সাধারণ জ্ঞান : বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি
বাংলাদেশ বিষয়াবলী
১. আওয়ামী লীগের ২১তম কাউন্সিলের (২০ ডিসেম্বর, ২০১৯) শ্লোগান কী?
উত্তর: ‘শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নপুরণে গড়তে সোনার দেশ/এগিয়ে চলেছি দুর্বার, আমরাই তো বাংলাদেশ।’
২. ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ (প্রতিষ্ঠাকালীন নাম: পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ২৩ জুন, ১৯৪৯; কেএম দাস লেন, রোজ গার্ডেন, ঢাকা।
৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের কত তম কাউন্সিলে প্রথমবারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হন?
উত্তর: দ্বিতীয় কাউন্সিলে (৩-৫ জুলাই, ১৯৫৩)।
৪. ‘পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ’ থেকে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে কবে সংগঠনটি অসাম্প্রদায়িক দল হিসেবে আত্মপ্রকাশ করে?
উত্তর: তৃতীয় কাউন্সিলে (২১-২৩ অক্টোবর, ১৯৫৫)।
৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের কত তম কাউন্সিলে প্রথমবারের মতো সভাপতি নির্বাচিত হন?
উত্তর: ষষ্ঠ কাউন্সিলে (১৮-২০ মার্চ, ১৯৬৬)।
৬. স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের প্রথম কাউন্সিল কবে অনুষ্ঠিত হয়?
উত্তর: ৭-৮ এপ্রিল, ১৯৭২ (সব মিলিয়ে নবম কাউন্সিল)।
৭. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কত তম কাউন্সিলে প্রথমবারের মতো নেতৃত্বে (সভাপতি হিসেবে) আসেন?
উত্তর: ১৩তম কাউন্সিলে (১৪-১৬ ফেব্রুয়ারি, ১৯৮১)।
৮. বাংলাদেশে এ পর্যন্ত কতটি ডিজিটাল সেন্টার স্থাপন করা হয়েছে?
উত্তর: ৫ হাজার ২৭৫টি।
৯. ‘বৈশ্বিক বাযুমান প্রতিবেদন -২০১৮’ অনুসারে বিশ্বের সর্বোচ্চ দূষিত দেশের তালিকায় শীর্ষে ছিল কোন দেশ?
উত্তর: বাংলাদেশ।
১০. দেশে এ পর্যন্ত ইটভাটার সংখ্যা কত?
উত্তর: ৮০৩৩টি। (ঢাকার বায়ুদূষণে ইটভাটা ৫৮ শতাংশ দায়ী)।
আন্তর্জাতিক বিষয়াবলি
১. ভারতে সম্প্রতি কোন আইন পাসের জন্য দেশজুড়ে সরকারবিরোধী বিক্ষোভ চলছে?
উত্তর: Citizenship Amendment Bill (CAB) বা Citizenship Amendment Act (CAA).
২. মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট বা আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?
উত্তর: দুই কক্ষ বিশিষ্ট। যথাঃ ১) নিম্নকক্ষঃ House of Representatives এবং ২) উচ্চকক্ষঃ Senate.
৩. যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষের বর্তমান স্পিকারের নাম কি?
উত্তর: ন্যান্সি পেলোসি।
৪. যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিম্নকক্ষে কবে অভিশংসন প্রস্তাব পাস হয়েছে?
উত্তরঃ ১৯ শে ডিসেম্বর, ২০১৯. (স্থানীয় সময় ১৮ই ডিসেম্বর)
৫. ‘NASA’ কোন দেশের মহাকাশ সংস্থা?
উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র।
৬. ‘Amnesty International’ কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংগঠন?
উত্তর: যুক্তরাজ্য।
৭. ‘UN Standard Minimum Rules on the Treatment of Prisoners’- এ টি কী রুলস বলে অভিহিত করা হয়?
উত্তরঃ নেলসন ম্যান্ডেলা রুলস। রাজনৈতিক বন্দিদের অসুস্থতার সময় কী ধরনের চিকিৎসা দেওয়া উচিত, এটা তারই নির্দেশনা।
৮. শ্রীলঙ্কার গির্জা ও হোটেলে সম্প্রতি কবে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে?
উত্তরঃ ২১ শে এপ্রিল, ২০১৯.
৯. ‘পোখারা শহর’ কোথায় অবস্থিত?
উত্তর: নেপাল।
১০. কাতারের রাজধানীর নাম কি?
উত্তর: দোহা।
১১. স্পেনের কোন অঙ্গরাজ্যে স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে?
উত্তরঃ কাতালোনিয়া।
১২. ‘International Sustainable Development Institute (ISDI)’ কোন শহরভিত্তিক গবেষণা সংস্থা?
উত্তরঃ বোস্টন, যুক্তরাষ্ট্র।
১৩. বায়ুদূষণে আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুতে কোন দেশ শীর্ষে আছে?
উত্তরঃ ভারত (২য় চীন, ৩য় নাইজেরিয়া, ৪র্থ ইন্দোনেশিয়া, ৫ম পাকিস্তান এবং ৭ম যুক্তরাষ্ট্র)।
১৪. ইভো মোরালেস কোন দেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট?
উত্তরঃ বলিভিয়া। (ক্ষমতাচ্যুত হন ১০ নভেম্বর, ২০১৯)।
১৫. অভিশংসিত হওয়া প্রথম মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন কততম প্রেসিডেন্ট ছিলেন?
উত্তর: ১৭তম (১৮৬৮ খ্রিষ্টাব্দে অভিশংসিত হন)।
১৬. যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: জর্জ ওয়াশিংটন।
১৭. বায়ু-দূষণে প্রতিবছর কত জন মানুষ মারা যায়?
উত্তর: ৮৩ লাখ।
খেলাধুলা
১. ক্লাব ওয়ার্ল্ড কাপ -২০১৯ কোথায় অনুষ্ঠিত হয়েছে?
উত্তর: দোহা, কাতার।
২. ‘Marylebone Cricket Club (MCC)’ এর বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তর: কুমার সাঙ্গাকারা, শ্রীলঙ্কা।
৩. স্পেনের প্রথম শ্রেণির ঘরোয়া ফুটবল লিগের নাম কী?
উত্তর: লা লিগা।
পত্রিকা থেকে সংগৃহীত (২০ ডিসেম্বর, ২০১৯)