাত, অভিসার, অভিসন্ধি, অভিসন্তাপ শব্দসমূহের বানানে দন্ত্য-স।

২.[ নি-] : আসক্ত কিন্তু আসক্তি; সঙ্গ কিন্তু নিষঙ্গ; আসন্ন কিন্তু নিষণ্ন; সাদী কিন্তু নিষাদী; সুতি কিন্তু নিষুতি; সিক্ত কিন্তু নিষিক্ত; সিদ্ধ কিন্ত নিষিদ্ধ; সুপ্ত কিন্তু নিষুপ্ত।

৩. [পরি-] : সভাসদ কিন্তু পরিষদ; সংসদীয় কিন্তু পরিষদীয়; পুরস্কার কিন্তু পরিষ্কার; পরুস্কৃত কিন্তু পরিষ্কৃত; সেবা কিন্তু পরিষেবা; সেবিকা কিন্তু পরিষেবিকা।
তবে, পরিসংখ্যান, পরিসংখ্যা, পরিসমাপ্তি, পরিসম্পদ, পরিসর, পরিসীমা, পরিস্থিতি, পরিস্ফুট প্রভৃতি শব্দের বানানে দন্ত্য-স।

৪. [প্রতি-] : প্রতিষেধ, প্রতিষেধক, প্রতিষিদ্ধ।
তবে, প্রতিসংহার, প্রতিসরণ, প্রতিসর্গ, প্রতিসারণ, প্রতিসারী, প্রতিস্পর্ধী প্রভৃতি শব্দের বানানে দন্ত্য-স।

৫. [বি-]: আসন্ন কিন্তু বিষণ্ন; অসম কিন্তু বিষম; অসহ কিন্তু বিষহ; সহ কিন্তু দুর্বিসহ; সয় কিন্তু বিষয়; অবষাদ কিন্তু বিষাদ।
তবে, বিসংবাদ, বিসদৃশ্, বিসর্গ, বিসর্জন, বিস্ময়, বিস্মরণ, বিস্মৃতি, বিস্ফোরণ, বিস্ফোটন প্রভৃতি শব্দের বানানে দন্ত্য-স।

৬. [অনু-] : সঙ্গ কিন্তু অনুষঙ্গ, সঙ্গী কিন্তু অনুষঙ্গী।
তবে, অনুসন্ধান, অনুসন্ধিৎসা, অনুসরণ, অনুসারী, অনুসিন্ধান্ত, অনুসৃত, অনুস্মৃতি, অনুস্বার ইত্যাদি শব্দের বানানে দন্ত্য-স।

৭. [সু-] : সম কিন্তু সুষম; সুপ্ত কিন্তু সুষুপ্ত; সুপ্তি কিন্তু সুষুপ্তি।
তবে, সুসংবাদ, সুসংযত, সুসজ্জিত, সুসভ্য, সুসময়, সুসম্পন্ন, সুসম্পাদিত, সুসম্বন্ধ, সুসহ, সুসাধ্য, সুস্পষ্ট ইত্যাদি শব্দের বানানে দন্ত্য-স।

সহজসূত্রে ষত্ববিধান/১

বাংলা বানান কোথায় কী লিখবেন এবং কেন লিখবেন।